Pink Ball Test: পিঙ্ক বল টেস্টে ভারতের পরিসংখ্যান গর্ব করার মতোই, কলঙ্কও আছে

Pink Ball Test: ক্রিকেটের দুনিয়ায় গোলাপি বলে দিন রাতের টেস্ট খেলায় বেশিরভাগ দেশের আগ্রহের অভাব পরিলক্ষিত হয়ে থাকে। তবে কিছু দেশের সমর্থকরা রেড বল টেস্ট ম্যাচের চেয়ে পিঙ্ক বল টেস্ট ক্রিকেট বেশি উপভোগ করে থাকেন। ভারতেরও এই বলে রয়েছে ভালো ধারাবাহিকতা। তবে এর মধ্যে একটি ম্যাচে রয়েছে ভারতের দুঃস্বপ্নের স্মৃতি। ভারত সহ কোন দেশ পিঙ্ক বলে কতগুলি ম্যাচ খেলেছেন এবং তাদের জেতা হারার পরিসংখ্যান দেখলে চোখ কপালে উঠবে।

টি টোয়েন্টির বাড়বাড়ন্তে টেস্ট ফরম্যাটটি এর নিজস্ব জৌলুসতা হারাতে বসেছিল। তবে পরবর্তীকালে আইসিসি দ্বারা গৃহীত কিছু পদক্ষেপে আবারও টেস্ট ক্রিকেটকে ভক্তদের জন্য উপভোগ্য করে দিয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট নিয়ে বহু বছরের পরিকল্পনা থাকলেও ২০১৯ সালে এর বাস্তবায়ন সম্ভব হয়। একই ভাবে টেস্ট ক্রিকেটের নিজস্বতা ফেরাতে শুরু হয়েছিল পিঙ্ক বলে দিন-রাতের টেস্ট খেলা (Pink Ball Test)।

আরো পড়ুন: ভারত কি আদেও টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলবে, কি বলছে পয়েন্ট টেবিল

প্রসঙ্গত উল্লেখ্য, গোলাপী বলের দিন-রাতের টেস্ট খেলা সাধারন টেস্ট ম্যাচের মত নয়। এই টেস্ট শুরু হয় সাধারণ টেস্টের তৃতীয় সেশন থেকে। রেড বল টেস্টের মত এখানে তিনটি সেশন থাকলেও কোন লাঞ্চ ব্রেক থাকে না। প্রথম সেশনের পর ২০ মিনিটের টি-ব্রেক নেওয়া হয় এবং দ্বিতীয় সেশনের পর ৪০ মিনিটের ডিনার-ব্রেক নেওয়া হয়। তাছাড়া পিঙ্ক বল টেস্টের (Pink Ball Test) সান্ধ্যকালীন সেশন অর্থাৎ টোয়াইলাইট সেশনে ব্যাটিং করা খুবই কষ্টকর। এছাড়াও সাধারণ টেস্টে যেমন ২০ থেকে ২৫ ওভারের পরেই বলের সুইং বেশ কমে আসে, সেখানে পিঙ্ক বল টেস্টের ক্ষেত্রেঅ,৪০ থেক ৫০ ওভার পর্যন্ত বল শক্ত থাকে এবং সুইং চালু থাকে।

আর এই নতুনত্বের জন্যই এই ফরম্যাটটি বিভিন্ন দেশের বোর্ডগুলোর কাছে বেশ আগ্রহের বিষয় বস্তু হয়ে ওঠে। এর কাঠিন্যের কারণেই দর্শকদের কাছে এই টেস্ট ম্যাচ বেশি উপভোগের বিষয়। পিঙ্ক বল টেস্টের (Pink Ball Test) ইতিহাসে ভারতের একটি মাত্র খারাপ স্মৃতি থাকলেও বাকি কিছু মধুর স্মৃতিও রয়েছে। বর্তমানে চলছে ভারত বনাম অস্ট্রেলিয়া বর্ডার গভাসকার ট্রফির টেস্ট সিরিজ। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জিতে ভারত উপস্থিত হয়েছে অ্যাডিলেডে। দ্বিতীয় টেস্টটি হবে একটি পিঙ্ক বল টেস্ট (Pink Ball Test)।

আরো পড়ুন: চলছে চুটিয়ে প্রেম, কবে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই ভারতীয় ক্রিকেটার

ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যেকার এই ম্যাচটি সব মিলিয়ে ২৩তম দিন রাতের টেস্ট ম্যাচ হতে চলেছে। এই ফরম্যাটে সবথেকে বেশি সফল দেশ অস্ট্রেলিয়া! যদিও এখনও অবধি অস্ট্রেলিয়াই সবথেকে বেশি পিঙ্ক বল টেস্ট (Pink Ball Test) খেলেছে। চলুন জেনে নিই বিশ্বের আর কোন দল কতটা সফল পিঙ্ক বল টেস্টে, কোন দেশ কটি গোলাপী টেস্ট খেলেছে এবং তাদের পরিসংখ্যান কত!

  1. অস্ট্রেলিয়া খেলেছে ১২টি ম্যাচ। যার মধ্যে ১১টিতে জিতে মাত্র একটি হার হয় তাদের।
  2. ইংল্যান্ড খেলেছে সাতটি ম্যাচে যার দুটিতে জিতলেও পাঁচটিতে হেরেছে তারা।
  3. ওয়েস্ট ইন্ডিজ খেলেছে পাঁচটি ম্যাচ! যার একটিতে জয় পেলেও বাকি চারটিতে রয়েছে হার।
  4. ভারত চারটি ম্যাচ (Pink Ball Test) খেলেছে যেখানে একটি মাত্র হার রয়েছে এবং বাকিগুলোতে জয় পায় ভারত।
  5. পাকিস্তানও খেলেছে চার ম্যাচ। যার একটিতে জিতলেও বাকিগুলোতে রয়েছে হার।
  6. শ্রীলঙ্কা খেলেছে চারটি। এর মধ্যে দুটিতে জয় পেলেও দুটিতে হার হয়েছে তাদের।
  7. নিউজিল্যান্ড খেলেছে চারটি ম্যাচ! যার একটিতে জয় এবং তিনটিতে রয়েছে পরাজয়।
  8. দক্ষিণ আফ্রিকা খেলেছে দুটো পিঙ্ক বল টেস্ট (Pink Ball Test)। যার একটিতে জিত এবং একটিতে হার রয়েছে।
  9. বাংলাদেশ খেলেছে একটি মাত্র ম্যাচ এবং সেটিতেও ভারতের কাছে হার হয় এই দেশের।
  10. জিম্বাবুয়ে খেলেছে একটি মাত্র ম্যাচ এবং সেখানে পরাজিত হয় তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *