Weather Update: বিদায় বর্ষা! এ বছর লা নিনা পরিস্থিতিতে কেমন থাকবে শীতকালীন আবহাওয়া? পূর্বাভাস IMD-র

Weather Update: চলতি বছরের মতো ভারত থেকে বিদায় নিয়েছে বর্ষা। বর্ষা বিদায় মানেই অপেক্ষা শীত আগমনের। দেবী দুর্গার জলে পড়ার সাথে সাথেই আগমন ঘটে হালকা হালকা ঠান্ডার। তেমনি এ বছরেও কিছুদিন আগেই শেষ হয়েছে দুর্গাপুজো। জলে পড়েছে দেবী দুর্গা। কিন্তু এখনো ঠান্ডার কোনো পাত্তা নেই। অনুভূত হচ্ছে গরম। এই আবহে প্রশ্ন উঠেছে চলতি বছরে ভালই খেল দেখালো বর্ষা এবার শীত কি করবে? কেমন থাকবে শীতকালীন আবহাওয়া (Weather Update)? সেই প্রশ্নেরই উদ্বেগজনক উত্তর জানালো মৌসম ভবন।

দিল্লির মৌসুম ভবন IMD সূত্রে খবর চলতি বছরে বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিকের তুলনায় বেশি। অক্টোবরের শেষ পর্যন্ত এ বছরে প্রায় ৮ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। ৬টি নিম্নচাপ এবং বঙ্গোপসাগরে ঘনীভূত ১৪টি নিম্নচাপের জেরে প্রবল বর্ষণ হয়েছে ভারতে। তেমন খারিফ শস্যের উৎপাদন হয়েছে ভালো। কোথাও আবার বন্যার কারণে ক্ষতি হয়েছে প্রচুর ফসলের। তাহলে কি প্রচুর বৃষ্টিপাতের মতো এবার ঠান্ডা কি পড়বে? কি জানালেও আইএমডি।

আইএমডি তরফে জানানো হয়েছে চলতি বছরে স্বাভাবিকের তুলনায় যেমন বেশি বৃষ্টিপাত হয়েছে তেমনি ঠান্ডাও (Weather Update) পড়তে চলেছে জাঁকিয়ে। উত্তর ভারতে হাড় কাঁপানো শীত পড়ার সম্ভাবনা রয়েছে। মূলত স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত মানেই সেখানে লা নিনার ইতিবাচক প্রভাব থাকে। আর সেই লা নিনার প্রভাবেই দারুণ শীত পড়বে ভারতে। মৌসম ভবন আশা রাখছে অক্টোবরের শেষ অর্থাৎ নভেম্বরের শুরু থেকেই লাা নিনা পরিস্থিতিতে ঠান্ডা অনুভূত হবে দেশজুড়ে।

আরো পড়ুন: এক লাফে অনেকটা বেড়ে গেল খুচরো মূল্য বৃদ্ধির পরিমাণ, কারণ খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি

শীতকালীন আবহাওয়া বিষয়ে IMD-র প্রধান মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেছেন এ বছরে অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে ৭১ শতাংশ সম্ভাবনা রয়েছে লা নিনা পরিস্থিতি তৈরি হওয়ার। যার ফলে উত্তর ও উত্তর-পশ্চিম ভারতে অনেকটাই নিম্নমুখী হবে পারদ। যার জেরে শীতকালীন মাসগুলিতে কনকনে ঠান্ডা অনুভূত হবে সারা দেশজুড়ে।

প্রসঙ্গত লা নিনা হল এল নিনো প্রক্রিয়ার বিপরীত অবস্থা। যার অর্থ শিশুকন্যা। লা নিনা এমন একটি প্রক্রিয়া যার প্রভাবে সমুদ্র জলের উষ্ণতা স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রি সেলসিয়াস কমে যায়। সেই উষ্ণতা কমে গিয়ে পেরু-চিলি উপকূল বরাবর প্রবাহিত হয় শীতল সমুদ্রস্রোত। যার উপস্থিতি থাকে প্রায় ৬ মাস। আবার কখনো ২ বছর ধরেও এই লা নিনা পরিস্থিতি চলতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *