Elon Mask Businesses: ৩৪২০০ কোটি ডলারের মালিক ইলন মাস্ক, আর কি কি ব্যবসা তার?

Elon Mask Businesses: রয়েছে ৩৪২০০ কোটি ডলারের সম্পত্তি, তিনিই এখন বিশ্বের সব চেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্কের নাম শোনেননি এমন কেউ হয়তো নেই। বিখ্যাত গাড়ি প্রস্তুতকারক সংস্থা টেসলা এবং টুইটারের কর্ণধার ইলন মাস্ক। চালান স্পেস এক্স নামের সংস্থাটিও। সব মিলিয়ে তৈরি করেছেন টাকা এবং পরিচিতির পাহাড়। বিশ্বের বড় বড় দেশগুলিতে ছড়িয়ে রয়েছে তাঁর ব্যবসার জাল। এছাড়া আর কোন কোন ব্যবসার উপর ভিত্তি করে এই প্রতিপত্তির শিখরে পৌঁছেছেন মাস্ক জানুন আজই।

একটি বেসরকারি সূচক ব্লুমবার্গ বিলিনিয়ার্স অনুযায়ী মাস্কের বর্তমান সম্পত্তির পরিমাণ প্রায় ৪৪৭ কোটি ডলার। অন্যদিকে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনের ফলে আকাশ ছোঁওয়া হারে বাড়ছে মাস্কের বিভিন্ন সংস্থার শেয়ারের দাম। মাস্কের সফলতার পিছনে টেসলা, স্পেস এক্স এবং এক্স আই-এর মতো সংস্থাগুলির অবদান সবচেয়ে বেশি। মাস্কের ব্যবসায়িক (Elon Mask Businesses) নীতি পিছনে ফেলেছে বাইটড্যান্স, ওপেনএআই, স্ট্রাইপের মতো সংস্থাগুলি।

টুইটার অর্থাৎ এক্স, টেসলা, স্পেস এক্স ছাড়াও একাধিক ব্যবসা রয়েছে মাস্কের (Elon Mask Businesses)। সেগুলি হলো: জিপ ২, পে প্যাল, সোলার সিটি, স্টারলিংক, দ্যা বোরিং কোম্পানি, ওপেন এআই, এক্সএআই ইত্যাদি। তবে এর মধ্যে জিপ ২ সংস্থাটি ইতিমধ্যেই বিক্রি করে দিয়েছে ইলন মাস্ক (Elon Mask Businesses)। যৌথ ভাবে ওপেন এআই খুললেও পরে ওই ব্যবসা থেকে বেরিয়ে আসেন তিনি।

আরো পড়ুন: বিধিভঙ্গের অভিযোগে কাঠগড়ায় ১৭ টি সংস্থা, নামের তালিকা দিলো ডিরেক্ট সেলিং বোর্ড

এতেই তাঁর ব্যক্তিগত সম্পত্তির হিসেব ছড়িয়ে গেছে সমস্ত রেকর্ড। সর্বাধিক ধনী ব্যক্তির তালিকায় প্রথমে ক্ষুরধার বিসনেসম্যান মাস্ক (Elon Mask Businesses) থাকলেও দ্বিতীয় স্থানে রয়েছেন ২১৬০০ কোটি ডলার সম্পত্তির অধিকারী মেটা প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। তৃতীয় স্থানে রয়েছেন আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। হিসেব মতো তাঁর সম্পত্তির পরিমাণ রয়েছে ২১৫০০ কোটি ডলার। চতুর্থ স্থানে রয়েছেন ১৯২০০ কোটি ডলারের মালিক ল্যারি এলিসন। এরপর পঞ্চম স্থানে রয়েছেন ১৫৪০০ কোটি ডলার সম্পত্তির মালিক বার্নার্ড আর্নল্ট।

ব্যক্তিগত জীবনে দুবার বিয়ের পিঁড়িতে বসেছিলেন বিশ্বের সব থেকে বেশি ধনী ব্যক্তি ইলন মাস্ক। তবে দুবারই তা গড়িয়েছে বিবাহ বিচ্ছেদ পর্যন্ত। তবে রয়েছে সন্তান। ব্যক্তিগত জীবনের সমস্যা দমিয়ে রাখেনি মাস্কের ইচ্ছেশক্তিকে। গোটা বিশ্বে বহু দেশে ছড়িয়ে রয়েছে মাস্কের একাধিক ব্যবসার (Elon Mask Businesses) বিভিন্ন ব্রাঞ্চ। ইতিমধ্যেই ভারতে চলে এসেছে তার স্যাটেলাইট নির্ভর ইন্টারনেট প্রোভাইডার সংস্থা স্টারলিংক ও সেই সাথে ভারতে স্পেসএক্স সংস্থার প্রসারের দাবি জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *