Elon Musk Buying Wikipedia: বারবার উইকিপিডিয়া কিনতে চেয়ে মোটা টাকা অফার ইলন মাস্কের, কেনো জানেন

Elon Musk Buying Wikipedia: নাম ইলন মাস্ক, বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। এবার ব্যাপারে শোনেননি এমন লোকের সংখ্যা অনেক কম। একাধিক ব্যবসার মালিক টেক ওয়ার্ল্ডের বিজনেস টাইফুন এই মাস্ক চালান একটি মহাকাশযান সেন্টার নাম স্পেস এক্স। এছাড়াও কয়েক বছর আগেই টুইটার নামের সংস্থাটি কিনে নাম বদলে রাখেন এক্স। বিশ্বের বাজারে কান পাতলে এই ব্যবসায়ীর সম্পর্কে একাধিক গুঞ্জন শুনতে পাওয়া যায়। কিছুদিন আগে ভারতের টেলিকম বাজারে থাবা বসাতে চেয়ে প্রস্তাব দেন তিনি। এবার তিনি কিনতে চান উইকিপিডিয়া।

উইকিপিডিয়া হলো সবচেয়ে বেশি জনপ্রিয় এনসাইক্লোপিডিয়া যেখানে সব ঘটনা এবং তথ্য পাওয়া যায়। গুগল সার্চ ইঞ্জিনের সবচেয়ে বেশি বিশ্বস্ত একটি সাইট। এবার এই উইকিপিডিয়াতে নজর পড়েছে মাস্কের (Elon Musk Buying Wikipedia)। তিনি মনে করেন যার কাছে টাকা আছে পৃথিবী তার দখলে। শুনতে খারাপ লাগলেও কথাটা অবাস্তব কিছু নয় এই বিষয়ে অনেকেই সহমত পোষণ করেন। মাস্ক টাকা দিয়ে সব কিছুকেই কিনে নিতে চান। এর আগেও বহু এমন উদাহরণ দিয়েছেন তিনি। এবার এক বিলিয়ন ডলার অফার দিয়েছেন উইকিপিডিয়াকে।

গত এক বছর ধরেই এই অফার দিয়েছেন মাস্ক। তবে এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারেনি উইকিপিডিয়া (Elon Musk Buying Wikipedia)। সংস্থার তরফে জানানো হয়েছে বিক্রির বিষয়ে তাঁরা কোনো চিন্তাভাবনা করছেন না। তাদের এই উত্তর অবশ্য আর্থিক ভাবে মহাশক্তিশালী মাস্ক-কে হতাশই করেছে। তবে হাল ছাড়বেন না তিনিও। মাস্ক এখনও মনে করেন একদিন না একদিন তিনি সুযোগ পাবেন আর সেই সুযোগ ধরেই উইকিপিডিয়াকে মুষ্ঠীগত করবেন তিনি।

আরো পড়ুন: মনমোহন সিং, দেশের সর্বাধিক শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন প্রধানমন্ত্রী

তিনি এই বিষয়ে জানান যদি সংস্থা চায় তবে তিনি অফার করা টাকার পরিমাণ বাড়াতে রাজি রয়েছেন। গত বছরের অক্টোবর মাসে উইকিপিডিয়া কিনতে চেয়ে অফার দেন মাস্ক (Elon Musk Buying Wikipedia)। একটি সরাসরি পোস্টের মাধ্যমে ইলন মাস্ক বলেন তিনি উইকিপিডিয়ার সংস্থাকে বিলিয়ন ডলার দেবেন যদি ওই সংস্থা তাদের নাম বদলে ডিকিপিডিয়া করে নেয়। যদিও এর উত্তরে কিছুই জানায়নি উইকিপিডিয়া কর্তৃপক্ষ। মাঝে কেটে গেছে এক বছর। সম্প্রতি মাস্ক লিখেছেন তিনি আসলে বোকা নাহলে এতদিন তিনি অপেক্ষা করে থাকতেন না। তাই উইকিপিডিয়া যেনো নিজেদের কাজ করে।

এদিকে বিশ্বের বিভিন্ন দেশের বিশেষজ্ঞরা মনে করছেন ইলন মাস্ক বিশ্বের বিভিন্ন বড় এবং লাভজনক সংস্থা নিজের দখলে আনতে চাইছেন যাতে তিনি সব কিছুর উপর নজরদারি চালাতে পারেন। আর সেই জন্যই মাস্কের (Elon Musk Buying Wikipedia) নজর সেই সমস্ত সংস্থার উপর যেখানে বিশ্বের সব মানুষের তথ্য রক্ষা করা হয়। তবে তিনি আগামী দিনে সবার তথ্য নিয়ে কি করতে চান এই বিষয়ে একমাত্র তিনিই জানেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *