CJI Chandrachud: চন্দ্রচূড়ের মেয়াদ শেষ, এবার সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি হবেন সঞ্জীব খান্না: চন্দ্রচূড়ের মেয়াদ শেষ, এবার সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি হবেন সঞ্জীব খান্না। আর মাত্র কয়েকটা দিন তারপরেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদ থেকে পদত্যাগ করবেন ডি ওয়াই চন্দ্রচূড় (CJI Chandrachud)। ১০ই নভেম্বর ২০২৪ এ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে তার কাজের মেয়াদ শেষ হতে চলেছে। এরপর কে এই পদ গ্রহণ করতে চলেছেন তা নিয়ে অনেকদিন ধরেই চলছিল আলোচনা। প্রথা অনুযায়ী, দায়িত্বপ্রাপ্ত বিচারপতি তার মেয়াদ শেষ হবার আগেই পরবর্তী বিচারপতির নাম সুপারিশ করে যান এবারও তারা অন্যথা হলো না। বর্তমান প্রধান বিচারপতি উত্তরসূরীর নাম সুপারিশ করলেন কেন্দ্রের কাছে।
তথ্যসূত্রে জানা গেছে, অবসর গ্রহণের আগে পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে সঞ্জীব খান্নার নাম সুপারিশ করেছেন সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি চন্দ্রচূড় (CJI Chandrachud)। ইতিমধ্যেই কেন্দ্রের কাছে নতুন প্রধান বিচারপতি হিসেবে জাস্টিস খান্নার নাম সুপারিশ করা হয়ে গেছে। ১০ ই নভেম্বর শেষ হচ্ছে সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের কাজের মেয়াদ। আর তারপরে এই দায়িত্ব গ্রহণ করতে চলেছেন সঞ্জীব খান্না। তিনি ৫১ তম প্রধান বিচারপতি হিসেবে এই দায়িত্ব গ্রহণ করতে চলেছেন।
বিখ্যাত এবং অভিজ্ঞ বিচারপতি সঞ্জীব খান্না ১৯৮৩ সালে আইনজীবী হিসেবে তার কর্মজীবন শুরু করেছিলেন। তিনি প্রথম জীবনে রাজধানীর তিস হাজারী কোর্টে ওকালতির মাধ্যমে শুরু হয় পথ চলা। এরপর প্রায় ২২ বছর পর ২০০৫ সালে তাকে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিযুক্ত করা হয় দিল্লি হাইকোর্টে। কিছুদিনের মধ্যেই নিজের কর্মদক্ষতার মাধ্যমে স্থায়ী বিচারপতি হিসেবে নিযুক্ত হন তিনি। এরপর কেটে গেছে অনেকগুলো বছর। প্রায় ৪০ বছরেরও বেশি সময় ধরে এই কাজের সাথে যুক্ত রয়েছেন তিনি।
আরো পড়ুন: এক লাফে অনেকটা বেড়ে গেল খুচরো মূল্য বৃদ্ধির পরিমাণ, কারণ খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি
২০১৯ সাল থেকে সুপ্রিম কোর্টের অন্যতম বিচারপতি হিসেবে নিযুক্ত রয়েছেন সঞ্জীব খান্না এবার তাকেই প্রধান বিচারপতির পদে যুক্ত করার আবেদন জানানো হল কেন্দ্রের কাছে সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী, বর্তমান প্রধান বিচারপতি অবসর গ্রহণের আগে উত্তরসূরীর নাম সুপারিশ করে যান। এই নিয়ম মেনে অবসর গ্রহণের ঠিক এক মাস আগে নতুন প্রধান বিচারপতি হিসেবে অভিজ্ঞ বিচারপতি সঞ্জীব খান্নার নাম সুপারিশ করা হয়েছে। কেন্দ্রের পক্ষ থেকে এই আবেদন মঞ্জুরও করা হয়েছে। ইতিমধ্যে পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে সঞ্জীব খান্নার নাম পৌঁছে দেওয়া হয়েছে কেন্দ্রের কাছে।
প্রসঙ্গত উল্লেখ্য, সঞ্জীব খান্না নিজের কর্মজীবনে কিন্তু হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে কাজ করার সুযোগ পাননি। অথচ তার নাম সুপারিশ করা হয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে। অর্থাৎ তার কর্ম জীবনের বড় পদক্ষেপ ফেলতে চলেছেন তিনি। সরাসরি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদ গ্রহণের মধ্যে দিয়ে একেবারে নতুন দায়িত্ব সামলাতে চলেছেন সঞ্জীব খান্না। প্রধান বিচারপতি হিসেবে কাজ করার সুযোগ না পেয়ে থাকলেও সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে অনেক বড় বড় মামলার সমাধান করতে দেখা গেছে তাকে। অনেক বড় বড় সমস্যার রায় দিয়েছেন সজিব খান্না।