Fixed deposit: জানুয়ারি মাস শেষ হতে চললো এবার সকলের নজর হচ্ছে কেন্দ্রীয় বাজেটের উপর। আগামী পাঁচ বছরের রূপরেখা এই কেন্দ্রীয় বাজেট তৈরি করে দেবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এই বাজেট পেশ করবেন। প্রসঙ্গত উল্লেখ্য অন্যান্য বারের তুলনায় এইবারের বাজেট বেশ গুরুত্বপূর্ণ কারণ নরেন্দ্র মোদীর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়াই এর পিছনে বড় একটি কারণ হবে বলে মনে করছেন অনেকেই। তিনবার গেরুয়া শিবির সিংহাসন দখল করলেও এইবারের নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রীত্ব অর্জন কিন্তু খুব সহজ হয়নি। কারণ বিজেপি একা সংখ্যাগরিষ্ঠতা পায়নি এবার।
বিরোধীরা রীতিমতো ভালো ফলাফল করেছে যে কারণে এইবার ভোটের পর অন্যান্য শরিকের সহায়তায় হয়েছে সরকার গঠন। বর্তমানে লোকসভায় বিরোধী দলনেতার ভূমিকায় রয়েছেন রাহুল গান্ধী, তাই অন্যান্য বারের তুলনায় এইবারের বাজেট যে আলাদাই মাত্রা পাবে সে কথা বলাই বাহুল্য। এই বাজেটে সাধারণ মানুষের কথা বলতে গিয়ে ফিক্সড ডিপোজিট (Fixed deposit) গুরুত্ব পাবে। এইবারের বাজেটে মধ্যবিত্ত ব্যাঙ্কিং সেক্টরের দিকে তাকিয়ে থাকবে। কারণ সাধারণ মানুষ তাদের উপার্জিত ধনরাশি ব্যাঙ্কেই জমা করেন, তাই সেখানে যদি কোনও ছাড় মেলে।
তবে মধ্যবিত্তদের মধ্যে একটা আনন্দের আমেজ যেমন তৈরি হবে, তেমনি বিভিন্ন ব্যাঙ্ক কর্তৃপক্ষ ফিক্সড ডিপোজিট (Fixed deposit) নিয়ে কী সিদ্ধান্ত নেয় সেদিকেও তাকিয়ে বসে থাকবেন অনেকেই। আবার আয়কর ছাড়ের বিষয়টিও হবে অনেক মানুষের জন্য মাথা ব্যথার কারণ। এইবারের বাজেটের দিকে তাই অনেকেই নজর করে আছে। এতদিন প্রত্যেকটি ব্যাঙ্কে যে হারে সুদ দেওয়া হত, যদি দেখা যায় যে সেক্ষেত্রে সুদের হার কিছুটা হলেও বৃদ্ধি হয়েছে , তাহলে সাধারণ মানুষ একটু শান্তি পাবেন স্বস্তির নিঃশ্বাস ফেলবেন। কারণ ব্যাঙ্কে তিল তিল করে তারা জমিয়ে রাখেন তাদের সঞ্চিতা অর্থ। বিভিন্ন ব্যাঙ্ক ও শেয়ার বাজারে এর প্রভাব পড়বে সরাসরি।
আরো পড়ুন: মহার্ঘ্য ভাতা বৃদ্ধির নাম নেই, এর মাঝেই অর্থ দপ্তরের কর্মীদের নিয়ে বিস্ফোরক সরকার
এইবারের বাজেটে ফিক্সড ডিপোজিট (Fixed deposit) থেকে শুরু করে দীর্ঘ মেয়াদী প্রকল্পের ক্ষেত্রে সরকার ঠিক কী সিদ্ধান্ত নেয় , সেটা নিয়ে অনেকেই আশা করে আছেন। বেশ কিছু মাস আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন নানা ব্যাংকের কর্তাদের সঙ্গে একটি বৈঠক করেন সেখানে তিনি বলেন যে সাধারণ মানুষ যেন অনেক বেশি করে ব্যাংকগুলোতে বিভিন্ন প্রকল্পের বিনিয়োগ করে তাই প্রত্যেকটি ব্যাংক যেন পদক্ষেপ গ্রহণ করে এরপর থেকেই ব্যাংক থেকে শুরু করে পোস্ট অফিস সব জায়গায় নানা ধরনের নতুন নতুন প্রকল্প ঘোষণা করা হয় ব্যাঙ্কের তরফ থেকে, যার ফলে দেশের অর্থনীতি যে চাঙ্গা হয় সে কথা বলাই বাহুল্য।
নির্মলা সীতারামন সেদিন বলেছিলেন দেশের মানুষের কাছে টাকা রয়েছে কিন্তু তবুও তারা বিভিন্ন খাতে সেগুলি বিনিয়োগ করছে না তারপর ব্যাংক নানান রকম প্রকল্প চালু করে। একাধিক অর্থনীতিবিদরা মনে করছেন যে আগামী দিনে তাই কেন্দ্রীয় সরকার বাজেটের ক্ষেত্রে ফিক্সড ডিপোজিটে (Fixed deposit) গুরুত্ব দিয়েই এগিয়ে যাবে। অর্থনীতিবিদরা মনে করছেন যে এইবারের বাজেটে পুরনো ও নতুন সেভিংসের মধ্যে মেলবন্ধন ঘটানো হবে। কর ছাড় এবং ফিক্সড ডিপোজিট নিয়ে একটি বড়সড় সিদ্ধান্ত নেবে কেন্দ্র সরকার, যাতে মধ্যবিত্তরাই লাভবান হবেন।