Indian Cricket Team: সম্প্রতি অবসর নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। এই খবরটা এতটাই আকস্মিক ছিল যে সতীর্থ থেকে পরিবারের সদস্যরা গুণাক্ষরেও বুঝতে পারেননি। তবে ভারতীয় ফ্যানদের দুশ্চিন্তা এখানেই শেষ নয় বরং আরও বাড়বে। জানা যাচ্ছে অশ্বিনকে দিয়েই শেষের শুরু হতে চলেছে ভারতীয় ক্রিকেটের একটা যুগ। সময়ের নিয়মে ক্রিকেটাররা আসেন খেলেন ভারতের হয়ে তারপর অবসর নেন। এভাবেই প্রজন্মের পর প্রজন্ম ধরে চলছে ক্রিকেট বিশ্ব। কোনো ক্রিকেটারের জায়গা ফাঁকা থাকেনা দলে। তবে অশ্বিনের অভাব আরও কিছুদিন অনুভূত হতে পারে দলে।
পরে হয়তো কোনো তরুণ ক্রিকেটার জায়গা করে নেবেন ওই স্থানে। তবে সেখানেও রয়েছে লড়াই। অন্তত পাঁচ জন রয়েছেন যারা অশ্বিনের ফাঁকা জায়গা পূরন করার জন্য নিজেদের সবটা দিয়ে পারফর্ম করার কথা ভাবছেন। তবে শুধু অশ্বিন না ওই তালিকায় আসতে চলেছে আরও কিছু খেলোয়াড়ের নাম। এটাই সময়ের নিয়ম। ভারতীয় ক্রিকেট (Indian Cricket Team) থেমে থাকতে পারেনা এই যা। জানা যাচ্ছে অশ্বিনকে দিয়েই শুরু হলো একটা প্রজন্মের শেষ। আগামী চ্যাম্পিয়নস ট্রফির পর থেকে আরও দ্রুত বদলাতে শুরু করবে ভারতীয় ক্রিকেট। একের পর এক পুরানো সিদ্ধহস্ত খেলোয়াড়রা জায়গা ছেড়ে দেবেন তরুণদের জন্য।
বর্তমানে চলছে বর্ডার গভাস্কর ট্রফি সিরিজ। এই সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভালো ফল না করতে পারলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল থেকে ছিটকে যাবে ভারত। এরপর ২০২৫ সালের জুনে শুরু হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন ক্যালেন্ডারে ভারতের টেস্ট জার্নি। ততদিনে ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) আসতে চলেছে একাধিক বড় বড় পরিবর্তন। গত কয়েক বছরে দল ছেড়ে সরে গিয়েছেন একাধিক হেভিওয়েট প্লেয়ার। ধীরে ধীরে ভালো পারফর্ম না করতে পারার জন্য দল থেকে ছিটকে যেতে হয়েছিল অনেককেই। অনেকেই আবার স্বেচ্ছা অবসর নিয়েছেন। তাই সিনিয়র প্লেয়ারদের অবসরের তালিকায় অশ্বিনকে প্রথম হিসেবে ভাবছে বিশিষ্ট মহল।
আরো পড়ুন: ধোনির বাড়িতে চলে বেআইনি কাজ, এলো আইনি নোটিশ
অবসরের তালিকায় বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শমির নাম শোনা যাচ্ছে কান পাতলেই। এদের মধ্যে সব চেয়ে কম বয়সী শামির বয়স এখন ৩৪ বাকিদের সকলেরই ৩৬-২৭ বছরের কাছে। ফলে একসাথে একাধিক বড় বড়ো নাম এখন তাদের ক্রিকেট জীবনের শেষে এসে পৌঁছেছেন। এদের বেশিরভাগ ইতিমধ্যেই বিশ্বকাপ জয়ের পরেই টি-টোয়েন্টি ফরম্যাটকে বিদায় জানিয়েছে। চলতি বছরের চ্যাম্পিয়নস ট্রফির পরে হয়তো এক দিবসীয় ক্রিকেটকেও বিদায় জানাতে হবে তাদের। তাদের বয়সের হিসেবে ২০২৭ বিশ্বকাপে তাদের খেলার সম্ভাবনা খুবই ক্ষীণ। শামির ক্ষেত্রে তার ফিটনেসের উপর নির্ভর করে খেলার ভবিষ্যত। এক কথায় চলতি বছরের মধ্যেই ভারতীয় ক্রিকেট দলে আসতে চলেছে ছোট-বড় একাধিক মুখ পরিবর্তন।
তবে এখনই এই বিষয়ে কোনো নিশ্চয়তা দিতে চাইছেনা ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে সময় থাকতে নতুনদের সুযোগ দিতে চাইছেন গম্ভীর এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। জানা যাচ্ছে আগামী টেস্ট সিরিজে ইংল্যান্ড সফরে একাধিক সিনিয়র প্লেয়ারের নাম দেখা যাবেনা। ফলে ভারতীয় ক্রিকেট দলে (Indian Cricket Team) কোন সিনিয়র প্লেয়ারের জায়গা কোন তরুণ নেয় সেদিকেই নজর রয়েছে কোটি কোটি ভারতীয় ক্রিকেট অনুরাগীদের।