Numbers on Trains: ট্রেনের গায়ে লেখা থাকে পাঁচ অংকের নম্বর। এর কারণ জানেন কি? ভারতীয় পরিবহন ব্যবস্থার সবথেকে বড় অংশ জুড়ে রয়েছে ভারতীয় রেল পরিষেবা। আমরা প্রতিদিন প্রতিনিয়ত কোন না কোন কারণে রেল পরিষেবা ব্যবহার করে থাকি। যখন ট্রেনে চড়েন তখন নিশ্চয়ই খেয়াল করে দেখেছেন ট্রেনের গায়ে একটি পাঁচ সংখ্যার নম্বর লেখা থাকে। কিন্তু এই নম্বর লেখার কারণ কি তা হয়তো অনেকেরই অজানা প্রত্যেকটি কামরার গায়েই এই নম্বরগুলি লেখা থাকে। কিন্তু কেন? আজকের প্রতিবেদনে সেই উত্তর খোঁজারই চেষ্টা করা হলো।
ট্রেনের গায়ে যে পাঁচ অংকের নম্বরটি (Numbers on Trains) লেখা থাকে, তা কিন্তু রেল পরিষেবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই নম্বরগুলি মূলত সংকেত হিসেবে কাজ করে। সারা দেশ জুড়ে কয়েক হাজার ট্রেন চলাচল করে প্রতিদিন। সেখানে প্রতিনিয়ত বিভিন্ন কামরা ব্যবহার করা হয়ে থাকে। ট্রেনের কামরাগুলির গায়ে লেখা এই ৫ অংকের নম্বর দেখেই বোঝা যায় কামরাটির বয়স কত? এবং কি ধরনের কামরা? এসি, স্লিপার নাকি জেনারেল তার পার্থক্য করা যায় এই নম্বরগুলি দেখেই।
ভাবছেন তো কিভাবে পাঁচ অংকের নম্বর (Numbers on Trains) দেখে বুঝবেন সেই কামরা সম্পর্কে এত কিছু তথ্য? এই তথ্য যাচাই করার কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে। কামরার গায়ে লেখা পাঁচটি অংকের নির্দিষ্ট অর্থ রয়েছে। সেগুলো জানতে পারলেই বাকি বিষয়টিও খুব সহজ হয়ে যাবে। ট্রেনের কামরার গায়ে যে পাঁচ অংকের সংখ্যাটি লেখা থাকে তার প্রথম দুটি অংক দিয়ে বোঝা যায় নির্দিষ্ট কামরাটির বয়স কত? অর্থাৎ কোন সালে ওই কামরাটিকে তৈরি করা হয়েছে। এবং শেষের তিনটি অংক দ্বারা বোঝা যায় কামরাটি কোন শ্রেণির? মানে এই কামরাটিকে কি কাজের জন্য ব্যবহার করা হবে।
আরো পড়ুন: ট্রেনের টিকিট কাটলেই বিনামূল্যে পেয়ে যাবেন এই পরিষেবাগুলি
যদি কোন ট্রেনের কামরার গায়ে লেখা পাঁচ অংকের সংখ্যাটির (Numbers on Trains) শেষ তিনটি অংক ০০১ থেকে ০২৫ এর মধ্যে হয় তাহলে বুঝে নিতে হবে ওই কামরাটি এসি ফার্স্ট ক্লাসের। যদি শেষের তিনটি অংক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হয় তাহলে সেটি এসি ৩ টায়ারকে বোঝায়। ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে বুঝতে হবে সেটি চেয়ার কারের জন্য ব্যবহৃত হয়। ২০১ থেকে ৪০০ এর মধ্যে হলে তা স্লিপার, ৪০১ থেকে ৬০০ মধ্যে হলে জেনারেল ক্লাস, ৬০১ থেকে ৭০০ মধ্যে হলে সেকেন্ড ক্লাসকে বোঝায়।
এখনো কি জটিল মনে হচ্ছে? তাহলে চলুন একটু উদাহরণের মাধ্যমে বুঝিয়ে বলা যাক। ধরুন কোন ট্রেনের কামরার গায়ে লেখা রয়েছে ২৪০২৩। অর্থাৎ সেই কামরাটি ২৪ সালে তৈরি করা হয়েছে। এবং সেটি একটি এসি ফার্স্ট ক্লাসের জন্য ব্যবহৃত কামরা। অবশ্য ট্রেনের কামরার গায়ে লেখা নম্বরটির শেষের তিনটে অঙ্ক ৮০০র বেশিও হতে পারে। যদি কোন ট্রেনের কামরার গায়ে লেখা পাঁচ অংকের নম্বরটির (Numbers on Trains) শেষের তিনটি অংক ৮০০র বেশি হয় তাহলে বুঝে নেবেন সেই কামরাটি মেইল, জেনারেটর অথবা প্যান্ট্রি কারকে নির্দেশ করছে।