Seven Running Horse Picture: নতুন বাড়ি হোক বা অফিস আজকাল বেশিরভাগ মানুষ বাস্তু মতে তৈরি করেন নিজের পছন্দের ইমারত। বাস্তু মেনে ইমারত তৈরি করলে গৃহে শান্তি থাকে, ব্যবসা-বাণিজ্য, বাচ্চার পড়াশুনো হোক বা অন্য যেকোনো বিষয়ে উন্নতি হয়। এছাড়াও জীবনে অর্থাভাবও কেটে যায়। একটি ইমারত তৈরিতে কোন দিকে জানালা বা দরজা করা হবে, কোন দিকে প্রবেশের পথ থাকবে তার সুষ্ঠু ব্যাখ্যা করে বাস্তু বিদ্যায়। এছাড়াও গৃহে বা কর্মস্থলে কোন কোন জিনিস রাখলে শুভ বা অশুভ অবদান রাখবে সেই বিষয়েও সাবধান করে বস্তুবিদ্যা।
বাস্তু শাস্ত্রে প্রত্যেক দিকের আলাদা আলাদা গুরুত্ব রয়েছে। আর সেই অনুযায়ীই ইমারত তৈরি বা বিশেষ কিছু সামগ্রী রাখার নির্দেশ দেয় বাস্তু শাস্ত্র। অনেক জায়গাতেই সাতটি ছুটন্ত ঘোড়ার (Seven Running Horse Picture) ছবি চোখে পড়ে। বাস্তু মতে এই ছবিরও রয়েছে বিশেষ গুরুত্ব। এটিকে বাস্তুতে খুবই শুভ হিসেবে গণ্য করা হয়। দৌড়ানো ঘোড়াকে শক্তি ও অগ্রগতির প্রতীক হিসেবে ধরা হয়। এছাড়া এই শাস্ত্রে সাত নাম্বারটি খুব শুভ ধরা হয় বলে ছুটন্ত সাতটি ঘোড়ার ছবিটি একটি শুভ লক্ষণ বহন করে। তাই ব্যবসার জায়গায় এই ছবি রাখলে অগ্রগতির পথে সুযোগ আনে।
সাতটি ছুটন্ত ঘোড়ার ছবি লাগানোর নিয়ম (Seven Running Horse Picture)
১. ব্যবসা অথবা কাজের জায়গার কেবিনে এই সাতটি ছুটন্ত ঘোড়ার ছবি রাখতে হয় এতে উন্নতি হয়। এই ছবি এমন ভাবে লাগাতে হয় যেনো মনে হয় ঘোড়াগুলি ভিতরে প্রবেশ করছে। এতে জীবনে অগ্রগতি ও অর্থাভাব কাটে।
২. বাস্তু মতে কাজের জায়গার পূর্ব দিকে এই ছুটন্ত ঘোড়ার ছবি লাগাতে হয়। তবেই এর ভালো প্রভাব পড়ে এবং কাজের ক্ষমতা বাড়ে।
আরো পড়ুন: মা জগদ্ধাত্রীর পায়ের নিচে কেন হাতির মাথা থাকে, রয়েছে প্রাচীন ইতিহাস
৩. বাড়িতে ঘোড়ার ছবি (Seven Running Horse Picture) লাগানোর সময় নজর রাখতে হবে ঘোড়াগুলির মুখ যেনো রাগান্বিত না মনে হয়। বরং তাদের দেখে যেনো মনে হয় তারা খুশিতে দৌড়চ্ছে। ছবিটি কোনো ভাবে যাতে ভেঙে না যায় সেদিকেও নজর রাখতে হবে। আর বাড়িতে একটি ঘোড়ার ছবি রাখবেন না এতে পরিবারে নেতিবাচক প্রভাব পড়ে।
৪. বাস্তু মতে মনে করা হয় বাড়ির দক্ষিণ দেয়ালে সাতটি ছুটন্ত ঘোড়ার ছবি লাগালে জীবন থেকে আর্থিক সমস্যাগুলো খুব দ্রুত বিদায় নেয় এবং অর্থলাভ শুরু হয়।
৫. বাড়িতে সাতটি ছুটন্ত ঘোড়ার ছবি রাখার আগে মনে রাখতে হবে ছবিটি যেনো যুদ্ধক্ষেত্রের ঘোড়ার না হয়, সাধারণ ভাবে দৌড়চ্ছে এমন ছবি লাগাতে হবে।