মহাকাশযাত্রা নিয়ে বিরাট খবর। সম্প্রতি প্রকাশ্যে এলো একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে মহাকাশে পৌঁছেছে স্পেসএক্স মহাকাশযান। আর সেই মহাকাশযান পৌঁছাতেই নতুন অভিযাত্রীদের স্বাগত জানালেন মহাকাশে অপেক্ষমান ভারতীয় বংশদ্ভুত সুনীতা উইলিয়ামস। ভিডিও প্রকাশ্যে আসতেই প্রশ্ন কবে পৃথিবীর বুকে পা রাখবেন মহাকাশচারী সুনীতা?
প্রসঙ্গত, ৮ দিনের জন্য মহাকাশযাত্রা করেছিলেন সুনীতা উইলিয়ামস এবং তাঁর সহযাত্রী বুচ উইলমোর। কিন্তু সেই ৮ দিনের ভ্রমণ পরিণত হয় ৯ মাসে। মহাকাশ থেকে ফিরে আসার চেষ্টা করলেও তাঁদের যাত্রায় ব্যাঘাত ঘট যে কারণে সেখানে দীর্ঘদিন আটকে থাকতে হয় সুনীতা ও তাঁর সহযাত্রীকে।
তবে প্রতিবার ব্যর্থ হয়ে রবিবার মহাকাশ স্টেশনে সফলভাবে পৌঁছায় মাস্কের মহাকাশযান ক্রিউ-১০। গত শনিবার ৪ মহাকাশচারীকে নিয়ে সুনীতা উইলিয়ামস ও তাঁর সহত্রীকে আনতে মহাকাশের উদ্দেশ্যে যাত্রা করে স্পেসএক্সের মহাকাশযান। ভারতীয় সময় অনুযায়ী রবিবার সকাল সাড়ে নটার সময় মহাকাশ স্টেশনে পৌঁছায়। তারপর ভারতীয় সময় অনুযায়ী সকাল ১১:৫০এ সমস্ত পরীক্ষা-নিরীক্ষার পর খোলা হয় মহাকাশযানের দরজা। তারপরই মহাকাশযান থেকে বহিরাগত হন নাসার অ্যান ম্যাক্লেন ও নিকোল আইয়ার্স, জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সার টাকুয়া ওনিশি এবং রাশিয়ার রসকসমসের কিরিল পেসকভ ৪ মহাকাশচারী।
আরও পড়ুন: জিওর ই-বাইকে এক চার্জেই পৌঁছে যান কলকাতা থেকে ভুবনেশ্বর
আর এই ৪ মহাকাশচারী মহাকাশযান থেকে নামতেই আনন্দে উচ্ছ্বসিত হয়ে পড়েন মহাকাশে দীর্ঘদিন আটকে থাকা মহাকাশযাত্রী সুনীতা ও তাঁর সহযাত্রী। মহাকাশে পা রাখতেই ৪ নতুন অভিযাত্রীকে করতালি এবং আলিঙ্গনের মাধ্যমে স্বাগত জানান সুনীতা। যা দুর্দান্ত মুহূর্তের সাক্ষী হয়ে ওঠে। আর এই ভিডিও নাসার জনসন স্পেস সেন্টারের এক্স স্যান্ডেল থেকে ছড়িয়ে পড়ে। দীর্ঘদিন পর সহকর্মীদের কাছে পেয়ে দিনটিকে একটি অসাধারণ দিন বলে অভিহিত করেন সুনীতা। আর এই আবেগঘন মুহূর্ত দেখেই সুনীতার ঘরে ফেরা নিয়ে প্রশ্ন ওঠে নেট মাধ্যমে।
খবর অনুযায়ী, ইলন মাস্কের মহাকাশযান ক্রিউ-১০এ করে সুনীতা উইলিয়ামস এবং তাঁর সহযাত্রী বুচ ১৯শে মার্চ আগামী বুধবার ঘরে ফেরার উদ্দেশ্যে মহাকাশ থেকে রওনা দেবেন। তবে তার আগে মাস্কের এই মহাকাশযান মাধ্যমে আগত নতুন অভিযাত্রীদের দায়িত্ব বুঝিয়ে দেবেন সুনীতা। সেই কাজ সম্পন্ন হলেই ১৯শে মার্চ পৃথিবীতে ফেরার উদ্দেশ্যে রওনা ভারতীয় বংশোদ্ভূত ও তাঁর সহযাত্রীর ফলে সমস্ত কিছু ঠিকঠাক থাকলে তাঁদের মহাকাশযান পৌঁছাবে ফ্লোরিডাও উপকূলে। অন্যদিকে মহাকাশ গবেষণায় আবারও এক নজির গড়ল নাসা এবং স্পেসএক্সের এই ঐতিহাসিক অভিযান এবং মহাকাশচারীদের আবেগঘন মুহূর্ত।