Instagram: ইনস্টা রিল থেকে প্রাপ্ত আয়ের পরিমাণ কত! জানলে অবাক হবেন আপনিও। বর্তমানে যতগুলি সোশ্যাল মিডিয়া অ্যাপ প্রচলিত রয়েছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় অ্যাপ হলো ইনস্টাগ্রাম। যখন এই অ্যাপটি চালু করা হয়েছিল তখন এখানে শুধুমাত্র ছবি পোস্ট করা যেত। মূলত ছবি পোস্ট করার জন্যই ব্যবহার করা হতো ইনস্টাগ্রামকে। কিন্তু এখন এখানে শুধু ছবি নয়, পাশাপাশি পোস্ট করা যায় রিলসও। ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ রিলের উপরেই সবথেকে বেশি জোর দিচ্ছে বর্তমানে। এমনকি ব্যবহারকারীরাও রিলের প্রতিই সবথেকে বেশি আকর্ষণ অনুভব করছেন।
প্রসঙ্গত উল্লেখ্য, এখন প্রায় প্রত্যেকটি সোশ্যাল মিডিয়া অ্যাপই উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটির মাধ্যমে উপার্জন করছেন বহু মানুষ। উপার্জনের মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে ইনস্টাগ্রাম রিলগুলিও (Instagram)। এখন আর রিলস শুধুমাত্র বিনোদনের জন্য নয়, ব্যবহার করা হচ্ছে উপার্জনের জন্যও। ইনস্টাগ্রাম রিল থেকে কত টাকা উপার্জন হতে পারে আন্দাজ করতে পারেন? আজকের প্রতিবেদনে একটি ইনস্টাগ্রাম রিল কতটা ভিউ পেলে কত টাকা উপার্জন হতে পারে সে বিষয়ে আলোচনা করা হল।
অনেকেই মনে করেন ভিডিও ভাইরাল হওয়া মানেই সেই ভিডিও থেকে অনেক পরিমাণে টাকা উপার্জন করা যাচ্ছে। কিন্তু সবসময় তা বাস্তব নাও হতে পারে। সবার প্রথমেই বলে রাখা ভালো, ইনস্টাগ্রাম রিলসে (Instagram) কিন্তু ইন ভিডিও অ্যাড দেওয়া হয় না। অর্থাৎ অ্যাড না থাকলে ইন ভিডিও অ্যাডের জন্য মনিটাইজেশনও পাওয়া যাবে না। এর থেকে এটুকু পরিষ্কার বোঝা যাচ্ছে যে ইনস্টাগ্রাম রিল থেকে প্রাপ্ত অর্থের সাথে ভিডিওটির ভিউয়ের আদতে কোন যোগাযোগ নেই। ভিউয়ের মাধ্যমে কোন আর্থিক উপার্জন হয় না ইনস্টাগ্রাম রিলিসের ক্ষেত্রে। কিন্তু অন্য অনেক উপায় রয়েছে উপার্জনের।
আরো পড়ুন: সুযোগ পেতে হলে শুতে হবে! বিস্ফোরক মন্তব্য টেলি অভিনেত্রীর
ইনস্টাগ্রাম রিলিসকে (Instagram) আপনি আপনার ব্যবসায়িক প্রচারের মাধ্যমে হিসেবে ব্যবহার করতে পারেন। আপনি কোন প্রোডাক্ট সেল করতে চাইছেন কিন্তু অনেক সময় প্রচারের অভাবে তা ঠিকমতো আয় এনে দিতে পারে না। আপনি ইনস্টাগ্রাম রিলসে সেই প্রোডাক্টের ভিডিও তৈরি করে প্রচার করতে পারেন। যেহেতু ইনস্টাগ্রাম রিলগুলি তাড়াতাড়ি ভাইরাল হয় তাই পরোক্ষভাবে হলেও আপনার উপার্জন হবার সম্ভাবনা থাকবে। ইনস্টাগ্রাম রিলসের ক্ষেত্রে ব্র্যান্ড কোলাবরেশনের মাধ্যমেও আয় করতে দেখা যায়। যেমন অনেক বড় বড় ব্র্যান্ড অনেক সময় নামকরা ক্রিয়েটরদের সাথে কোলাবারেশন করে থাকেন। সেই ক্রিয়েটর সেই ব্রান্ডের নির্দিষ্ট প্রোডাক্ট সম্পর্কে প্রচার করে তার ইনস্টাগ্রাম রিলিসের মাধ্যমে। বিভিন্নভাবে সেই প্রোডাক্টটি সাধারণের সামনে নিয়ে আসে। এর বিনিময়ে সেই ব্র্যান্ডের পক্ষ থেকে আর্থিক উপার্জন করতে পারে সেই ক্রিকেটার।
এছাড়াও ফ্লিপকার্ট অথবা অ্যামাজনের লিঙ্ক শেয়ারের মাধ্যমেও আয় করা সম্ভব। ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকে কেনা কোন প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিঙ্ক শেয়ার করতে পারেন ইনস্টাগ্রাম রিলসে (Instagram)। সেই লিংক থেকে যদি কোন ব্যক্তি সেই প্রোডাক্টটি কেনে তাহলে তার বিনিময় সেই নির্দিষ্ট সংস্থা আপনাকে কমিশন দেবে। তবে আপনি যদি শুধুমাত্র রিলসের মাধ্যমেই উপার্জন করতে চান তাহলে ইনস্টাগ্রাম রিলটিকে ফেসবুকে শেয়ারের মাধ্যমেও আয় করতে পারেন। কারণ ফেসবুক ইন এড মনিটাইজেশনের সুযোগ দিয়ে থাকে।