Chhath Puja: ছঠি মাইয়া কে! কেন করা হয় ছট্ পুজো, জানেন কি আসল কারণ। গোটা ভারতবর্ষ জুড়ে চলছে পূজোর মোরসুম। নানা ধর্মাবলম্বী মানুষদের, নানা রকম উৎসব অনুষ্ঠানে মেতে রয়েছে গোটা দেশ। এই উৎসবের মোরসুম শুরু হয়েছিল গণেশ পূজার মধ্যে দিয়ে। এরপর একের পর এক পুজো পার্বণ লেগেই রয়েছে। কিছুদিন আগেই পালিত হয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। এরপর সম্প্রতি পালিত হল দিওয়ালি বা দিপাবলী। প্রায় গোটা দেশ জুড়ে বিভিন্ন প্রান্তে পালিত হয় এই আলোর উৎসব। এবার পালা ছট পুজোর।
অবাঙালি হিন্দুদের মধ্যে প্রচলিত এই উৎসব চলে চার দিন ধরে। ছট পুজোর (Chhath Puja) মধ্যে দিয়ে মূলত চার দিনব্যাপী একটি ব্রত পালন করা হয়ে থাকে। প্রথম দিন স্নানের মধ্যে দিয়ে শুরু হয় উৎসব পালন। পরের দিন হয় খরনা বা শুদ্ধিকরণ। ওই দিনই সন্ধ্যেবেলা প্রসাদ হিসেবে তৈরি করা হয় গুড়ের ক্ষীর। যারা ব্রত পালন করেন তারা সারাদিন উপোস করে থাকেন এবং সন্ধ্যেবেলা এই গুড়ের ক্ষীর খেয়েই তারা উপোস ভাঙ্গেন। এর পরের দিন অস্তগামী সূর্যকে অর্ঘ্য দান করা হয়। তার সাথে থাকে ঠেকুয়া, কলা, আখ এবং কিছু মরসুমী ফলও।
ছট পূজার ব্রত মহিলা, পুরুষ নির্বিশেষে সকলেই করতে পারেন। বাড়ির সন্তান এবং পরিবারের অন্যান্য সদস্যদের মঙ্গল কামনায় বাড়ির পুরুষ অথবা মহিলা উভয়ই এই ব্রত পালন করে থাকেন। ছট পুজোর (Chhath Puja) দিন ছঠি মাইয়ার পুজো করা হয়। কিন্তু সবথেকে উল্লেখযোগ্য বিষয়টি হলো এই পুজোতে কিন্তু কোন মূর্তিপূজা হয় না। তাহলে কে এই ছঠি মাইয়া? কেনই বা তার নামে পুজো দেন ব্রত পালনকারীরা?
আরো পড়ুন: নভেম্বরে একগুচ্ছ ছুটিতে বন্ধ থাকবে স্কুল-কলেজ, রইলো তালিকা
ছট পুজো (Chhath Puja) আসলে সূর্যদেবের পুজো। এই পূজার মধ্যে দিয়ে মূলত সূর্যদেবের কাছেই আরাধনা করেন ব্রত পালনকারীরা। শাস্ত্র মতে সূর্যদেবের মধ্যেই নিহিত রয়েছে প্রাণশক্তি। তার তেজে ধ্বংস হতে পারে সমস্ত রোগ জীবাণু। তাই পরিবারের সমস্ত সদস্যকে সুস্থ রাখতে সূর্যদেবের কাছেই প্রার্থনা করেন ব্রত পালনকারীরা। তবে ছট পুজো শুধুমাত্র সূর্যদেবের পুজো নয়, এই দিন সূর্য দেবের পাশাপাশি পুজিতা হন ছঠি মাইয়াও।
ছঠি মাইয়া কে তা নিয়ে কিছুটা মতপার্থক্য রয়েছে। কেউ কেউ বলেন ছঠি মাইয়া আসলে ছোট লক্ষ্মী। আবার কেউ বলেন ছঠি মাইয়া মা ষষ্ঠীর অন্যরূপ। সূর্যদেবের বোন তিনি। সন্তানের মঙ্গল কামনায় তাই ষষ্ঠীর দিন সন্ধ্যাবেলায় সূর্যদেবকেও অর্ঘ্য চড়ানো হয়। কথিত আছে রামচন্দ্র লঙ্কা বিজয় করে বাড়ি ফেরার পর সূর্যদেবের পুজো করেছিলেন। সেই মাহেন্দ্রক্ষণটি ছিল ছট্ পূজার (Chhath Puja) সময়। সেই কারণেই ছট্ উৎসবের দিন একসাথে সূর্যদেবের ব্রত এবং ছঠি মাইয়ার পুজো পালিত হয়ে আসছে। ছট পূজার এই ব্রত অনুযায়ী ৩৬ ঘণ্টা একটানা উপবাস পালনের নিয়মও উল্লেখ করা হয়েছে শাস্ত্রে। তাই পরিবার ও সন্তানের মঙ্গল কামনায় নারী পুরুষ নির্বিশেষে প্রায় প্রত্যেকেই এই ব্রত পালন করে থাকেন।