Xiaomi Redmi 12: শাওমি হলো ভারতীয় স্মার্ট ফোনের বাজারে চলা অন্যতম বিখ্যাত একটি বিদেশী সংস্থা। যেটি চলতি বছরের আগস্টে রেডমি ১২ ফোনটির লঞ্চ করে। তবে সম্প্রতি এই বিশেষ স্মার্ট ফোনের উপরেই দাম কম দিয়েছে এই বিদেশী সংস্থাটি। এখন এই ফোনটি কেনা যাবে আরও সস্তায়। এর মূলত দুটি কনফিগারেশন থাকে। যার মধ্যে ৬জিবি র্যামের ভেরিয়েন্টের দাম কমিয়েছে সংস্থাটি। যেটি এখন বাজারে ১০ হাজার টাকা মূল্যে পাওয়া যাচ্ছে।
স্মার্ট ফোনটির (Xiaomi Redmi 12) ডিজাইন করা হয়েছে খুব আকর্ষণীয় ভাবে। এতে থাকছে MediaTek Helio G88 প্রসেসর! এর ৬জিবি র্যমের ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছিল ১১,৯৯৯ টাকা। যার মধ্যে ১৫০০ টাকা দাম কমে হয়েছে ১০,৩৯৯ টাকা। যা মধ্যবিত্তদের পকেটের সামঞ্জস্য রেখে বেশ জনপ্রিয়তা কুড়িয়েছে।
এই স্মার্টফোনটি মূলত জেড ব্ল্যাক, মুনস্টোন সিলভার এবং প্যাস্টেল ব্লু রঙে পাওয়া যাচ্ছে। এর সাথে বর্তমানে HDFC ব্যাংকের কার্ডে ১০০০ টাকা ছাড় পাওয়া যাবে। আর এই উপায়েই গ্রাহকরা ১০ হাজারেরও কম দামে এই ফোনটি কিনতে পারবেন। সঙ্গে দুর্দান্ত সমস্ত ফিচারের ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। অর্থাৎ রেডমি ১২ (Xiaomi Redmi 12) মোবাইলটি কেনার সময় ২৫০০ টাকার ছাড় পাবেন।
আরো পড়ুন: মোটোরোলা লঞ্চ করল অসাধারন ফিচার্সের দুটি চমৎকার স্মার্টফোন!
এই মোবাইলটিতে (Xiaomi Redmi 12) থাকছে ৬.৭৯ ইঞ্চির ফুল এইচডি এবং LCD ডিসপ্লে। সাথে স্ক্রিনের সুবিধার্থে কর্নিং গোরিলা গ্লাস প্রটেকশন দেওয়া আছে। এতে থাকছে অক্টাকোর Mediatek Helio G88 প্রসেসর যাতে 12nm প্রক্রিয়া দ্বারা এই প্রসেসরটি তৈরি। যাতে থাকছে 128 জিবির বিশাল বড় স্টোরেজ। যা এটাকে মধ্যবিত্তের যোগ্য স্মার্টফোনের তকমা দেবে।
এটি নির্মাণ করা হয়েছে এন্ড্রোয়েড তেরোর উপর ভিত্তি করে। যাতে একটি ট্রিপল লিভার ক্যামেরা ছাড়াও এই মোবাইলটিতে ৫০এমপি রিয়ার ক্যামেরা সেট আপ করা থাকে। এছাড়া রয়েছে ৮এমপির আল্ট্রা ওয়াইড আঙ্গেল ক্যামেরা এবং ২এমপি-এর একটা ম্যাক্রো লেন্স। সামনেও থাকছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। যাতে ৫০০০mAh ব্যাটারি সহ ১৮ওয়াট চার্জিং ফেসিলিটি রয়েছে।