Shantanu Naidu: কে এই শান্তনু নাইডু? কে হন রতন টাটার? তার পরিচয়ই বা কি?

শিল্প জগতের উজ্জ্বলতম রত্ন ছিলেন রতন টাটা। গত ৯ অক্টোবর ২০২৪-এ তাঁর মৃত্যুতে শোকাহত শিল্প জগৎসহ গোটা দেশ। শূন্যতা সৃষ্টি হয়েছে ভারতীয় শিল্প জগতে। আর এই আবহেই প্রশ্ন উঠেছে রতন টাটার মৃত্যুর পর টাটা গ্রুপের উত্তরসূরি কে হবেন? শান্তনু নাইডু (Shantanu Naidu) নাকি টাটা পরিবারের অন্য কেউ?

কে এই শান্তনু নাইডু (Shantanu Naidu)? রতন টাটা থাকাকালীন সময়েই টাটা ট্রাস্টের কনিষ্ঠতম জেনারেল ম্যানেজার হয়ে ওঠেন শান্তনু নাইডু। শুধু গুরু শিষ্যই নয়, পিতা সন্তানের মতো সম্পর্ক রতন টাটা শান্তনু নাইডুর। মূলত সামাজিক কাজকর্মের মাধ্যমেই রতন টাটার সাথে সম্পর্ক গড়ে ওঠে শান্তনুর। কুকুরদের নিরাপদে রাখার জন্য একটি প্রতিফলক কলারের ডিজাইন করেন শান্তনু নাইডু। যা দেখে আকৃষ্ট হন পশুপ্রেমী রতন টাটা। আর সেখান থেকেই নাইডুর সাথে রতন টাটার সম্পর্ক তৈরি হয় এবং পরিচিতি বৃদ্ধি পায় নাইডুর।

মূলত ২০২২ সাল থেকে প্রয়াত শিল্পপতির সাথে কাজ শুরু করেন নাইডু (Shantanu Naidu)। আর সেখান থেকেই তাদের সম্পর্কের ঘনিষ্ঠতা বৃদ্ধি পায়। যা ব্যবসায়িক পর্যায় থেকে ব্যক্তিগত পর্যায়ে পৌঁছায়। বহুবার শান্তনু নাইডুকে সন্তানের মতো স্নেহ করতে দেখা গেছে রতন টাটাকে। পাশাপাশি প্রবীণদের সঙ্গী সরবরাহের জন্য “Goodfellows” নামে একটি স্টার্টআপ প্রতিষ্ঠা করেন নাইডু। সেখানেও নাইডুর সমাজসেবার প্রতি আস্থা রেখে ভালো পরিমান টাকা বিনিয়োগ করেন প্রয়াত রতন টাটা।

আরো পড়ুন: ঘোষণা করা হলো টাটা ট্রাস্টের নতুন চেয়ারম্যানের নাম, সম্পর্কে তিনি রতন টাটার সৎ ভাই

রতন টাটার এত ঘনিষ্ঠ হওয়ার কারণে অনেকে প্রশ্ন তুলেছেন তাহলে টাটার উত্তরসূরি কি শান্তনু নাইডু (Shantanu Naidu)? আজ্ঞে না, বর্তমানে টাটা গ্রুপ পরিচালনা করছেন এন চন্দ্রশেখর। পাশাপাশি টাটার বিশেষ কাজকর্মে ভূমিকা পালনের জন্য প্রস্তুত রয়েছেন টাটার পরিবারের অন্যান্য সদস্য যেমন নোয়েল টাটা। এছাড়াও টাটা গ্রুপের আনুষ্ঠানিক ঘোষণায় উত্তরসূরি তালিকায় শান্তনুকে উত্তরাধিকার হিসেবে ধরা হয়নি। ফলে এখান থেকে স্পষ্ট রতন টাটার প্রয়াতকালের শান্তনুকে তাঁর উত্তরসূরী (Ratan Tata’s Successor) তালিকাভুক্ত করা হয়নি।

তবে আনুষ্ঠানিকভাবে টাটা গ্রুপের উত্তরসূরি হিসেবে স্থান না পেলেও প্রয়াত রতন টাটার প্রতি ভালোবাসা সম্মান থেকে টাটা পরিবারের সাথে দীর্ঘদিন আবদ্ধ থাকবে নাইডু (Shantanu Naidu)। পাশাপাশি রতন টাটার সামাজিক এবং মানবিক উত্তরাধিকার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে শান্তনু নাইডু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *