Nail Cutter: নেইল কাটারের শেষ প্রান্তে থাকে ছিদ্র, কি কাজে লাগে জানলে চমকে যাবেন

Nail Cutter: আধুনিক যুগে আট থেকে আসি সকলেই নেইল কাটার বা নখ কাটার যন্ত্রের ব্যবহার করেছেন। আগেকার দিনে নরুন বা ব্লেডের চল দেখা গেলেও বর্তমানে এখন আর তা নেই। আমরা সকলেই নেইল কাটারের ব্যবহার করেছেন তবে কখনও কি ভেবে দেখেছেন নেইল কাটারের শেষ প্রান্তে একটি ছিদ্র থাকে। কিন্তু কেনো?

আমাদের জানার বাইরে এই পৃথিবীতে কত কিছুই রয়েছে। ঠিক সেরকমই এই মেইল কাটারের (Nail Cutter) শেষ প্রান্তে থাকা ছিদ্র সম্পর্কেও রয়েছে অজানা অনেক তথ্য। দেখতে সাধারণ মনে হলেও এর বিশেষ ব্যবহারের নিয়ম রয়েছে। যা অনেকেরই জানা নেই। দেরি না করে চলুন জেনে নিই এই ছিদ্রের ব্যবহার।

১. নেইল কাটারের (Nail Cutter) ব্লেডটি এই ছিদ্রের সাথে যুক্ত থাকে। এই ছিদ্র নেইল কাটারের ব্লেডটিকে সহজে ঘোরাতে, খুলতে এবং বন্ধ করতে সাহায্য করে।

২. এছাড়া দেওয়ালে কোথাও টাঙিয়ে রাখার জন্য এই ছিদ্রের মধ্যে চাবির রিং ঢুকিয়ে নেইল কাটার (Nail Cutter) ব্যবহার করা যেতে পারে।

আরও পড়ুন: অলিম্পিক পদক নিয়ে গুরুতর অভিযোগ মনু ভাকেরের, পদক ফিরিয়ে নিতে চলেছে IOC

৩. নেইল কাটারে (Nail Cutter) উপস্থিত এই ছিদ্রে রিং বা চেন তৈরির মাধ্যমে কারুকার্য করার জন্য ব্যবহার হতে পারে।

৪. নেইল কাটারের (Nail Cutter) মধ্যে নখের টুকরো ঢুকে থাকলে এই ছিদ্রের সাহায্যে বের করা যায়।

৫. অ্যালুমিনিয়াম বা এই জাতীয় কোনো জিনিস বাকানোর জন্যও এই ছিদ্রটির ব্যবহার হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *