Richest City in World: পৃথিবীর সবচেয়ে বড়লোক শহর কোনটি! জানেন না অনেকেই

Richest City in World: পৃথিবীর সবচেয়ে বড়লোক শহর কোনটি! জানেন না অনেকেই। বিশ্বের ধন কুবেরদের তালিকাটা আমাদের মোটামুটি জানা। কিন্তু বিশ্বের ধনী শহরের তালিকা সম্পর্কে ধারণা নেই অনেকেরই। তাই আজকের প্রতিবেদনে সেই শহরগুলি সম্পর্কেই আলোচনা করা হলো। বিশ্বের ধনী শহরের তালিকায় আরো একবার জায়গা করে নিল নিউইয়র্ক। বিশ্বের সবচেয়ে ধনী শহর ২০২৩ এর তালিকা অনুযায়ী এই তথ্য সামনে এসেছে।

নিউ ইয়র্ক সিটিকে দ্যা বিগ অ্যাপেল নামে ডাকা হয়। সমীক্ষা অনুযায়ী, নিউইয়র্কে সবথেকে বেশি সংখ্যক ধনী ব্যক্তির বাস। এই শহরে ৩ লক্ষ্য ৪০ হাজার মানুষ বসবাস করেন যারা কোটিপতি। ৭২৪ জন মানুষ রয়েছেন যাদের সম্পত্তির পরিমাণ ১০ কোটি ডলারের বেশি। ৫৮ জন মানুষ রয়েছেন যাদের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি ডলারেরও বেশি। পৃথিবীর সব থেকে বেশি সম্পদ বোধ হয় এই শহরেই জমা হচ্ছে। তাই এই শহরকে পৃথিবীর সবচেয়ে ধনী শহর (Richest Cityin World) হিসেবে চিহ্নিত করা হয়েছে।

সাধারণ মানুষের ব্যক্তিগত সম্পত্তির উপর বিবেচনা করে এই তালিকা তৈরি করা হয়। সম্প্রতি এই তালিকাটি একটি প্রতিবেদনের মাধ্যমে প্রকাশ করেছে গবেষণাকারী প্রতিষ্ঠান হেনলি এন্ড পার্টনার্স। সমগ্র বিশ্বজুড়ে প্রায় নটি অঞ্চলের মধ্যে ৯৭ টি শহরকে নিয়ে এই তালিকা তৈরি করা হয়েছে। অঞ্চলগুলি হল আফ্রিকা, অস্ট্রাল এশিয়া, পূর্ব এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া, সিআইএস, ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং উত্তর আমেরিকা। সমীক্ষার মাধ্যমে বিশ্বের সবথেকে ধনী ব্যক্তিদের বাস এমন শহরগুলিকে বেছে নিয়ে বিশ্বের ধনী শহর (Richest City in World) হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

আরো পড়ুন: বাইকের ভালো মাইলেজের জন্য ভালো কোন টায়ার?

বিশ্বের শীর্ষ ধনীদের শহর ২০২৩ এর তালিকা অনুযায়ী, নিউইয়র্ক সিটির পরেই রয়েছে টোকিওর নাম। অর্থাৎ এই তালিকার দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে টোকিও। এই শহরে বসবাসকারী কোটিপতির সংখ্যা প্রায় ২ লাখ ৯০ হাজার ৩০০ জন। তালিকার তৃতীয় স্থানে নাম রয়েছে স্যান ফ্র্যান্সিস্কোর। যেখানে কোটিপতির সংখ্যা প্রায় ২ লাখ ৮৫ হাজার।

চতুর্থ স্থানে নাম রয়েছে লন্ডনের। বর্তমানে এই শহরে বসবাসকারী ধনী ব্যক্তির সংখ্যা ২ লাখ ৫৮ হাজারে নেমে এসেছে। তবে ২০২০ সালে প্রকাশিত তালিকায় লন্ডনই ছিল বিশ্বের সবচেয়ে ধনী শহর (Richest City in World)। সেই স্থান বর্তমানে রয়েছে নিউইয়র্কের হাতে। পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে সিঙ্গাপুর সিটি। সমীক্ষা অনুযায়ী, এই শহরে বর্তমানে ২ লাখ ৪০ হাজার ১০০ জন মানুষ আছেন যাদের কোটিপতি বলে বিবেচনা করা যায়। অর্থাৎ এরা প্রত্যেকেই ন্যূনতম ১০ লাখ ডলার বিনিয়োগ করার ক্ষমতা রাখেন। বিশ্বের ধনী শহরগুলির তালিকায় যুক্তরাষ্ট্রের চারটি শহরের নাম রয়েছে। নিউইয়র্ক, লস এঞ্জেলস, শিকাগো, দ্যা বে এরিয়া। চিনের রয়েছে দুটি শহরের নাম সাংহাই ও বেইজিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *