Site icon লোকাল সংবাদ

নতুন বছরেই কৃষকদের সুখবর, শস্য বিমা নিয়ে বড় ঘোষণা করলেন রাজ্যের কৃষি মন্ত্রী

শস্য বিমা

প্রতিনিধত্বমুলক

কথায় আছে সমাজ চলার ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান থাকে কৃষকদের। সকলের মুখে খাদ্যের যোগান তুলে দিতে কৃষকদের কাছে সমাজের কৃতজ্ঞতার শেষ থাকেনা। কিন্তু সমাজে সবচেয়ে অবহেলিত এই কৃষকরাই। প্রাকৃতিক দূর্যোগ হোক বা মনুষ্যসৃষ্ট, সবেতেই প্রভাবিত হয় কৃষক সমাজ। তবে বিগত কয়েক বছর ধরে ভারতীয় কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার ক্রমাগত একাধিক প্রকল্পের মাধ্যমে কৃষকদের নিরাপত্তার এবং আর্থিক ক্ষতির পরিমাণ লঘু করার চেষ্টা করে আসছে।

নতুন বছরের শুরুতেই পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য এলো সুখবর। এদিন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় নিজে সুখবর দিলেন রাজ্যের কৃষকদের। খবর পাওয়া যাচ্ছে চলতি মাসের মধ্যেই রাজ্যের সমস্ত কৃষকদের আনা হবে শস্য বিমার আওতায়। এখনও অবধি বাংলার মোট ২১ লক্ষ কৃষক এই বিমার সুবিধা পাচ্ছেন এবার এই তালিকায় যোগ করা হবে বাংলার সব কৃষকদের।

বর্তমানে চলছে রবি শষ্যের মরশুম। এর মধ্যে কৃষকদের নতুন করে আবার শস্য বিমার আওতায় আনার কাজ শুরু হয়েছে। জানা যাচ্ছে আগামী ৩১শে জানুয়ারির মধ্যে সমস্ত কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। এই মর্মে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে ৩৫০ কোটি টাকা প্রিমিয়াম জমা করা হয়েছে বলে খবর। জানা যাচ্ছে খারিফ মরশুমে ক্ষতিগ্রস্ত সমস্ত কৃষকদের ব্যাংক একাউন্টে ওই টাকা ক্ষতিপূরণ বাবদ পাঠিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ৩৭টি সরকারী পরিষেবা এক ছাঁদের তলায়, শুরু হচ্ছে ২০২৫-এর দুয়ারে সরকার ক্যাম্প

চলতি সপ্তাহে রাজ্যের কৃষি দপ্তরের সচিব ওঙ্কার সিং সহ দপ্তরের সমস্ত আধিকারিকদের সাথে একটি বৈঠক করেছেন কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এদিন তিনি কড়া নির্দেশ দিয়েছেন যাতে আগামী ৩১শে জানুয়ারির মধ্যে রাজ্যের প্রতিটি কৃষককে এই শস্য বিমার আওতায় আনার কাজ সম্পন্ন করা হয়।

এছাড়াও তিনি জানিয়েছেন গোটা ভারতবর্ষের মধ্যে একমাত্র পশ্চিমবঙ্গেই কৃষকদের জন্য শস্য বিমার প্রিমিয়াম দেওয়া হচ্ছে। অনেক ক্ষেত্রেই ঝড়, বৃষ্টি, খড়া বা বন্যার কারণে শস্যের ক্ষতি হয় বিরাট পরিমাণে। সেক্ষেত্রে আর্থিক ক্ষতি সামলাতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেন চাষিদের অনেকেই। আর সেই জন্যই এই বিমার প্রচলন। বিমা করা থাকলে সরকারের থেকে ক্ষতিপূরণ পাবেন কৃষকরা। সম্পূর্ণ বিনামূল্যেই রাজ্যের কৃষকদের এই বিমা পরিষেবা দেয় পশ্চিমবঙ্গের রাজ্য সরকার।

Exit mobile version