Water Heater: গিজার নাকি হিটার রড কোনটা ভালো? জানুন বিস্তারিত। এবছর শীত একটু দেরিতে এলেও, শীতের শুরু থেকেই বেশ ঠান্ডা পড়তে শুরু করেছে। গরম পোষাক ব্যবহার করতেও শুরু করেছেন অনেকেই। শীতকালে সবথেকে বেশি সমস্যা দেখা দেয় স্নান করতে গিয়ে। ঠান্ডা জলে স্নান করতে গিয়ে কষ্ট ভোগ করতে হয়। আর সেই জন্যই প্রয়োজন গরম জলের। জল গরম করার জন্য কোন উপাদানটি সবথেকে ভালো? গিজার নাকি হিটার রড? এই নিয়ে দ্বিধা রয়েছে সকলের মনে। তবে দুটি উপাদানের মধ্যেই বেশ কিছু সুবিধা, অসুবিধা রয়েছে। সেগুলি জেনে বুঝে তবে বিচার করুন। আপনার জন্য কোনটা উপযুক্ত?
জল গরম করার জন্য দুটি উপাদান (Water Heater) ভীষণভাবে ব্যবহৃত হয়। একটি হলো গিজার, অপরটি হিটার রড। গিজার তুলনামূলক খরচ সাপেক্ষ। কিন্তু অনেক বেশি নিরাপদ এবং সুবিধাজনক। সব থেকে বড় কথা অনেকটা পরিমাণ জল গরম করে ধরে রাখার জন্য গিজার একেবারে উপযুক্ত। তুলনায় হিটার রড অনেক বেশি সস্তা। আপনি আপনার প্রয়োজন মতন যেখানে খুশি নিয়ে যেতে পারবেন এই হিটার রডটিকে। দুটি উপাদানই তাদের নিজস্ব জায়গায় ভালো। আপনার জন্য কোনটা উপযুক্ত তা যাচাই করতে গেলে আপনার চাহিদার মূল্যায়ন করা প্রয়োজন। আজকের প্রতিবেদনে গিজার এবং হিটার রড সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করা হলো।
জল গরম করার বিশেষ দুটি উপাদান (Water Heater) হিটার রড এবং গিজারের মধ্যে পার্থক্য করতে হলে সবার আগে তুলে ধরতে হবে তাদের দামের বিষয়টি। হিটার রড একেবারেই সস্তা। মাত্র ৩০০ টাকা থেকে দেড় হাজার টাকার মধ্যে পাওয়া যায় হিটার রডগুলি। বিদ্যুৎ খরচের দিক থেকেও এই রড বেশ ভালো। ১.৫ থেকে দু কিলোওয়াট বিদ্যুৎ খরচ হয় জল গরম করার জন্য। হিটার রডগুলি হালকা এবং পোর্টেবল হওয়ার কারণে যে কোন জায়গায় নিয়ে যাওয়া যায়। মাত্র ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে এক বালতি জল গরম করা যায় এই হিটার রডের সাহায্যে। কিন্তু নিরাপত্তার দিকটি নজর রাখতে হবে। জল গরম করার সময় সঠিক অবস্থানে রাখতে হবে হিটার রডটিকে। তা না হলে বড় কোন ঝুঁকির সম্ভাবনা থাকতে পারে। জলে হওয়া ত্বরিৎ প্রবাহের মধ্যে দিয়ে ইলেকট্রিক শক লাগার সম্ভাবনা থাকে।
আরো পড়ুন: বাজেটের মধ্যে দুর্দান্ত ক্যামেরার ফোন কিনতে চান, চোখ বুজে কিনে নিন ভিভোর এই ফোনটি
অন্যদিকে গিজার অনেক বেশি নিরাপদ। ইলেকট্রিক সক বা প্রাণহানি হতে পারে এমন কোন ঝুঁকির সম্ভাবনা নেই বললেই চলে। তবে দামের দিক থেকে গিজার একটু খরচ সাপেক্ষ। তিন থেকে পনের হাজার টাকার মধ্যে পাওয়া যায় গিজার। জল গরম করার জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ খরচ হয় তিন থেকে পাঁচ কিলোওয়াটের মধ্যে। গিজার এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়েও যাওয়া যায় না। একটি নির্দিষ্ট জায়গায় রেখেই ব্যবহার করতে হয়। তবে এই গিজারে এমন কিছু ফিচারস রয়েছে যা বেশ উপকারী। যেমন টেম্পারেচার কন্ট্রোল, পাওয়ার ইন্ডিকেটর ইত্যাদি। শুধুমাত্র একটি বোতাম টিপলেই জল গরম হওয়া শুরু হয়ে যাবে। আবার সুইচ অফ করে দিলে গিজারের কাজ বন্ধ হয়ে যাবে।
এবার প্রশ্ন হল, জল গরম করার কোন উপাদানটি (Water Heater) আপনার জন্য উপযুক্ত হবে? কোন উপাদানটি কিনবেন তা সম্পূর্ণরূপে নির্ভর করবে আপনার চাহিদার উপর। আপনি যদি কম বাজেটের মধ্যে কিছু কিনতে চান তাহলে হিটার রড কিনতে পারেন আর যদি নিরাপত্তার দিক থেকে ভাবতে চান তাহলে গিজারই সেরা পছন্দ। দীর্ঘ সময় ব্যবহার করতে পারবেন এমন কিছু কিনতে চাইলে গিজারকেই বেছে নিতে পারেন। বিশেষত উল্লেখ্য, যদি আপনি বড় পরিবারের সদস্য হয়ে থাকেন এবং বেশি পরিমাণে জল একসাথে গরম করার প্রয়োজন হয়ে থাকে তাহলে গিজারই আপনার জন্য একেবারে উপযুক্ত।