Nabanna Meeting: আর.জি.কর কান্ড নিয়ে সর্বত্রই চলছে আন্দোলন, প্রতিবাদের মিছিল। তিলোত্তমার ন্যায় বিচারের দাবিতে অনশনে বসেছেন জুনিয়র ডাক্তাররা। তাদের অনশন তুলতে বহুবার প্রশাসন তরফে জুনিয়র ডাক্তারদের সাথে বৈঠক হয়েছে। তবে সাম্প্রতিক নবান্ন সভাঘরে বৈঠক (Nabanna Meeting) ডেকেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই সবার নজর কাড়লেন এক জুনিয়র ডাক্তার। মাননীয়ার সামনেই মাননীয়া মুখ্যমন্ত্রীর বলা ভুল বক্তব্য শুধরে দিলেন এই জুনিয়র ডাক্তার। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। কি এমন বললেন এই জুনিয়র ডাক্তার? তার পরিচয়ই বা কি?
সূত্রের খবর গত সোমবার মুখ্যমন্ত্রীর সাথে জুনিয়র ডাক্তারদের বৈঠক (Nabanna Meeting) বসে নবান্ন সভাঘরে। যেখানে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী এবং আন্দোলনকারী ১৭ জন জুনিয়র ডাক্তার। পাশাপাশি সেই ডাক্তারেরা সাথে নিয়ে গিয়েছিলেন স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমের এই দুর্নীতি সংক্রান্ত কিছু প্রমাণ। আর সেখানেই ঘটে ঘটনা।
কি ঘটনা? অভিযুক্তের বিরুদ্ধে জুনিয়র ডাক্তারেরা প্রসঙ্গ তুলতেই তাদের থামিয়ে দেন মাননীয় মুখ্যমন্ত্রী। জুনিয়র ডাক্তারদের থামিয়ে মুখ্যমন্ত্রী বলেন কাউকে অভিযুক্ত করার আগে অভিযুক্ত বলে প্রমাণ করা যায় না। অভিযোগ কারোর বিরুদ্ধে করাই যায়। কিন্তু প্রমাণ না দিয়ে তাকে অভিযুক্ত বলা যায় না। আর ঠিক এই সময়েই জুনিয়র ডাক্তারদের তরফ থেকে ভুল ব্যাখ্যা শুধরে দেন এক মহিলা জুনিয়র ডাক্তার। মাননীয়ার বক্তব্য যে ভুল তা তিনি ব্যাখ্যা দিয়ে বলেন। বছর চব্বিশের জুনিয়র ডাক্তারের কথায় ব্যাকরণ অনুযায়ী যার বা যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয় তাদেরই অভিযুক্ত বলা হয়। যখন সেই অভিযুক্তের অভিযোগ প্রমাণ হয় তখন তাকে দোষী বলা হয়।
তাই ওই ব্যক্তিকে অভিযুক্ত বলা ব্যাকরণগত দিক থেকে একদম সঠিক। এখানে কোন ভুল নেই বলে জানিয়েছেন ওই জুনিয়র ডাক্তার। যা শুনে বিস্মিত হয়ে পড়ে তার (জুনিয়র ডাক্তার) সহযোদ্ধা সহ লাইভ স্ট্রিমিং দেখতে থাকা মানুষজন। তৈরি হয় এক মুহূর্তের স্তব্ধতা। আর সেই বক্তব্যই সভাঘরের ক্যামেরায় ধরা পড়ে। যা ওই মহিলা জানতেন না। তবে এ বিষয়ে মহিলা জুনিয়র ডাক্তার জানিয়েছেন তিনি জানতেন না তার ওই বক্তব্য রেকর্ড করা হচ্ছে। তবে সত্যিই যদি তিনি জানতেন তাহলে তিনি এই একই কথা বলতেন। তার উক্তি, তার ব্যাখ্যা ব্যাকরণগত দিক থেকে মোটেই ভুল নয়। যা তিনি আত্মবিশ্বাসের সাথে বলেছেন।
আরো পড়ুন: আপনি কি বাংলা আবাস যোজনায় আবেদন করেছেন? কিভাবে চেক করবেন নিজের নাম
কিন্তু কে এই জুনিয়র ডাক্তার? এই জুনিয়র ডাক্তার হলেন মনীষা। যিনি ২০১৮ সালের বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে এমবিবিএস পড়েছেন। বর্তমানে তিনি ওই কলেজেই হাউস্টাফশিপ করছেন। পাশাপাশি তিনি অবসর সময়ে লেখালেখিও করেন নিজের জন্য। তবে মিডিয়ার সামনে তার পরিবার সম্পর্কে তিনি কিছুই জানাননি। তবে তার এই বক্তব্য নিয়ে পরিবারের লোক তাকে কোনো ধমক দেয়নি, তা স্পষ্টভাষা জানিয়েছেন দমদমের বাসিন্দা তথা মহিলা জুনিয়র ডাক্তার মনীষা।
তবে সোশ্যাল মিডিয়ায় মনীষার বক্তব্য ভাইরাল হলেও তাকে লাইভ স্ট্রিমিংয়ে দেখা গিয়েছিল একঝলক। যেখানে মনীষাকে দেখা গিয়েছিল নীল রঙের উপর সাদা ছাপা কুর্তি, টেনে বাঁধা চুল ও কালো ফ্রেমের চশমাতে। মুখের সামনে মাইক্রোফোন টেনে নিয়ে তিনি শান্ত কন্ঠে ব্যাখ্যা দিয়ে ভুল শুধরে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রীর। যদিও বক্তব্য শেষে মাননীয়া ঔই বৈঠকে (Nabanna Meeting) জুনিয়ার ডাক্তারের সেই বক্তব্য মানতে নারাজ বলেই জানিয়েছেন। তবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। তৈরি হয়েছে নানা ধরনের মিম। মুখ্যমন্ত্রী মমতার সামনে কেউ যে এমন ভাবে ব্যাখ্যা দিতে পারে তা নিয়ে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন।