Howrah to Airport Metro: ডিসেম্বরেই হতে চলেছে ট্রায়াল, কবে থেকে চলবে হাওড়া-এয়ারপোর্ট মেট্রো

Howrah to Airport Metro: খুব শীঘ্রই শেষ হতে চলেছে এয়ারপোর্ট মেট্রো স্টেশনের কাজ। নাম হয়েছে জয় হিন্দ স্টেশন। মঙ্গলবারই মেট্রোর ইয়েলো লাইনের বারাসাত নোয়াপাড়ার ইয়েলো লাইন পরিদর্শনে আসেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি। সাথে রেলওয়ে নির্মাণকারী বিভাগের উচ্চপদস্থ অফিসাররাও আসেন পরিদর্শনে। এখনও অবধি মেট্রো স্টেশনের কতদূর কাজ শেষ হয়েছে তা খতিয়ে দেখেন তাঁরা। এদিন বাকি কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেন অধিকর্তারা।

জানা যাচ্ছে প্রথমে নোয়াপাড়া এবং বারাসাতের মধ্যে কলকাতা মেট্রোর ইয়েলো লাইন বরাবর প্রায় ১৬ কিলোমিটার রাস্তা জুড়ে মেট্রো পরিষেবা চালু করার কথা রয়েছে। তবে নোয়াপাড়া ও এয়ারপোর্টের (Howrah to Airport Metro) মাঝের ৭ কিলোমিটার রাস্তায় আগে বাণিজ্যিক মেট্রো পরিষেবা চালু করার কথা ভেবেছে কর্তৃপক্ষ। সূত্রের খবর সেই মতোই জোর কদমে শেষ মুহূর্তের প্রস্তুতি চালাচ্ছে কলকাতা মেট্রো।

এদিন এয়ারপোর্টের (Howrah to Airport Metro) মেট্রো স্টেশন পরিদর্শনে এসে মেট্রো রেলের নির্মাণ বিভাগের চিফ ইঞ্জিনিয়ার দেবেন্দার কুমার জানান ইতিমধ্যেই স্টেশনে সিঁড়ি তৈরির কাজ শেষ হয়েছে। অন্যদিকে দুই ও তিন নাম্বার স্টেশনের মেঝে তৈরির কাজও শেষ হয়েছে। চলতি বছরের ডিসেম্বর মাসের গোড়া থেকেই ট্রাভেলেটর বসানোর কাজ শুরু হতে চলেছে। এই অবস্থাতেই কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার নির্দেশ করেছেন দ্রুততার সাথে কাজ শেষ করে যেনো অনুমোদনের আবেদন করা হয়।

আরো পড়ুন: চর্চায় কলকাতা মেট্রোর নতুন উদ্যোগ, বিশদে বর্ণনা দিল রেল কর্তৃপক্ষ

এই ইয়েলো লাইনের পরিষেবা চালু হলেই মেট্রো দ্বারা হাওড়ার সাথে জুড়ে যাবে কলকাতা বিমানবন্দর (Howrah to Airport Metro)। তবে সরাসরি যাতায়াত হবেনা এই রাস্তায়। এর জন্য যাত্রীদের হাওড়া থেকে ইস্ট-ওয়েস্ট মেট্রো ধরে এসপ্লানেড পর্যন্ত এসে সেখান থেকে নর্থ-সাউথ মেট্রো করে নোয়াপাড়া জংশন স্টেশনে এসে নামতে হবে। এরপর ইয়েলো লাইন ধরে সরাসরি যাত্রীরা এয়ারপোর্টে পৌঁছে যেতে পারবেন। ভেঙে ভেঙে যাতায়াত হলেও সুদূর হাওড়া থেকে সরাসরি মেট্রোর মাধ্যমে পৌঁছনো যাবে কলকাতা বিমানবন্দরে। এতে যে যাত্রীদের যাত্রা সহজ হবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই।

এর ফলে যাত্রীদের এই সুদীর্ঘ পথ ভিড় বাসে-ট্রেনে যাতায়াত না করে সহজেই মেট্রো পথে যাওয়া আসা করতে পারবেন যাত্রীরা। নতুন বছরের শুরুর দিক থেকেই সম্ভবত এই পরিষেবা চালু হতে পারে বলে জানা যাচ্ছে মেট্রোর সূত্র অনুযায়ী। তবে ডিসেম্বরের মধ্যে ট্রায়াল রান শেষ হলেই ঠিক কবে থেকে হাওড়া থেকে কলকাতা বিমানবন্দরের (Howrah to Airport Metro) মধ্যে সহজ মেট্রো যাত্রা শুরু হবে সেই সংক্রান্ত খবর মেট্রো রেলের তরফে প্রকাশ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *