Ishan Kishan: আইপিএলের অন্যতম দুরন্ত ক্রিকেটার হলো ঈশান। তবে ‘অবাধ্য’ তকমা অনেক আগেই লেগে গেছে তার গায়ে। এমনকি বিসিসিআই তাকে বাদ দিয়েছে বার্ষিক চুক্তি থেকেও। চলতি বছরের আইপিএলে তরুণ তুর্কি ঈশান কিষাণ হলেন অরেঞ্জ আর্মির অংশ। গত বছর আইপিএলে তিনি ছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের খেলোয়াড় কিন্তু চলতি বছর ঈশানকে সানরাইজার্স হায়দরাবাদ কিনে নিয়েছে ১১.২৫ কোটি টাকায়।
সানরাইজার্স ক্যাম্পে এই বছর আইপিএলে ইতিমধ্যেই প্র্যাকটিসে যোগ দিয়েছেন ঈশান কিষাণ (Ishan Kishan)। পরিকল্পনা করা হয়েছিল যে, হায়দরাবাদ দলকে দু’ভাগে ভাগ করে প্রস্তুতি ম্যাচের আয়োজন করা হবে। তরুণ খেলোয়াড় ঈশান কিষাণকে এই বছর পাওয়া গেল রীতিমতো তুরীয় মেজাজে। তরুণ এই উইকেটরক্ষক ব্যাটারের কাছ থেকে দলের প্রত্যাশা অনেকটাই।
ইতিমধ্যেই একটি ভিডিও শেয়ার করা হয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদের এক্স হ্যান্ডেল থেকে। এখানে স্পষ্ট দেখানো হয়েছে ঈশান কিষাণের (Ishan Kishan) দুটি স্কোর। সানরাইজার্সের হয়ে প্রথম অনুশীলন ম্যাচে তিনি ২৩ বলে ৬৪ রান এবং দ্বিতীয় অনুশীলন ম্যাচে ৩০ বলে ৭৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন। অনুশীলনী ম্যাচে তিনি বিপক্ষ বোলারদের অবলীলায় নির্বিষ করে দিয়েছেন।
আরও পড়ুন: ইডেনে কেকেআর বনাম এলএসজি ম্যাচ অনিশ্চিত, রামনবমী ঘিরে তিন পক্ষের বৈঠক
সানরাইজার হায়দরাবাদের এই ক্রিকেটার আইপিএল এর জন্য তার প্রথম অনুশীলন ম্যাচে আরেক ‘বিস্ফোরক’ অভিষেক শর্মার সঙ্গে ইনিংস শুরু করেন। অনুশীলনী ম্যাচের দুর্দান্ত পারফরম্যান্স করেছেন এই দুই ওপেনার। অভিষেক ৮ বলে ২৮ রানে আউট হন। সেই সময় স্কোর ছিল ২.২ ওভারে ৪৬। অভিষেক আউট হলেও ঝোড়ো অর্ধশতক হাঁকিয়ে অষ্টম ওভারে কামিন্দু মেন্ডিসের বলে আউট হন ঈশান (Ishan Kishan)। তিনি যখন আউট হন, তখন দলের স্কোর ছিল ৭.২ ওভারে তিন উইকেটে ১১৭ রান।
সানরাইজার্স ম্যানেজমেন্ট এবং ফ্যানেরা অবশ্য ঈশানের (Ishan Kishan) এমন ঝোড়ো ব্যাটিং দেখে যথেষ্ট আপ্লুত। দলকে জেতানোর জন্য এমন উদ্যম একান্ত দরকার। এই বছর আইপিএল শুরু হতে আর বেশি দিন বাকি নেই। ২০২৫ সালের আইপিএলে তাদের প্রথম ম্যাচ ২৩ মার্চ, রাজস্থান রয়্যালসের বিপক্ষে। ক্রিকেটপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে এই খেলার জন্য। তারা অপেক্ষা করে থাকে গোটা এক বছর। আইপিএল এর বিভিন্ন দলের সমর্থকরা আশা করে রয়েছে তাদের পছন্দসই ক্রিকেটারদের কাছ থেকে। এখন শুধু সময়ের অপেক্ষা, জয়ের হাসি কে হাসবে সেটাই দেখা যাবে ফাইনাল ম্যাচে।