Loan Repayment: লোন নেওয়া টাকা পরিশোধের আগেই কেউ মারা গেলে কি হয়, জানুন তথ্য

Loan Repayment: আজকালকার দিনে যুগ প্রতিনিয়ত আপগ্রেড হচ্ছে। আর তার সাথেই বাড়ছে ঋণ নেওয়া এবং এক কালীন অনেক টাকার খরচ ছাড়াও জীবনযাত্রার মাত্রা ঠিক করা। তেমনই এখন একাধিক প্রযুক্তিগত জিনিস হোক বা পোশাক, বাড়ি বা গাড়ি সব ক্ষেত্রেই পাওয়া যায় ঋন মারফত অর্থ পাওয়ার সুবিধা। এতে প্রধানত তিনটি আলাদা ধরনের ঋণের সুযোগ পাওয়া যায় যেগুলো হলো পার্সোনাল লোন, হোম লোন এবং কার লোন। এর প্রতিটি ভাগের পরিশোধের নিয়ম, সুদ এবং বৈশিষ্ট্য একে অন্যের থেকে বেশ কিছুটা আলাদা।

লোন নেওয়ার ক্ষেত্রে অন্যতম সাধারণ প্রশ্ন হলো যদি লোন নেওয়া ব্যক্তির মৃত্যু (Loan Repayment) হয় তবে লোনের অর্থ পরিশোধ করবে কে? আর এর জন্যই বিভিন্ন সংস্থার, বিভিন্ন ধরনের লোনের আলাদা আলাদা নিয়ম নীতি রয়েছে। কিছু ক্ষেত্রে উত্তরাধিকারী বা সহ ঋণ গ্রাহককে টাকা শোধ করতে হয় আবার কিছু ক্ষেত্রে ঋণ প্রদায়ক সংস্থা আগে থেকেই ঠিক করে রাখা নিয়ম অনুযায়ী ঋণ পরিশোধের উপায় খুঁজে নেয়।

হোম লোন (Home Loan):

কোনো ব্যক্তি হোম লোন নিলে তাঁর বাসস্থানের সম্পত্তি বন্ধক রাখা হয়। যদি লোন চলাকালীন ওই ব্যক্তির মৃত্যু (Loan Repayment) হয় তবে সহ ঋণ গ্রাহক বা উত্তরাধিকারকে এই লোনের টাকা পরিশোধ করতে হয়। এক্ষেত্রে সম্পত্তি বিক্রির মাধ্যমেও ঋণ পরিশোধ করা যায়। এছাড়াও হোম লোনের ক্ষেত্রে বেশিরভাগ ব্যাংক বীমার ব্যবস্থা রাখেন যার সাহায্যে গ্রাহকের মৃত্যুর পর ওই বীমা থেকে ঋণ পরিশোধ হয়ে যায়।

আরো পড়ুন: সন্তানের জন্মের পরই ২০০০ টাকার SIP শুরু করুন, কত টাকা জমবে জানুন বিশদে

পার্সোনাল লোন (Personal Loan):

পার্সোনাল লোন বা ক্রেডিট কার্ডের ঋণের ক্ষেত্রে কোনো রকম নমিনি বা সহ ঋণ গ্রাহক থাকেনা। ফলে এই ঋণ সাধারণত সিকিউর হয়না। ফলে মৃত ব্যক্তির (Loan Repayment) ঋণ পরিশোধের দায় কারো থাকেনা।

কার লোন (Car Loan):

কার লোনের ক্ষেত্রে এটি একটি সিকিওর লোন হয়। যেখানে গাড়ি কেনার সময় সেটা সংস্থার কাছে বন্ধক হিসেবে থাকে। তাই অর্থ পরিশোধের আগেই লোন গ্রাহকের মৃত্যু (Loan Repayment) হলে উত্তরাধিকারী বা নমিনি এই ঋণ পরিশোধ করতে বাধ্য হয়। যেখানে গাড়ি বিক্রি করেও সংস্থা টাকা সংগ্রহ করে নিতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *