১৪৪ বছর পর আয়োজিত মহাকুম্ভ, পুণ্যস্নান করে কেমন অভিজ্ঞতা হল দেবলীনার?

মহাকুম্ভ নিয়ে মানুষের মধ্যে যে আবেগ দেখা যাচ্ছে তা সত্যিই কল্পনা করা যায় না। জীবনে প্রথম এবং শেষ পুণ্যলাভের আশায় মানুষ ছুটছে প্রয়াগরাজে। কোন মানুষই এই সুযোগ হাতছাড়া করতে চাইছে না। শুধুমাত্র সাধারণ মানুষ নয় তারকারা পর্যন্ত ডুব দিচ্ছে এই ত্রিবেণী সঙ্গমে। বলা যেতে পারে হিন্দুধর্মের এই মহাক্ষেত্রে মিলন ঘটেছে সমাজের সর্বস্তরের মানুষের। আজকের প্রতিবেদনে জানতে পারবেন এই অভিনেত্রী প্রয়াগরাজে পুণ্যস্নান করে দারুন অভিজ্ঞতা সঞ্চয় করেছেন।

১৪৪ বছর আগে এই মহাকুম্ভ আয়োজিত হয়েছিল আবারো ১৪৪ বছর বাদে আয়োজিত হবে মহাকুম্ভ। ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নানের সুযোগ হাতছাড়া করতে চাননি টলিউডের এই অভিনেত্রী তথা নৃত্যশিল্পী দেবলীনা কুমার। তিনি আধ্যাত্মিক মানুষ এবং তা বিভিন্ন সময়ে সমাজমাধ্যমের চোখে পড়েছে। তাই হাতে সময় কম থাকলেও, পৌঁছে গিয়েছিলেন প্রয়াগরাজে। সমাজমাধ্যমের সঙ্গে নিজের স্নানের ছবি ভাগ করে দিয়েছেন দেবলীনা।

অভিনেত্রী তথা নৃত্যশিল্পী মহাকুম্ভে গিয়ে লাভ করেছে এক অভিনব অভিজ্ঞতা। ছবিতে দেখা যাচ্ছে সবুজ রঙের কুর্তি পরে ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান করছেন দেবলীনা। অবশ্যই সঙ্গে রয়েছেন দেবলীনার বাবা-মা। পোস্টের সঙ্গে অভিনেত্রী লিখেছেন, এই মহাকুম্ভে নিজেকে সামিল করতে পেরে তিনি সত্যিই আপ্লুত। আবার ১৪৪ বছর পরে এমন সুযোগ আসবে। তিনি মন থেকে উপভোগ করেছেন এই মেলা এবং নিজেকে এখানে সামিল করতে পেরে ভীষণ খুশি তিনি। তিনি এখানে আসতে চেয়েছিলেন কারণ এই জীবনে আর এই সুযোগ তিনি পাবেন না।

আরও পড়ুন: স্নানেই রেকর্ড তৈরি করতে চলল মহাকুম্ভ মেলা, ৫০ কোটিরও বেশি মানুষ মিলিত হয়েছেন এই পূন্য স্নানে

ভোরবেলা ঘুম থেকে উঠে মহাকুম্ভে যাওয়ার জন্য সকাল সাড়ে সাতটার বিমান ধরেছিলেন দেবলীনা। তিনি যেমন প্রয়াগরাজে পৌঁছেই ডুব দেন ত্রিবেণী সঙ্গমে, সাথে নিয়ে গিয়েছিলেন বাবা মাকেও। দেবলীনা লিখেছেন, সকালবেলার বিমান ধরেই পৌঁছে গিয়েছিলেন প্রয়াগরাজে পুণ্যস্নান করতে। কিন্তু এই দিনই সন্ধে সাড়ে সাতটার মধ্যে ফিরতেই হত। সবথেকে অবাক করা বিষয় হলো প্রয়াগরাজ থেকে ফিরেই নিজের কাজে যোগ দেন তিনি।

তবে দেবলীনার বেশি সময় লেগেছে শুধুমাত্র উড়ানে বিলম্বের কারণে। তাই বিমানবন্দরের শৌচালয়েই তড়িঘড়ি শাড়ি পরে সেজে নেন অভিনেত্রী। স্নানের পরে তিনি পৌঁছে গেছিলেন নিজের নতুন অ্যালবামের প্রচারের অনুষ্ঠানে। ধর্ম এবং কর্ম দুটোই একসাথে করেন তিনি। বিমানের সামনে দাঁড়িয়ে শাড়ি পরে একটি ছবিও তোলেন অভিনেত্রী। সমাজমাধ্যমের পাতায় তিনি শেয়ার করেছেন যে, এই প্রথম শাড়ি পরে বিমানের সামনে দাঁড়িয়ে ছবি তুলছেন। প্রসঙ্গত উল্লেখ্য, দেবলীনার আগে মহাকুম্ভে গিয়ে পুণ্যস্নান করেছেন রচনা বন্দ্যোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *