India Vs Australia 3rd Test: চলছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শেষ মুহূর্তের প্রস্তুতি। বর্তমানে ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের ফলাফল এখন ১-১! হাতে রয়েছে এখনও তিনটি ম্যাচ। পাঁচ টেস্টের এই সিরিজের মধ্যে তৃতীয় টেস্ট শুরু হতে চলেছে শনিবার থেকে। এর মধ্যে ভারতীয় দলে কি কি বদল হবে বা রোহিত প্রথমে ওপেন করবেন কিনা জানতে আজকের প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন। অন্যদিকে মুস্তাক আলি টি-টোয়েন্টি ক্রিকেটে নামতে দেখা যাবে মহম্মদ শামিকে। কোয়ার্টার ফাইনালে বাংলা বনাম বরোদার ম্যাচে খেলবেন তিনি। ফলে ভারতীয় টেস্ট ক্রিকেট দলে তাঁর অবস্থান নিয়েও শুরু হয়েছে জল্পনা।
শনিবার থেকেই শুরু ভারত বনাম অস্ট্রেলিয়ার (India Vs Australia 3rd Test) তৃতীয় টেস্ট ম্যাচ। সিরিজ স্কোর এখন ১-১! ব্রিসবনের টেস্টের আগে ভারতীয় ক্রিকেট ফ্যানদের মনে এখন বড় প্রশ্ন ভারতীয় দলে কোনো অবস্থানগত পরিবর্তন আসবে কিনা। কারণ এই সিরিজ জয়ের উপরেই অনেকাংশে নির্ভর করে রয়েছে ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার স্বপ্ন। তবে অনুশীলন থেকে পাওয়া ইঙ্গিত বলছে রোহিত শর্মা সম্ভবত মিডিল অর্ডারেই নামতে চলেছেন ভারতের হয়ে।
অন্যদিকে ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে মুস্তাক আলি ট্রফির কোয়ার্টার ফাইনাল খেলতে নামবে বাংলা। গত ম্যাচে নিজের দায়িত্বে ব্যাট হাতে দলকে কোয়ার্টারে তোলেন শামি। বুধবার বরোদার বিপক্ষে নামতে দেখা যাবে তাঁকে। এদিনের ম্যাচেও মূল আকর্ষণ ছিল শামি। এদিন সকাল ১১টা থেকে শুরু হয় খেলা। এটি সহ আরও চারটি কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে গোটা বুধবার জুড়েই।
আরো পড়ুন: ভারত কি আদেও টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলবে, কি বলছে পয়েন্ট টেবিল
প্রথম অস্ট্রেলিয়া বনাম ভারত (India Vs Australia 3rd Test) ম্যাচের অধিনায়কত্ব করেন জসপ্রিত বুমরাহ্। মূলত অধিনায়ক রোহিত শর্মা পিতৃত্বকালীন ছুটিতে থাকার দরুন বুমরাহ অধিনায়কত্ব পান। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যাটসম্যানদের চমক না দেখা গেলেও অল্প রানেই ম্যাচ গুটিয়ে আনে বুমরাহ্। এরপর দ্বিতীয় ইনিংসেও এর অন্যথা হতে দেখা যায়নি। সহজেই ম্যাচ জিতে যায় ভারত।
অথচ দ্বিতীয় টেস্টে একই ভাবে ব্যাটসম্যানরা নিজেদের প্রতিভা দেখাতে ব্যার্থ হওয়ার দরুন অস্ট্রেলিয়ার (India Vs Australia 3rd Test) দুর্ধর্ষ ব্যাটিং এবং বোলিং অ্যাটাকের সামনে কার্যত দিশেহারা হয়ে পড়ে ভারতীয় ক্রিকেট দল। দ্বিতীয় ইনিংসে খেলতে নেমেও ব্যাটে বলে বাজিমাত করতে পারেনি ভারতীয় ব্যাটসম্যানরা। যার ফল স্বরূপ দ্বিতীয় ইনিংসে মাত্র ১৯ রানের টার্গেট তাড়া করতে নেমে অনায়াসেই জিতে যায় অস্ট্রেলিয়া। এর সাথে সাথেই স্কোর টেবিলের প্রথম স্থান খুইয়ে ফেলে ভারত। এরপর সাউথ আফ্রিকাও শ্রীলঙ্কার বিপক্ষে জেতার ফলে ভারত বর্তমানে রয়েছে তৃতীয় নম্বরে। তাই চলতি বছরের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার জন্য ভারতকে অবশ্যই এই সিরিজে জয়লাভ করতে হবে। তাই সকলের নজর এখন শনিবারের ভারত বনাম অস্ট্রেলিয়ার তৃতীয় ম্যাচের দিকেই।