Free Land By Government: বিনামূল্যে দুই কাঠা জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার, জানুন কিভাবে

Free Land By Government: দেশ তথা রাজ্যের মানুষের সাহায্যার্থে একাধিক কেন্দ্রীয় এবং রাজ্য সরকারি প্রকল্প রয়েছে। যেগুলির মাধ্যমে সাধারণ খেটে খাওয়া মানুষদের জীবনযাত্রার মান কিছুটা হলেও উন্নতি করা সম্ভব। এরকমই একটি প্রকল্প হলো কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনা যার মাধ্যমে ভারতের প্রতিটি রাজ্যের গরীব মানুষদের পাকা বাড়ি তৈরিতে অর্থ সাহায্য দেওয়া হয়। কিন্তু গত কয়েক বছরে এই প্রকল্পের তালিকায় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে গড়মিল ধরা পড়ায় কেন্দ্র সরকার রাজ্যকে অর্থ সাহায্য দেওয়া বন্ধ করে দেয়।

যদিও ইতিমধ্যে আবারও আবাস যোজনার জন্য টাকা পাঠায় কেন্দ্র। অন্যদিকে কেন্দ্রের অর্থের অপেক্ষা না করেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ইতিমধ্যেই বাংলার আবাস যোজনার শুরু করেন রাজ্যের কোষাগারের অর্থ দিয়েই। আর এবার এই প্রকল্পের আওতায় আরও বড়ো সুবিধা পেতে চলেছেন আবেদনকারীরা। এবার বিনামূল্যে জমি (Free Land By Government) দেবে রাজ্য সরকার।

নবান্নের সুত্রে জানানো হয়েছে যে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি করতে এতদিন এক কাঠা জমি বরাদ্দ ছিল ভূমিহীন আবেদনকারীদের জন্য। তবে এবার রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছেন এই জমির পরিমাণ এক কাঠা থেকে বাড়িয়ে দুই কাঠা করা হলো। যার অর্থ এবার দুই কাঠা জমি বিনামূল্যে (Free Land By Government) দেওয়া হবে ভূমিহীন উপভোক্তাদের। জেলাশাসকদের এই বিষয়টি খতিয়ে দেখে যোগ্য প্রার্থীদের জমি প্রদান করার কথা বলা হয়েছে। এরজন্য ভূমিহীন আবাসের তালিকা তৈরি করতে হবে জেলা শাসক এবং DLLRO-দের।

আরো পড়ুন: এবার বদলির পালা অঙ্গনওয়ারী কর্মীদের, আচমকাই এলো সরকারি নির্দেশ

জানা যাচ্ছে গত অক্টোবর মাস থেকে পুনরায় শুরু হয় আবাস যোজনার সমীক্ষা। কিন্তু যেসব সমীক্ষায় দেখা গেছে আবেদনকারীর নিজস্ব কোনো জমি নেই অথচ তারা সব দিক থেকে বাড়ি তৈরির অর্থ পাওয়ার যোগ্যতা রাখে তাদের কথা ভেবে এই বিনামূল্যে জমি দেওয়ার (Free Land By Government) পথে হাঁটলো রাজ্য। এই ভাবে উপকৃত হতে চলেছেন রাজ্যের প্রায় ১১লক্ষ মানুষ।

তবে বিরোধীরা এর মধ্যে অন্য উদ্দেশ্য দেখতে পাচ্ছেন। তাদের মতে সামনেই রাজ্যে উপনির্বাচনের ভোঁট পর্ব অনুষ্ঠিত হবে আর ক্ষমতায় থাকার জন্য এটি শাসকদলের একটা টোপ। তাছাড়া এসব করে রাজ্য কর্কট প্রমাণ করতে চাইছে যে কেন্দ্রের চেয়ে রাজ্য সরকার বেশি খরচ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *