Diamond: কোন রাশির হীরা পরা অত্যন্ত শুভ এবং কোন রাশির হীরা পরা উচিত নয়

Diamond: দিনে দিনে উন্নত হচ্ছে বিজ্ঞান তথা পৃথিবী। একাধিক যন্ত্রপাতি থেকে ব্যাধির ওষুধ সবই আবিষ্কার করছে মানুষ। তবে কাল কি হবে এর ধারণা দিতে এখনও ব্যর্থ বিজ্ঞান। আর সেখানেই উদয় হয় ভারতের জ্যোতিষ শাস্ত্রের! সেই ইতিহাসের যুগ থেকে চলে আসছে এর চর্চা। প্রতিটি মানুষ দেখতে একই বৈশিষ্টের মনে হলেও তাদের চরিত্রগত এবং ভাগ্যের অনেক অমিল থাকে যা বাইরে থেকে দেখা যায়না। আর এর ভিত্তিতে সৃষ্টি হয় বারোটি রাশির।

রত্ন শাস্ত্র হলো জ্যোতিষ শাস্ত্রেরই একটি শাখা। মূলত বিভিন্ন সমস্যার প্রতিকার করতে রত্ন ধরনের পরামর্শ দেন জ্যোতিষবিদরা। এই শাস্ত্রে এখনও পর্যন্ত ৯টি রত্ন এবং ৮৪টি উপরত্নের কথা বলা হয়েছে। তবে রাশি ভেদে এই রত্ন বা উপরত্ন আলাদা প্রভাব ফেলে থাকে। সেই জন্যই যেকোনো রত্ন ধরনের আগে জ্যোতিষীর পরামর্শ নেওয়া গুরুত্বপুর্ণ। তবে আজ আলোচনা করা হবে হীরা (Diamond) নিয়ে। যা কিছু কিছু রাশির ক্ষেত্রে অতি শুভ প্রমাণ হয়।

জ্যোতিষ শাস্ত্র হীরা একটি অত্যন্ত শক্তিশালী রত্ন যা শুক্রের সাথে সম্পর্কিত। জানা যায় হীরা (Diamond) ধারণের ফলে জাতক বা জাতিকা জীবনে সুখ, সমৃদ্ধি ও উন্নতি লাভ হয়। তবে হীরার মতো আকর্ষণীয় পাথরও সকলে পড়তে পারে না। রাশি ভেদে এর গ্রহণযোগ্যতা রয়েছে। এই বিষয়ে জানতে হলে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়তে হবে।

আরো পড়ুন: ঘুমের মধ্যে স্বপ্নে সাপের দৃশ্য দেখছেন, জানেন এটা কিসের ইঙ্গিত

হীরার (Diamond) মতো শুক্রের সাথে সম্পর্কিত শক্তিশালী রত্ন সকলে ধারণ করতে পারেনা। এতে হিতে বিপরীত হতে পারে। রাশি ও লগ্নের বিচারে হীরা ধারণ করা যেতে পারে। শাস্ত্র মতে শুক্র সঠিক স্থানে রয়েছে একমাত্র তারাই হীরা ধারণ করতে পারবেন। তবে সাথে অবশ্যই ধারণকারীকে বৃষ, মিথুন, তুলা, কন্যা বা কুম্ভ রাশির জাতক বা জাতিকা হতে হবে। এক্ষেত্রে যাদের কুণ্ডলীতে শুক্র পঞ্চম, তৃতীয় বা অষ্টম ঘরে রয়েছে তাদের হীরা পরা উচিত নয়। এছাড়া কর্কট, বৃশ্চিক, মেষ ও মীন রাশির ক্ষেত্রে হীরে ধারণ অশুভ।

রত্ন শাস্ত্র বলে হীরা (Diamond) ধারণে ব্যক্তির ভৌত সুখ লাভ হয় এবং শুক্র শক্তিশালী হয়। দাম্পত্য সুখ আসে, কর্মে উন্নতি হয়, মান, সম্মান, সুস্বাস্থ্য ও উচ্চ পদমর্যাদার অধিকারী করে তোলে। হীরা পরার ক্ষেত্রে সোনা বা রূপার আংটি সব থেকে ভালো এবং শুক্রবারে ধারণ করা উচিত। এছাড়া তর্জনীতে ধারণ করলে ভালো ফল মেলে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *