Anant Ambani Watch: গত বছরেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট। এক সপ্তাহ ব্যাপী অনুষ্ঠান করে ছেলের বিয়ে দেন মুকেশ আম্বানি। উপস্থিত ছিলেন দেশ-বিদেশের নামি দামী খেলোয়াড়, শিল্পী, অভিনেতা-অভিনেত্রীরা। সব মিলিয়ে ১৪ হাজারের বেশি অতিথি উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। ছেলে অনন্তর বিয়েতে কয়েক হাজার কোটি টাকা খরচ করেন মুকেশ আম্বানি।
তবে শুধু বিয়ে নয়, পোশাক পরিচ্ছদেও খরচ হয়েছিল কোটি কোটি টাকা। নামি-দামি ব্র্যান্ডের হাতঘড়ি পড়তে পছন্দ করেন মুকেশ পুত্র অনন্ত (Anant Ambani Watch)। রিচার্ড মিল, পাটেক ফিলিপ, আডেমার্স পিগুয়েট এবং আরও সব বিদেশী বলাবহুল ব্র্যান্ড তার অতি পছন্দের। ক্যামেরার সামনে আসলেই তার হাতে নিত্যনতুন বিলাসবহুল হাত ঘড়ি দেখা যায়। তাঁর বিয়েতেও তিনি একটি ঘড়ি উপহার দিয়েছিলেন ফেসবুকের প্রতিষ্ঠাতা বর্তমানে মেটার কর্ণধার মাক জুকারবার্গকেও।
সম্প্রতি অনন্ত আম্বানিকে রাধিকা মার্চেন্টের সাথে ছুটি কাটাতে গিয়েছিলেন। সেখানেই এই যুগলের একটি ছবি ঝড়ের তালে ভাইরাল হয়। ছবিতে দেখা যাচ্ছে দুজনেই নীল রঙের পোশাক পরে রয়েছেন। এই পর্যন্ত সব সাদামাটা লাগলেও নজর কেড়েছে অনন্তর হাতের নিল রঙের ঘড়িটি (Anant Ambani Watch)। ছবিতে দেখা যাচ্ছে অনন্তের হাতে রয়েছে একটি নীল রঙের ঘড়ি দেখতে খানিকটা বরফের টুকরোর মতোই।
আরো পড়ুন: আফ্রিকা ভেঙে জুড়ে যাবে ভারতের সঙ্গে, সৃষ্টি হচ্ছে নতুন মহাসাগর
দ্যা ইন্ডিয়ান হিরোলজির পক্ষ থেকে প্রকাশিত একটি পোস্ট থেকে এই ঘড়ির সব তথ্য জানা গিয়েছে। জানা গেছে এই ভাইরাল ছবিতে অনন্ত যে ঘড়িটি (Anant Ambani Watch) পরে রয়েছেন সেটি শুধুমাত্র রিচার্জ মিল সংস্থার সেরা গ্রাহকদের জন্যই উপলব্ধ। ঘড়িটি এক বারে তিন টুকরো করে ফেলা যায়। অর্থাৎ এটি একটি ফোল্ডিং ঘড়ি। ঘড়িটি মডেলের নাম RM 52-04। দেশ বিদেশের তাবড়-তাবড় ব্যক্তিদের কাছেও এই ঘড়িটি স্বপ্ন ছাড়া কিছু নয়। সেখানে একজন সেরা গ্রাহক হওয়ার দরুন অনন্ত আম্বানি এই বিরল ঘড়ি ব্যবহার করছেন।
হঠাৎ দেখলে মনে হবে যেন নীল সমুদ্র। ঘড়িটির (Anant Ambani Watch) মধ্যে রয়েছে একটি মাথার খুলি বা স্কাল। সাজানো রয়েছে নীলকান্ত মনি দিয়ে। এই ঘড়িটি প্রতিপত্তির স্ট্যাটাস সিম্বল বললেও কম বলা হয়। গোটা বিশ্বের হতে গোনা অল্প কয়েকজন মানুষই এই ঘড়ি ব্যবহার করেছেন। Richard Mille RM 52-04 skull Blue Sapphire এই ঘড়িটির দাম USD 2,62,500 যা ভারতীয় মুদ্রায় প্রায় ২২,৫১,৯০,৪৮১ টাকা বা ২২ কোটি টাকা। জানা যাচ্ছে সংস্থার তরফে মাত্র ৩টি এই ঘড়ি তৈরি করা হয়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে অনন্ত (Ananta Ambani) ছাড়া বিশ্বের আর মাত্র দুই জন এই বহুমূল্যবান ঘড়িটি ব্যবহার করতে পারবেন।