Site icon লোকাল সংবাদ

২০২৫-২৬ অর্থবর্ষে আয়কর রিটার্ন জমা দেওয়া কবে থেকে শুরু? নতুন বিলে কি কি নিয়ম রয়েছে?

আয়কর রিটার্ন

প্রতিনিধত্বমুলক

আয়কর রিটার্ন একটি ফর্ম। যে ফর্মের মাধ্যমে ব্যক্তিগণ তাদের আয় এবং কর সম্পর্কিত তথ্য পূরণ করে আয়কর বিভাগে জমা দেন। প্রতিবছরই ব্যবসায়ী, চাকরিজীবী, পেনশন ভোগী প্রভৃতি নানান পেশার সাথে যুক্ত ব্যক্তিদের আয়কর রিটার্ন জমা করতে হয়। তেমনই ২০২৫-২৬ অর্থবর্ষে জমা করতে হবে আয়কর। কিন্তু কবে থেকে সেই জমা দেওয়ার দিন শুরু হবে? কোন কোন নিয়ম মেনেই বা এই আয়কর বিল জমা করতে হবে? প্রশ্ন উঠেছে সাধারণমহলে।

সূত্রের খবর, ২০২৫-২৬ অর্থবর্ষ শুরু হতে বাকি আর ১ মাস। অর্থাৎ ৩১শে মার্চ শেষ হলেই ১লা এপ্রিল থেকেই শুরু হবে নতুন অর্থবর্ষ ২০২৫ থেকে ২৬। নিয়ম অনুযায়ী প্রতিবছরের মতো মূল্যায়ন বছরের প্রথম দিকেই আয়কর রিটার্ন জমা দেবেন করদাতারা। কিন্তু তা কবে থেকে শুরু? খবর রয়েছে ২০২৫ সালের ১লা এপ্রিল থেকেই আয়কর রিটার্ন জমা দিতে পারবে আয়কর আওতাভুক্ত ব্যক্তিরা। তবে সব পেশাদারদের জন্য নিয়ম এক নয়। সবাই একই ফর্ম জমা করতে পারবে না।

মূলত আইটিআর জমা দেওয়ার মোট ৭টি ফর্ম রয়েছে। ভিন্ন পেশাদারদের জন্য রয়েছে ভিন্ন ফর্ম। যেমন আইটিআর-১ ফর্ম জমা করতে পারবেন বছরে ৫০ লাখ টাকা পর্যন্ত উপার্জনকারী ব্যক্তিরা। পাশাপাশি যেসব ব্যক্তিরা পেনশন ভোগী, বাড়ির সম্পত্তি বা সুদ থেকে উপার্জন করেন, বেতনভোগী তারাও এই ফর্মের মাধ্যমে আয়কর বিভাগে আইটিআর জমা দিতে পারবেন।

আরও পড়ুন: ১০০ টাকার নোট নিয়ে কী কড়া নির্দেশিকা জারি করল RBI?

অন্যদিকে আইটিআর-২ ফর্ম জমা করতে পারবেন হিন্দু যৌথ পরিবারের ব্যক্তিরা। শুধু তাই না, যেসব ব্যক্তিদের চাকরি বা কোনো ব্যবসার মাধ্যমে আয় হয় না তারাও এই ২ নম্বর ফর্মের মাধ্যমে আয়কর বিভাগে জানাতে পারেন। আইটিআর-৩ নম্বর ফর্মের মাধ্যমে আয়কর রিটার্ন জমা দেবেন আইনজীবী পেশাদার, একাধিক বাড়ি থেকে উপার্জন, মূলধনী লাভ, ব্যবসায়ী এবং চিকিৎসার মতো পেশার সাথে যুক্ত ব্যক্তিরা।

তবে যেসব ব্যক্তিরা ছোটখাটো ব্যবসার সাথে যুক্ত তারা ৩ নম্বর ফর্মের মাধ্যমে আয়কর রিটার্ন জমা করতে পারবেন না। তাদের আয়কর বিভাগে আইটিআর-৪ নম্বর ফর্মের মাধ্যমে আয়কর রিটার্ন জমা করতে হবে। পাশাপাশি এই ৪ নম্বর ফর্ম জমা করতে পারবেন হিন্দু যৌথ পরিবার এবং চাকরিজীবীদের মধ্যে যারা ৪৪, ৪৪এডি ৪০এডিএ-র অধীনস্থ অনুমানমূলক কর ব্যবস্থা বেছে নিয়েছেন। এছাড়াও অন্যান্য পেশাদারদের জন্য রয়েছে ৫ নম্বর, ৬ নম্বর এবং ৭ নম্বর ফর্ম। উল্লেখ্য বিষয় পূর্ব বছরের মত ২০২৫-২৬ অর্থবর্ষেও দুটি মোডের (অফলাইন এবং অনলাইন) যেকোনো একটির মাধ্যমে আয়কর রিটার্ন জমা করতে পারবেন করদাতারা।

Exit mobile version