RG Kar Case 2024: নেট পাড়ায় শোরগোল, অভয়াকে নিয়ে কি এমন শ্রীলেখা মিত্র?

RG Kar Case 2024: দুর্গাপূজার আবহে চারিদিকে আলোর রোশনাই, ঝলমলে প্যান্ডেল এবং মাইকে ভেসে আসা গানের মধ্যেও অগণিত মানুষ এখনো অভয়ার ঘটনাটি ভুলতে পারেননি। যেখানে মা দুর্গা নৃশংসভাবে অসুর নিধন করেন, সেখানে অসুরদের হাতে নৃশংসভাবে হত্যা হতে হয় অভয়াকে। ৯ই আগস্ট ঘটে যাওয়া আরজিকরের এই মৃত্যুকে (RG Kar Case 2024) কেন্দ্র করে শুরু হয় প্রতিবাদ। জায়গায়-জায়গায় মেয়েরা মহিলারা নানা ভাবে প্রতিবাদ জানায়। কিন্তু সুরাহা হয় কোথায়?

এই বছর মহালয়ার দিন ঘটে এক আশ্চর্য ঘটনা। আরজিকর চত্ত্বরে এক মূর্তি প্রতিষ্ঠা করা হয়। আরজিকর মেডিক্যাল কলেজের অধ্যক্ষের অফিস যেখানে ঠিক তার সামনেটাই বসানো হয় এক অদ্ভূত মুর্তি। জানা গিয়েছে যে, যে সমস্ত জুনিয়র চিকিৎসকরা আন্দোলন করছিলেন তারাই এই মূর্তিটি স্থাপনের উদ্যোগ তুলেছিলেন।

এই মুহূর্তে অন্য কারোর নয়। এই মূর্তি ৯ই আগস্ট আরজিকরের (RG Kar Case 2024) সেমিনার হলে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল যে অভয়াকে, সেই অভয়ারই আবক্ষ মূর্তি। সমস্ত জুনিয়র চিকিৎসকরা দীর্ঘদিন ধরে ধর্না, প্রতিবাদ, আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আর তাদের উদ্যোগেই এই মূর্তি স্থাপন করা হয়েছে আরজি করের চত্বরে। এই মূর্তি দেখে যেন প্রত্যেকের রোম খাড়া হয়ে উঠছে সকলের।

এই মূর্তি নিয়ে চলেছে এক বিরাট প্রতিদ্বন্দ্বিতা। একদল মানুষ ঘোর বিরোধিতা করেছিল যাতে এই মূর্তি স্থাপন না করা হয়। তবে জুনিয়র ডাক্তাররা অনেক লড়াই করে গণ-কনভেশনের প্রস্তাব পাস করিয়ে তবেই মূর্তি স্থাপন করতে বলেন। এই মূর্তিটি গড়েছেন অসিত সাঁই নামে একজন শিল্পী। যদিও এই মূর্তির সাথে অভয়ার মুখমন্ডলের কোনরূপ মিল নেই। কিন্তু অভয়ার ঘটনাকে কেন্দ্র করেই এই মূর্তিটাকে গড়া হয়েছে। যার ফলে মূর্তিটির দিকে তাকালেই বুক কেঁপে উঠবে।

অভয়ার এই আরজিকরের (RG Kar Case 2024) মৃত্যুর জন্য প্রতিবাদে নেমেছে সমস্ত সাধারণ মানুষসহ বলিউড, টলিউড এবং রূপালি পর্দার সেলিব্রেটিরাও। যারা ভীষণভাবে প্রতিবাদ জানিয়েছে তাদের মধ্যে অন্যতম হলেন শ্রীলেখা মিত্র। হতে পারে শাসকদলের বিরোধিতা করার উদ্দেশ্যেই তিনি পথে নেমেছিলেন। কিন্তু একদম প্রথম থেকে আজ পর্যন্ত প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন তিনি। শ্রীলেখা মিত্র এই মূর্তির ছবিটি তুলে ফেসবুকে পোস্ট করে বলেন যে, সকলেরই হয়তো এই মূর্তি দেখে অস্বস্তি লাগছে। তবে এই অস্বস্তিটা থাক। দুর্গা পুজোর ঢাক-ঢোল এবং গান-বাজনার মধ্যে থেকে যাক এই অস্বস্তি, সেটিই তিনি চাইছেন। তবে তার এই পোস্টটিকে ঘিরে সমালোচনার তীব্র ঝর ওঠে। যাকে তোয়াক্কা না করে তিনি নিজের পথে অটুট থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *