Second Airport in Bengal: বাংলা শীঘ্রই পেতে চলেছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর, কোথায় হবে এটি

Second Airport in Bengal: পশ্চিমবঙ্গের প্রথম আন্তর্জাতিক বিমানবন্দর হলো দমদম বিমানবন্দর। এরপরে রাজ্যে দ্বিতীয় তালিকায় স্থান করে নিয়েছে আরও একটি বিমানবন্দর। নামটা শুনলে অবাক হয়ে যাবেন আপনারাও। শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দর। রাজ্যের দ্বিতীয় বিমানবন্দর হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি মেলার অপেক্ষায় রয়েছে। আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে স্বীকৃতি পাওয়া এতটাও সোজা নয় এর জন্য বিশেষ পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। দীর্ঘদিনের দাবি মেনে তৈরি করতে হবে নতুন টার্মিনাল এবং পাশাপাশি প্রয়োজন বিমানবন্দরের আধুনিকীকরণের কাজ চালু করা।

নানা জটিলতার কারণে সেই কাজ এখনো পর্যন্ত শুরু হয়নি এবং এর কারণেই বিমানবন্দর কর্তৃপক্ষের রীতিমতো মাথায় হাত। এই চিন্তার অবসান ঘটতে চলেছে খুব শীঘ্রই। আগামী ২০ অক্টোবর শিলিগুড়িতে বাগডোগরা বিমানবন্দরের আন্তর্জাতিক বিমানবন্দর তৈরির কাজের সূচনা হতে চলেছে। এমনকি শিলান্যাস করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু শিলিগুড়িতে তিনি আসবেন না। তিনি উপস্থিত থাকবেন বারাণসীর একটি অনুষ্ঠানে এবং সেখান থেকেই তিনি ভার্চুয়ালি এই কাজের শিলান্যাস করবেন। বিমানবন্দর সূত্রে এমনটাই জানা গেছে। বাগডোগরা (Second Airport in Bengal) যদি আন্তর্জাতিক বিমানবন্দরের স্বীকৃতি পায় এর থেকে গর্বের আর কিছু হতে পারে না। বিমানবন্দর সম্প্রসারণের কাজ শুরু হলেই আন্তর্জাতিক বিমানবন্দর পাবে রাজ্য।

শিলিগুড়ির কাওয়াখালি ময়দানে শিলান্যাসের অনুষ্ঠানটি সম্পন্ন হবে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিজেপির বিভিন্ন লোকসভা কেন্দ্রের সাংসদ এবং বিধায়কেরা। বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। এখনো পর্যন্ত কারা আসবেন এই বিষয়ে সুনিশ্চিত ভাবে কিছু বলা যাচ্ছে না। বহুদিন ধরে বাগডোগরাকে আন্তর্জাতিক বিমানবন্দর (Second Airport in Bengal) হিসাবে গড়ে তোলার চেষ্টা চলছে। কিন্তু টার্মিনাল ছোট হওয়ায় এটি এতদিন পর্যন্ত সম্পন্ন হয়নি, তবে বর্তমানে সম্প্রসারণের কাজ চলছে। একবার আন্তর্জাতিক বিমানবন্দরের স্বীকৃতি পেলে অনেক বাড়তি সুযোগ সুবিধা পাওয়া যাবে। এসবের জন্য প্রয়োজন বাড়তি জমি, যা অধিগ্রহণে দীর্ঘ সময় অতিক্রান্ত হয়। অবশেষে রাজ্য সরকার ১০৮ একর জমি দেয় এবং কেন্দ্র সরকার অর্থ বরাদ্দ করে। অবশেষে এই কাজ শুরু হচ্ছে।

বাগডোগরা বিমানবন্দরকে (Second Airport in Bengal) আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে গড়ে তুলতে যে আধুনিকীকরণের দরকার তার জন্য অনুমোদন দেওয়া হয়েছে ১,৫৪৯ কোটি টাকা। দার্জিলিংয়ের সাংসদ ও বাগডোগরা বিমানবন্দরের উপদেষ্টা কমিটির চেয়ারম্যান রাজু বিস্তা জানিয়েছেন, দীর্ঘ অপেক্ষার পর উত্তরবঙ্গের মানুষ পেয়েছে একটি সুসংবাদ। শীঘ্রই কাজ শুরু হতে চলেছে বাগডোগরা বিমানবন্দরের সিভিল এনক্লেভের। নতুন টার্মিনাল তৈরি হলে যাত্রীদের ওঠা-নামার সঙ্গে লাউঞ্জ ও টার্মিনালের সমস্যা থাকবে না এমনটাই আশা করছে সকলে।

আরো পড়ুন: এই বছর পশ্চিমবঙ্গে উৎসব চলাকালীন সর্বোচ্চ বিক্রি হয়েছে মদ

কোন কোন বিষয়ে আধুনিকীকরণ করা হবে এই বিমানবন্দরে?

  • নয়া টার্মিনাল হবে ৭০,৩৯০ বর্গ মিটার। টার্মিনাল বড় হওয়ার জন্য ঘণ্টায় প্রায় তিন হাজার যাত্রী থাকতে পারবেন টার্মিনালে। বছরে ১০ মিলিয়ন বা এক কোটি যাত্রী বাগডোগরা বিমানবন্দর হয়ে যাতায়াত করতে পারবেন।
  • যাত্রীদের কথা মাথায় রেখে মাল্টি লেভেল কার পার্কিং গড়ে তোলা হবে।
  • ভিআইপি লাউঞ্জের পরিসর বাড়ানো হবে।
  • লবি আগের থেকে অনেক বেশি প্রশস্ত হবে।

একবার যদি এই কাজটি সম্পন্ন হয় তাহলে এ-৩২১ এর মতো এয়ারক্রাফট ওঠানামা করতে পারবে। উত্তরবঙ্গের পর্যটনের ক্ষেত্রেও যথেষ্ট উন্নতি হবে এরফলে। প্রতিদিন গড়ে ৮ হাজার যাত্রী বাগডোগরা বিমানবন্দর (Second Airport in Bengal) হয়ে আকাশে ওঠানামা করেন। সম্প্রতি প্রতিদিন বিমানবন্দরে থেকে গড়ে ৩২ জোড়া বিমান চলাচল করে। গত বছর ১০ লক্ষ যাত্রীতে পৌছে রেকর্ড তৈরি করে বাগডোগরা বিমানবন্দর। কিন্তু সবথেকে বড় সমস্যা হলো লাউঞ্জ ও লবি ছোট হওয়ায় দীর্ঘ সময় ধরে যাত্রীদের লাইনে অপেক্ষা করতে হয়। এই সমস্যার সমাধান ঘটলে আন্তর্জাতিক বিমান সহজেই চলাচল করতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *