সনাতন হিন্দু ধর্মে মাঘ মাসের গুরুত্ব অপরিসীম। মকর সংক্রান্তির পরের দিন থেকেই ধর্মীয় পঞ্জিকা অনুসারে শুরু হয়ে যায় মাঘ মাস। ২০২৫ সালে মাঘ মাস ১৪ জানুয়ারি শুরু হয়েছে এবং ১২ ফেব্রুয়ারী শেষ হবে। বহু পবিত্র উৎসব এই বিশেষ সময়ে পালিত হয়। যার মধ্যে প্রদোষ উপবাসেরও বিশেষ তাৎপর্য রয়েছে। ভগবান শিব এবং মা পার্বতীকে সন্তুষ্ট করার জন্যই পালন করা হয় এই উপবাস। প্রদোষ ব্রতের দিন যদি সমস্ত আচার-অনুষ্ঠানের মাধ্যমে শিব ও পার্বতীর পুজো করা হয় তাহলে ভয় দূর হয় এবং জীবনে সুখ ও সমৃদ্ধি আসে।
কিভাবে মাঘ মাসে প্রদোষ উপবাসের তিথি পালন করা হয়? প্রতি মাসের কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে প্রদোষ উপবাস পালন করা হয়। অর্থাৎ প্রতি মাসে দুটি প্রদোষ উপবাস পালন করা হয়। চলতি বছর মাঘ মাসের ২৭শে জানুয়ারি এবং ৯ই ফেব্রুয়ারি এই উপবাস পালন করা হবে। আজকের প্রতিবেদনের মাধ্যমে জানতে পারবেন মাঘ মাসে পড়া প্রথম প্রদোষ উপবাসের শুভ সময় এবং পুজোর পদ্ধতি।
প্রদোষ ব্রতর তিথি এবং শুভ মুহূর্ত নিম্নে আলোচনা করা হলো। কৃষ্ণপক্ষর, ত্রয়োদশী তিথি শুরু ২৬শে জানুয়ারি, রাত ৮ টা ৫৪ মিনিট থেকে, ত্রয়োদশী তিথির সমাপ্তি হবে ২৭শে জানুয়ারি, রাত ৮ টা ৩৪ মিনিটে। প্রদোষ ব্রতর পুজোর শুভ সময় হলো সন্ধ্যা ০৫ টা ৫৬ মিনিট থেকে রাত ০৮ টা ৩৪ মিনিট পর্যন্ত।
আরও পড়ুন: বসন্ত পঞ্চমীর আগেই অন্ত যাবেন শনিদেব, ভাগ্য ঘুরবে এই ৩ রাশির
প্রদোষ ব্রতর ক্ষেত্রে কি কি বিধি পালন করতে হয়? প্রদোষ ব্রতের দিন, খুব ভোরে ঘুম থেকে ওঠা উচিত, স্নান ইত্যাদি করে নিজেকে পবিত্র করুন এবং ভগবান শিবের পুজো করুন। পুজোর স্থান প্রথমে গঙ্গাজল দিয়ে পরিষ্কার করতে হবে। পুজোর জায়গায় তৈরি করে নিতে হবে একটি মণ্ডপ এবং রঙিন রঙ্গোলি তৈরি করে প্রদীপ জ্বালাতে হবে। পুজোর জন্য পূর্ব বা উত্তর-পূর্ব দিকে মুখ করে কুশ আসনে বসা উচিত।
প্রদোষ ব্রত বিধি সম্পর্কে আলোচনা করা হলো এই প্রতিবেদনে। এই বিশেষ ব্রতর জন্য ভগবান শিবের রুদ্রাভিষেক বা জলাভিষেক করতে হয় এবং ব্রতর পর ফল খেতে হয়। সম্ভব হলে মন্দিরে গিয়ে শিবলিঙ্গে জল এবং বেলপাতা অর্পণ করা উচিত। সন্ধ্যায়, আবার স্নান সেরে শিবের আরাধনা করতে হবে। প্রদোষ ব্রতের কথা শুনুন এবং পুজো শেষে আরতি করে ঈশ্বরকে নৈবেদ্য উৎসর্গ করুন। প্রদোষ উপবাসের কিছু উল্লেখযোগ্য গুরুত্ব রয়েছে। প্রদোষ উপবাসের সময়, ভক্তরা পূর্ণ ভক্তির সঙ্গে ভগবান শিব এবং মা পার্বতীর পুজো করেন। ভক্তিভরে যদি এই উপবাস পালন করা যায় তাহলে ভক্ত মানসিক শান্তি, সমৃদ্ধি এবং পারিবারিক সুখ লাভ করেন। প্রদোষ ব্রতের ধর্মীয় তাৎপর্য এবং উপকারিতার কারণে, শিব ভক্তদের মাঝখানে এটি অত্যন্ত জনপ্রিয়।