(Yearly Horoscope 2025): বছর শেষে বাকি আর মাত্র কয়েকটা দিন। দেখতে দেখতে কেটে গিয়েছে আরও একটি বছর। ভালো খারাপ মিলিয়ে কেটেছে দিন। এরপরই আসছে নতুন বছর ২০২৫! জ্যোতিষ শাস্ত্র বলছে নতুন বছরে বড় বড়ো গ্রহরা অবস্থান পরিবর্তন করতে চলেছে যা অনেক রাশির ক্ষেত্রে শুভ লক্ষণ হিসেবে প্রমাণিত হতে চলেছে যাতে ওইসব রাশি সমস্ত সুখ, শান্তির অধিকারী হতে পারে। নতুন এই বছরে ৩০ বছর পর কুম্ভ ছেড়ে মীন রাশিতে প্রবেশ করতে চলেছে। এই বছরেই বৃহস্পতি মিথুনে প্রবেশ করবে এবং অন্যান্য গ্রহরাও তাদের অবস্থান বদল করতে চলেছ।
২০২৫ সালের ভাগ্যবান রাশি (Yearly Horoscope 2025): জ্যোতিষ মতে ২০২৫ সালে ভাগ্যবান রাশিগুলিকে আলাদা করে চিহ্নিত করা হয়েছে। যেগুলি হলো বৃষ, কর্কট, সিংহ, তুলা, বৃশ্চিক, কুম্ভ এবং মীন।
বৃষ রাশি: আগামী বছর (Yearly Horoscope 2025) বৃষ রাশির মানুষদের জন্য ইতিবাচক সমস্ত খবর বয়ে আনবে। কর্মজীবনেও প্রচুর সফলতা আসবে। এছাড়া খুলে যাবে নতুন আয়ের পথ এবং যা থেকে সুবিধা লাভ করবেন।
কর্কট রাশি: কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই নতুন বছরটি (Yearly Horoscope 2025) স্বপ্ন পূরণের বছর হতে চলেছে। এই বছরে কর্কট রাশির একাধিক রোগের শেষ হবে এবং কিছুদিন পর একটা সৌভাগ্য পূর্ণ সময় দেবে।
আরো পড়ুন: বাস্তু শাস্ত্র মেনে করতে হবে খাদ্য গ্রহণ, অন্যথায় আসতে পারে দারিদ্র্য
সিংহ ও তুলা: নতুন বছরে এই দুই রাশির জাতিক বা জাতিকাদের মধ্যে নতুন সম্পত্তি কেনার যোগ রয়েছে। যা ২০২৫ সালে (Yearly Horoscope 2025) শুভ সময় এবং উন্নতির খবর এনে দেবে।
কুম্ভ রাশি: কুম্ভ রাশিতে নতুন বছরে (Yearly Horoscope 2025) গ্রহরাজ শনি সাড়ে তিন দিন সাতির তিনবার দেখা দেওয়া এতেই শৃঙ্খলার মধ্যে কাজ করতে হবে। অর্থনৈতিক বিষয়ে আবারও বেশ উন্নতি পাবে।
মীন রাশি: নিজেকে তৈরি করার জন্য এই এক বছর শেষের পথে। ২০২৫ সালে এই রাশির জন্য একাধিক সুযোগ আসতে চলেছে। অর্থভাগ্য ভালো যেতে চলেছে।