Smriti Mandhana: চলছে চুটিয়ে প্রেম, কবে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই ভারতীয় ক্রিকেটার

Smriti Mandhana: ভারতীয় ক্রিকেট জগতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র হলেন স্মৃতি মান্ধানা! এই ভারতীয় মহিলা ক্রিকেটার এক সময় ক্রিকেট প্রেমীদের কাছে ন্যাশনাল ক্রাশের নামেও পরিচিত ছিলেন। এখনও তাঁর সৌন্দর্য মাতিয়ে রেখেছে অনুরাগীদের। তবে জানেন কি সকলের পছন্দের এই মহিলা ক্রিকেটার স্মৃতি কাকে ভালবাসেন! উত্তরটা এখনও হয়তো অনেকের কাছেই অজানা। আজ স্মৃতির সেই মনের মানুষকে নিয়েই রইলো প্রতিবেদন।

২৭ বছরের এই ভারতীয় মহিলা ক্রিকেটার দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন পলাশ মুচ্ছলের সাথে। ভালবাসার যাত্রা পথ নয় নয় করেও ৫ বছরের। চলতি বছরের জুলাই মাসেই ঘরোয়া ভাবে এই জুটি কেক কাটার মাধ্যমে সম্পর্কের পঞ্চম বর্ষপূর্তি উদযাপন করেন। তবে কোনো কিছুই গোপন রাখেনি এই জুটি। সম্পর্কের পঞ্চম বার্ষিকী উদযাপনের ছবি ভাগ করে নেন স্মৃতি মান্ধানার প্রেমিক (Smriti Mandhana) পলাশ মুচ্ছল।

নাম শুনে অনেকেই হয়তো আন্দাজ করেছেন এই পলাশ মুচ্ছল (Smriti Mandhana) কে হতে পারে! ঠিকই ভেবেছেন এই পলাশ মুচ্ছল আসলে জনপ্রিয় ভারতীয় গায়িকা পালক মুচ্ছলের ভাই। পলাশ পেশায় একজন সঙ্গীতকার। ইতিমধ্যেই বলিউডের বেশ কিছু গান কম্পোজ করেছেন এই তরুণ। কেরিয়ারের দিক থেকে তিনিও কোনো অংশে কম নন। ইতিমধ্যেই সলমন খান এবং হৃত্বিক রোশনের মতো বড় বড় বলিউড সুপারস্টারদের সিনেমায় গান গাইতে দেখা গিয়েছে পলাশকে।

আরো পড়ুন: ভারত কি আদেও টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলবে, কি বলছে পয়েন্ট টেবিল

প্রসঙ্গত ১৯৯৬ সালের ১৮ই জুলাই জন্মগ্রহণ করেন এই ভারতীয় মহিলা তারকা ক্রিকেটার স্মৃতি মান্ধানা। অল্প সময়েই ভারতীয় ক্রিকেটার ব্যাটসম্যান হিসেবে প্রচুর খ্যাতি অর্জন করেছেন তিনি। অন্যদিকে ভারতীয় প্রিমিয়ার লীগের রোয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মহিলা দলের অধিনায়ক তিনি। আবার পলাশ মধ্যপ্রদেশের ইন্দোরে বসবাস করেন। ইতিমধ্যেই বলিউডের কিছু সিনেমা এবং বিজ্ঞাপনে গান গেয়েছেন তিনি। জানা যায় স্মৃতি এবং পলাশ অনেক পুরানো বন্ধু (Smriti Mandhana)। ভারতের এই মহিলা ক্রিকেটারের জন্মদিনের সারপ্রাইজ দিতে একবার পলাশ পৌঁছে গেছিলেন ঢাকাতে।

কিছু মাস আগে একটি কনসার্টে স্মৃতিকে প্রেম নিবেদন (Smriti Mandhana) করেন গায়ক। সেই প্রস্তাবকে স্বীকৃতি দিয়ে স্মৃতিও নিজের ভালবাসার কথা জানায় পলাশকে। তবে এই তারকা জুটি কবে বিয়ের পিঁড়িতে বসবেন এই বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কিছুই জানাননি কেউই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *