WhatsApp Banned: হাতে আর কয়েকদিন, তারপরেই এইসব ফোনে বন্ধ হতে চলেছে হোয়াটসঅ্যাপ

WhatsApp Banned: আজকাল যত দিন এগোচ্ছে ততো ডিজিটাল হচ্ছে ভারত। ধীরে ধীরে সম্পূর্ণ ডিজিটালাইজেশনের পথে হাঁটছে ভারত। যদিও এই পথের উদ্যোগে ছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এখন লেনদেন হোক বা পড়াশুনো, সব কিছুই হচ্ছে অনলাইনে। আর এসবের মাঝে বাড়ছে স্মার্ট ফোনের চাহিদাও। নামজাদা একাধিক দেশী বিদেশী সংস্থার স্মার্ট ফোন এখন অনায়াসেই বাজার কাঁপাচ্ছে ভারতের।

শুধু স্মার্ট ফোনই নয় সঙ্গে রয়েছে কিছু বহুল ব্যবহৃত অ্যাপও। যার মধ্যে মেটা সংস্থার ফেসবুক, হোয়াটসঅ্যাপ, থ্রেডস, ইনস্টাগ্রাম তো আছেই এছাড়াও ফ্লিপকার্ট, আমাজনের মতো অ্যাপগুলি এখন মানুষের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে। এখন যদি হঠাৎ শোনেন নিজের ব্যবহৃত মোবাইলে নতুন বছর থেকে চলবেনা হোয়াটসঅ্যাপ (WhatsApp Banned)। মাথায় আকাশ ভেঙে পড়া অস্বাভাবিক নয়। কারণ হোয়াটসঅ্যাপের মাধ্যমেই গুরুত্বপুর্ণ কথপোকথন বা নথি দেওয়া নেওয়া করা যায়।

নতুন বছর থেকেই শুরু সমস্যা। সূত্রের খবর বেশ কিছু এন্ড্রোয়েড ফোনে আর কাজ করবেনা হোয়াটসঅ্যাপ (WhatsApp Banned)। জানা যাচ্ছে যারা পুরানো এন্ড্রোয়েড ভার্সনে কাজ করছেন এবার থেকে তাদের মোবাইলে আর চলবেনা হোয়াটসঅ্যাপ। তবে বাদ নেই আইফোনও। আজ থেকে প্রায় ১০ বছর আগে শুরু হয়েছিল অ্যান্ড্রয়েড কিটক্যাট। আর এরপর থেকে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠেছে এই অ্যাপটি।

আরো পড়ুন: বিমানের ব্যাগে রয়েছে খাবার, অজান্তে অবৈধ কাজ করছেন না তো

তবে ২০২৫ সালের নতুন বছরে ছন্দপতন হতে চলেছে। এখনও পর্যন্ত যারা এন্ড্রোয়েড ফোনের কিটক্যাট ভার্সন ব্যবহার করছেন তাদের নিজেদের ফোনটি অবশ্যই নতুন বছরের আগে আপগ্রেড করে নিতে হবে। অন্যথায় পুরানো ওই ফোন আর হোয়াটসঅ্যাপের (WhatsApp Banned) ব্যবহার করা যাবে না। দেখে নিন কোন কোন ফোনে বন্ধ হতে চলেছে হোয়াটসঅ্যাপ পরিষেবা:

  • Samsung: Galaxy S3, Galaxy Note 2, Galaxy ACE 3, Galaxy S4 Mini
  • HTC: One X, One X plus, Desire 500, Desire 601
  • Sony: Experia Z, Experia SP, Experia T, Experia V
  • LG: Optimus G, Nexas 4, G2 mini, L90
  • Motorola: Moto G, Roger HD, Moto E 2014

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *