Dhanteras: আয়ুর্বেদ শাস্ত্রের দেবী ধন্বন্তরি, ধনতেরাসের সাথে নেই কোনো যোগ

Dhanteras: আয়ুর্বেদ শাস্ত্রের দেবী ধন্বন্তরি, ধনতেরাসের সাথে নেই কোনো যোগ: কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ। প্রতি মাসেই লেগে থাকে কোনো না কোনো উৎসব। তার মধ্যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব হলো দুর্গাপুজো। আর ঠিক এই উৎসবের পরেই পালিত হয় আলোর উৎসব দীপাবলি। যা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। কোথাও দিওয়ালি, কোথাও ভূত চতুর্দশী তো কোথাও কালীপূজা। আর ঠিক এই কালীপূজার আগেই পালিত হয় ধন ত্রয়োদশী বা ধনতেরাস (Dhanteras)। আর এই ধনতেরাস নিয়েই বাঙালীদের একটি বড় ভুল ভাঙ্গালেন মহাকাব্য ও পুরাণ বিশেষজ্ঞ নৃসিংহ প্রসাদ ভাদুড়ি। কি বললেন তিনি?

প্রসঙ্গত, বছরের পর বছর বাঙালিরা ধনত্রয়োদশী বা ধনতেরাস (Dhanteras) একটি নিয়ম হিসেবে পালন করে আসছে। এদিন বহু বাঙালি সোনার দোকানে ভিড় করেন। আবার কেউ কেউ ঝাড়ুও কিনে আনেন। অনেকেরই ধারণা ধনতেরাসের সাথে দেবী ধন্বন্তরির যোগসূত্র রয়েছে। তাই এদিন সোনা কিনলে ঘরে ধন-সম্পদের বৃদ্ধি হয়। কিন্তু না, এই ধনতেরাস বাঙ্গালীদের কোনো রীতি নয় বলে জানালেন ইতিহাসবিদ ভাদুড়ি মহাশয়। পাশাপাশি ব্যাখ্যা দিয়ে বোঝালেন পুরো বিষয়টি।

সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ায় নিসৃংহ প্রসাদ ভাদুড়ির একটি ভিডিও শেয়ার হয়েছে। যা পোস্ট করেছে প্রযোজক রানা সরকার। আর সেই ভিডিওতেই বাঙালীদের ধনতেরাসের ধারণাকে ভুল বলে ব্যাখ্যা করতে দেখা গেছে ভাদুড়ীকে। তাঁর উক্তি ধনতেরাস নিয়ে অনেকেরই ভুল ধারণা রয়েছে। অনেকেই ধনতেরাসের সাথে ধন্বন্তরি দেবীর যোগসূত্র তৈরি করেন। কিন্তু এই সমস্ত ধারণা ভুল বলে দাবি জানালেন ভাদুড়ি মহাশয়। তাঁর কথায়, ধনতেরাসের পুরো বিষয়টাই একটি ব্যবসায়িক চাল।

আরো পড়ুন: সতীর একান্ন পিঠের অন্যতম এই কালীঘাটের রয়েছে ঐতিহ্যপূর্ণ ইতিহাস

ভিডিওটিতে দেখা যায় মহাকাব্য ও পুরাণ বিশেষজ্ঞ ভাদুড়ি মহাশয় বলছেন, ধনতেরাস বিষয়টা তার কাছে বেশ আশ্চর্যজনক। তিনি ছোটবেলায় ধনতেরাস দেখেননি। ধনতেরাস (Dhanteras) শব্দের তেরাস কথাটা শুনলেই ওনার ত্রাস শব্দের কথা মনে পড়ে। যার অর্থ তিনি জানেন না। তাঁর মনে হয় ধনতেরাস হল ধনের ত্রাস। কারণ এই ধনতেরাসের কোনো শাস্ত্রীয় ভিত্তি তিনি দেখেননি।

এর পাশাপাশি তিনি এও বলেন যে, ধনতেরাসের (Dhanteras) সাথে দেবী ধন্বন্তরির কোনো যোগসূত্র নেই। কারণ দেবী ধন্বন্তরি হলেন আয়ুর্বেদের দেবী। তিনি অমৃত কলস নিয়ে উদ্ভাসিত হয়েছিলেন। তাই ধন্বন্তরি দেবীর সাথে স্বাস্থ্যের বিষয়ে যোগসূত্র রয়েছে। কোনো টাকা-পয়সা বা সোনার গহনার যোগসূত্র নেই। তাই এই ধনতরাসের দিন যে গয়না কিনতেই হবে তা কিন্তু নয়। তাই বিষয়টি নিয়ে ত্রাস তৈরি করার দরকার নেই। কারণ তাঁর মনে হয় এই পুরো বিষয়টি ব্যবসায়িক উদ্দেশ্য প্রণোদিত। ভিডিওর কমেন্ট বক্সে অনেকেই মন্তব্য জানিয়েছেন। কেউ লিখেছেন গুগলে ধন ত্রয়োদশীর অর্থ ১৩ দিন। আবার কেউ ভাদুড়ী মহাশয়ের উক্তিতে সমর্থন করে বলেন ধন ত্রয়োদশী বাংলায় প্রচলিত ছিল না। আবার কেউ মন্তব্য করেন ধনতেরাসে অনেকে ঝাড়ু ও কেনেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *