Richest Rail Station: বছরে আয় হাজার হাজার কোটি, জানেন দেশের ধনীতম স্টেশন কোনটি

Richest Rail Station: ভারতীয় রেল হলো ভারতের হৃৎপিণ্ড। দেশের কোনায় কোনায় যাত্রীদের পরিষেবা দিয়ে আসছে ভারতীয় রেল। এমনি এমনি এই আখ্যা দেওয়া হয়নি ভারতীয় রেলকে। বিশ্বের খুব কম সংখ্যক দেশেই এরকম বিরাট রেল পরিষেবার ব্যবস্থা রয়েছে। দেশজুড়ে ১৩০০০টির বেশি ট্রেন চলাচল করে প্রতিদিন। যেখানে যাত্রীদের সংখ্যা থাকে কম করে ২ কোটি। তবে কখনও কি ভেবে দেখেছেন দেশের সব চেয়ে ধনী স্টেশন কোনটি?

দেশের একাধিক স্টেশন বছরে কোটি কোটি টাকা আয় করে থাকে। বিভিন্ন ক্ষেত্রের ট্যাক্স থেকে কোটি কোটি টাকা উপার্জন করে স্টেশনগুলো। স্টেশনের বিভিন্ন দোকান এবং বিজ্ঞাপন সংস্থা থেকে প্রতি বছরেই প্রচুর অর্থ উপার্জন করে স্টেশনগুলো। এছাড়াও স্টেশন, টিকিট, প্ল্যাটফর্ম টিকিট, ক্লক রুম, ওয়েটিং রুম তো রয়েছেই, যা থেকে মোটা টাকা উপার্জন করে ভারতীয় রেল। তবে জানেন কি কোন স্টেশনে সবচেয়ে বেশি উপার্জন করে ভারতীয় রেল? বা কোন স্টেশনটি দেশের মধ্যে সবচেয়ে বেশি ধনী (Richest Rail Station)?

জানা যাচ্ছে নয়া দিল্লি হলো সর্বাধিক উপার্জন করা ট্রেন স্টেশন। এক কথায় দেশের ধনীতম রেল স্টেশন (Richest Rail Station) হলো নিউ দিল্লি। সম্প্রতি রেলের তরফে প্রকাশিত তথ্য অনুযায়ী গত অর্থ বর্ষে সবচেয়ে বেশি টাকার ব্যবসা করেছে নয়া দিল্লি স্টেশন। ওই অর্থ বর্ষে এই স্টেশন থেকে ভারতীয় রেলের আয় হয়েছে ৩৩৩৭ কোটি টাকা। নয়া দিল্লি শুধু যে দেশের সর্বোচ্চ আয়ের স্টেশন এমন নয় বরং এটা দেশের ব্যস্ততম স্টেশনগুলির মধ্যেও একটি।

আরো পড়ুন: এবার ২৮০ কিলোমিটার বেগে ছুটবে হাইস্পিড ট্রেন, কবে চালু হবে

ভারতের এই রেল স্টেশনগুলিই ভারতীয় রেলের একটা বড় মাপের আয়ের উৎস। ধনীতম রেল স্টেশনের (Richest Rail Station) তালিকায় পিছিয়ে নেই পশ্চিমবঙ্গের হাওড়া স্টেশনও। আয়ের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে হাওড়া স্টেশন। এর বার্ষিক আয় ১৬৯২ কোটি টাকা। হাওড়া দেশের অন্যতম ব্যস্ততম স্টেশন হিসেবে পরিচিত। পরিসংখ্যান বলছে গত অর্থ বছরে ৬১৩২৯৩১৯ জন যাত্রীর আনাগোনা হয়েছিল এই শহর জুড়ে।

এরপর তিন নম্বরে রয়েছে চেন্নাই সেন্ট্রাল এর বাৎসরিক আয় ছিল ১২৯৯ কোটি টাকা, চার নম্বরে রয়েছে সেকেন্দ্রাবাদ স্টেশনটি। এর বার্ষিক আয় ছিল ১২৭৬ কোটি টাকা। পঞ্চম স্থানে রয়েছে দিল্লির হজরত নিজামুদ্দিন রেলওয়ে স্টেশন। এই স্টেশনটির বার্ষিক আয় ছিল ১২২৭ কোটি টাকা। নন সাববার্ন গ্রুপ ১ ক্যাটাগরিতে ৫০০ কোটি টাকার বেশি বার্ষিক আয়ের স্টেশনগুলিকে SSG-1 ক্যাটাগরিতে যোগ করা হয়েছে। এই তালিকায় মোট ২৮টি স্টেশনের পাওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *