Picnic Spots: নিত্য নতুন পিকনিক স্পটের খোঁজ করছেন, কলকাতার কাছাকাছি রয়েছে এই পিকনিক স্পটগুলি। শীতকাল চলে এসেছে। এ বছর একটু দেরিতে শীত পড়লেও বেশ জাকিয়েই শীত পড়ছে এখন থেকেই। আর শীতকাল মানেই তো পিকনিক। অনেকে মিলে একসাথে খাওয়া দাওয়া, হইচই, আড্ডা সব মিলে জমজমাট আমেজ। কিন্তু কোথায় পিকনিক করতে যাবেন এই নিয়ে শুরু হয় দ্বন্দ্ব। প্রতিবছর একই জায়গায় পিকনিক করতে ভালো লাগে না। নতুন নতুন পিকনিক স্পটের খোঁজে থাকেন প্রায় সকলেই। আজকের প্রতিবেদনে তেমন কয়েকটি পিকনিক স্পটের সম্পর্কে জানানো হলো।
টাকি
কলকাতার কাছাকাছি পিকনিক স্পটগুলির (Picnic Spots) কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় টাকির কথা। এই জায়গাটি পিকনিক স্পট হিসেবে অত্যন্ত জনপ্রিয়। উত্তর ২৪ পরগনা জেলার অন্তর্গত একটি শহর টাকি। কলকাতা থেকে এই শহরের দূরত্ব মাত্র ৭০ কিলোমিটার। স্টেশন থেকে নামলেই দেখতে পাবেন ইছামতি নদী। তার ঠিক পাশেই রয়েছে বিশ্রাম বাগান বাড়ি। এই বাগান বাড়িতেই ছোট ছোট কটেজ রয়েছে। যা ভাড়া দেওয়া হয়। পুকুর ঘাট, চারিদিকে সবুজের আমেজ, ইছামতি নদী আর কটেজের আনন্দ সবকিছু মিলে পিকনিক করতে বেশ আনন্দই পাবেন।
মাছরাঙ্গা দ্বীপ
টাকি যাওয়া মানেই ভারত-বাংলাদেশ সীমান্তের অনেকটা কাছাকাছি পৌঁছে যাওয়া। টাকি থেকে সীমান্ত বরাবর আরো কিছুটা এগিয়ে গেলে পড়বে মাছরাঙ্গা দ্বীপটি। ইছামতি এবং ভাষা নদীর মাঝে অবস্থিত এই মাছরাঙ্গা দ্বীপ পিকনিক স্পট (Picnic Spots) হিসেবে বেশ ভালো। যারা পাখি ভালোবাসেন তাদের জন্য এই জায়গাটি বেশ আকর্ষণীয়।
আরো পড়ুন: বাড়বে লেন, এবার আরও চওড়া হবে মেট্রোপলিটনের ইএম বাইপাস
গাদিয়ারা
পিকনিক প্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি পিকনিক স্পট (Picnic Spots) হলো গাদিয়ারা। রূপনারায়ণ, হুগলি এবং ভাগীরথী এই তিনটি নদীর মিলন স্থলই হল গাদিয়ারা। নদীর ধারে বসে পিকনিকের মজা নিতে চলে আসতে পারেন এখানে। প্রয়োজনে এক রাত কাটিয়ে যাওয়ার ব্যবস্থাও রয়েছে।
সুকান্ত নগর ভেড়ি
এতক্ষণ দেওয়া হল কলকাতার আশপাশের কিছু ভালো পিকনিক স্পটের (Picnic Spots) খোঁজ। কিন্তু কলকাতার মধ্যেই রয়েছে দারুন একটি পিকনিক স্পট। জায়গাটার নাম সুকান্ত নগর ভেড়ি। এখানে এলে বিভিন্ন রকম জলচর পাখির দেখাও মিলতে পারে। প্রকৃতির আমেজের মাঝে পিকনিক করতে চাইলে বেশ ভালো একটি জায়গা এই সুকান্ত নগর ভেরি। এছাড়া রয়েছে ক্যাপ্টেন ভেড়িও। চিংড়িঘাটা ও মেট্রোপলিটন বাস স্টপের মাঝামাঝি অবস্থিত এই ক্যাপ্টেন ভেড়ি। পিকনিক করার জন্য বেশ ভালো জায়গা। এখানে পিকনিক করতে গেলে উপরি পাওনা হিসেবে পাবেন টাটকা সুস্বাদু মাছ।