Yamaha Electric Cycle: দুরন্ত ফিচার নিয়ে লঞ্চ করল ইয়ামাহার ইলেকট্রিক সাইকেল

Yamaha Electric Cycle: সম্প্রতি এই আধুনিক যুগে আধুনিক যন্ত্রপাতি এবং যানবাহনের চাহিদা রোজ বেড়ে চলেছে। তেমনই পায়ে চালানো সাধারণ সাইকেলের চেয়ে মানুষের ঝোঁক বাড়তে দেখা যাচ্ছে ইলেকট্রিক সাইকেলের দিকে। কম পরিশ্রমে এবং কম সময়ে বেশি দূরত্ব অতিক্রম করার জন্য মানুষ এখন বেছে নিচ্ছে এই ইলেকট্রিক সাইকেলগুলোকে।

ভারতের লিডিং সংস্থা ইয়ামাহা সম্প্রতি নিজেদের একটি বৈদ্যুতিক সাইকেল (Yamaha Electric Cycle) সামনে এনেছে। যা ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা পেয়েছে এবং ভারতের বাজারে ইলেকট্রিক সাইকেলের গুরুত্ব বজায় রাখতে পেরেছে। এই ইলেকট্রিক সাইকেল হলো একটি ছোট এবং অধিক ক্ষমতা সম্পন্ন বাহন যা প্রতিদিনের নির্দিষ্ট হিসেবের দূরত্ব অতিক্রম করতে পারে খুব সহজেই।

এই ইলেকট্রিক সাইকেলে খুব অল্প সময়ে অনেকটা দূরত্ব পার করতে পারে। Yamaha সংস্থার এই বৈদ্যুতিক সাইকেলটি ১২০ কিলোমিটারের রেঞ্জ প্রদান করে যার অর্থ একবার চার্জ ১২০ কিলোমিটার পর্যন্ত সার্ভিস দিতে পারে সাইকেলটি। এতে ব্যবহার করা হয়েছে একটা শক্তিশালী ব্যাটারি যা তুলনায় কম ওজনের এবং হালকা। এই সাইকেলের ব্যাটারি চার্জ হতে সময় নিচ্ছে চার থেকে পাঁচ ঘণ্টা।

আরো পড়ুন: ভারতের বাজারে ছোট পরিবারের জন্য, পাঁচ লাখের সেরা গাড়িগুলি

সাইকেলটিতে থাকছে একটি ২৫০ ওয়াটের মোটর যেটি ঘণ্টায় ৪৫ কিলোমিটার বেগে চলতে পারে। এই গতি সাধারণ সাইকেলের উপর চমৎকার প্রভাব ফেলতে চলেছে। এছাড়া এই সাইকেল ব্যবহারের ক্ষেত্রে শারীরিক কার্যক্ষমতার প্রয়োজন পড়েনা। এই সাইলেকটিতে থাকবে ভালো মোটর, আরামদায়ক সিট, এবং আরামে পূর্ণ একটা ভ্রমণ অভিজ্ঞতা। দ্রুত বেশি দূরত্ব অতিক্রম করতে চাইলে ইয়ামাহা সংস্থার এই বৈদ্যুতিক সাইকেলটা (Yamaha Electric Cycle) নিতে পারেন।

এর অত্যাধুনিক ডিজাইন একে আরও বেশি স্মুথ এবং সহজ করে তুলেছে। এর সাথে থাকবে একটি LED ডিসপ্লে যেখানে ব্যাটারির পরিমাণ , গতি এবং ওডোমিটারের তথ্য দেখা যাবে। এতে থাকবে মাল্টিমোড রাইডিং এক্সপেরিয়েন্স। এছাড়াও ইকো, নরমাল এবং স্পোর্টস মোডের সুবিধা পাওয়া যাবে এই সাইকেল্টিতে। এতে করে আপনি আপনার ইচ্ছে মতো ধরন এবং গতি বাছাই করে নিতে পারবেন। তবে এই নতুন সাইকেলটির দাম হতে পারে ১ লক্ষ টাকার কাছাকাছি। ভারতের বড় এবং প্রধান শহরগুলিতে খুব শীঘ্রই এই বৈদ্যুতিন সাইকেল (Yamaha Electric Cycle) আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *