Vande Bharat Express: ভারতীয় পরিবহন ব্যবস্থায় রীতিমত যুগান্তকারী পরিবর্তন এনেছে ভারতীয় রেল। স্বল্প খরচে যাত্রীদের উন্নতমানের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে ভারতীয় রেলের কোন বিকল্প হয় না। ভারতীয় রেলের উপর ভরসা করে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ নিজেদের গন্তব্যস্থলে পৌঁছে যাচ্ছে নিশ্চিন্তে। দূরে হোক কিংবা কাছে যেকোন দূরত্ব অতিক্রম করতে ভারতীয় রেল অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষকে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পরিবহন করতে সাহায্য করে। নিঃসন্দেহে ভারতীয় রেলকে দেশের লাইফলাইন বলা চলে। এদিকে যত সময় এগোচ্ছে ততই রেলওয়ে নিজেদের উন্নত করেছে। যার ফলশ্রুতি হল বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন। এই বন্দে ভারত এক্সপ্রেসে লক্ষ্য করা যায় কিছু নতুনত্ব যা আজকে আলোচনা করা হবে এই প্রতিবেদনে।
কেন বন্দে ভারতে (Vande Bharat Express) ব্যবহার করা হয় না এই চিহ্ন?
বর্তমান আধুনিক ভারতে উন্নত প্রযুক্তির অন্যতম দৃষ্টান্ত হলো বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। সেমি হাই স্পিড ট্রেনটি আধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ, যা যাত্রীদের সম্পূর্ণ নতুন এবং রোমাঞ্চকর ভ্রমণ অভিজ্ঞতা প্রদান করে। তবে এই ট্রেনের ক্ষেত্রেও আপনি লক্ষ্য করবেন কিছু নতুনত্ব বিষয়, যা এতদিন পর্যন্ত লক্ষ্য করা যায়নি অন্য দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রে। নিশ্চয়ই এতদিনে আপনার লক্ষ্য করে থাকবেন X চিহ্নটি দেখা যায় না বন্দে ভারত এক্সপ্রেস এ। কেন এই হাই স্পিড ট্রেন থেকে উধাও হলো এই চিহ্ন? কেন অন্য ট্রেনের থেকে এটি এত আলাদা? উত্তর জানতে পারবেন আজকের এই প্রতিবেদনে।
X এর আসল অর্থ কী?
সাধারণত দূরপাল্লার ট্রেনের শেষ বগিতে X চিহ্ন থাকে কেন? এর পেছনে লুকিয়ে আছে কোন গভীর রহস্য? আসলে, ট্রেনের নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে এই চিহ্নটি খুবই গুরুত্বপূর্ণ এবং যেকোনো রুটে চলমান ট্রেনগুলিকে দুর্ঘটনা থেকে রক্ষা করে। আসলে দূরপাল্লার ট্রেনের শেষ বগিতে এই চিহ্নটি দেওয়া হয় যাতে স্টেশনে উপস্থিত লোকজন এবং যাত্রীরা জানতে পারেন যে ট্রেনটি চলে গেছে। যদি কোন ট্রেনে এই চিহ্নটি দেখতে পাওয়া না যায় তাহলে এটি রেল কর্মকর্তাদের জন্য এক ধরণের সতর্কতা সংকেত হবে যে ট্রেনের পিছনের বগিগুলি আলাদা হয়ে গেছে। তারপর রেলওয়ে নেবে জরুরী ব্যবস্থা। চিহ্নটি সাধারণত লেখা থাকে হলুদ কিংবা সাদা রঙে যাতে দূর থেকে এটি দৃশ্যমান হয়। তাহলে বন্দে ভারতে (Vande Bharat Express) কেন এরকম কোন চিহ্ন দেখা যায় না?
আরও পড়ুন: গরমে সারাদিন এসি চালালেও আসবে না ব্যাপক পরিমাণে ইলেকট্রিক বিল, জানুন সিক্রেট
বন্দে ভারত (Vande Bharat Express) কেন অন্যান্য ট্রেনের থেকে আলাদা?
আপনাদের মনে এতক্ষণে নিশ্চয়ই প্রশ্ন জাগছে যে তাহলে কি বন্দে ভারত এক্সপ্রেস অন্যান্য ট্রেনের তুলনায় একেবারে আলাদা। সেই কারণেই কি এই ট্রেনে ওই বিশেষ চিহ্নটি দেওয়া হয় না? বন্দে ভারতের মতো সেমি হাই স্পিড ট্রেনে কি তাহলে নিরাপত্তার কোন প্রয়োজন নেই? আসলে উত্তরটি হবে সম্পূর্ণ অন্যরকম। বন্দে ভারত এক্সপ্রেস সকল ধরণের সুরক্ষা ব্যবস্থা দিয়ে সজ্জিত। সেই কারণে বন্দে ভারত এক্সপ্রেস এর ওই বিশেষ চিহ্নটি থাকার কোন প্রয়োজন নেই। এই ট্রেনটি সম্পূর্ণভাবে সংযুক্ত এবং উভয় দিকেই চালানো যেতে পারে। অতএব এতে এমন কোনও X চিহ্ন নেই।
সর্বদিক থেকে উন্নত বন্দে ভারত (Vande Bharat Express)
ভারতীয় প্রযুক্তি যে দিনকে দিন অনেক বেশি উন্নত হচ্ছে তা বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি দেখলেই বোঝা যায়। তবে কেবল প্রযুক্তিগতভাবে উন্নত নয়, এটি নিরাপত্তা এবং পরিচালনার ঐতিহ্যবাহী পদ্ধতিগুলিকেও নতুন মাত্রা দিয়েছে। অন্যান্য প্রচলিত ট্রেনগুলোতে যেখানে X চিহ্নটি প্রয়োজন হয় সেখানে বন্দে ভারতের উচ্চ প্রযুক্তির নকশা এবং কাঠামো এই চিহ্নটিকে এই ট্রেনের জন্য অপ্রয়োজনীয় করে তোলে। ভারতীয় রেলের ভবিষ্যতের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী পদক্ষেপ।