RBI Governor: সদ্য ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর পদ থেকে অবসর নিয়েছেন শক্তিকান্ত দাস। দীর্ঘ ৬ বছর গভর্নর পদে থাকার পর গত ১১ই ডিসেম্বর অবসর নেন তিনি। তাঁর পরে নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন সঞ্জয় মালহত্রা। এদিকে প্রাক্তন গভর্নর (RBI Governor) পদে চাকরিতে কত টাকা বেতন পেতেন জানতে সংবাদমাধ্যমের তরফে মানি কন্ট্রোল তথ্যের অধিকার আইন আবেদন করা হয়।
সেই আবেদনের ভিত্তিতেই গত ২০২৩-২৪ অর্থ বর্ষে রিজার্ভ ব্যাংকের গভর্নরের (RBI Governor) বেতন কত ছিল তা জানা গেছে। জানা যায় শক্তিকান্ত তাঁর আগের গভর্নর উর্জিত প্যাটেলের সমপরিমাণ বেতন পেয়ে থাকতেন। জানা যাচ্ছে তিনি প্রতি মাসে আড়াই লক্ষ টাকা বেতন পেতেন। এছাড়া মুম্বাইয়ের মালাবার হিলসে ৪৫০ কোটি টাকা মূল্যের একটি বাংলো নির্দিষ্ট করা রয়েছে। এমনটাই জানিয়েছেন শীর্ষ ব্যাংকের গভর্নর।
এদিন শক্তিকান্তের সহযোগী আধিকারিকের বেতন সম্পর্কে জানতে চাওয়ায় জানা যায় গত অর্থ বর্ষে চার ডেপুটি গভর্নর এমডি পাত্র, এম রাজেশ্বর রাও, এমকে জৈন এবং টি রবিশঙ্কর ২ লক্ষ ২৫ হাজার টাকার বেতন পেতেন। এছাড়া এক্সিকিউটিভ ডিরেক্টররা প্রতি মাসে ২ লক্ষ ১৬ হাজার টাকা বেতন পেতেন। এছাড়া এই একই পরিমাণ বেতন পান SBI ও BOB-এর শীর্ষ কর্তারাও। এদিকে স্টেট ব্যাংকের চেয়ারম্যান গত অর্থ বর্ষে বেতন পেতেন বার্ষিক ২৭ লক্ষ টাকা। এছাড়া মহার্ঘ্য ভাতায় পেয়েছিলেন অতিরিক্ত ৭ লক্ষ ৪২ হাজার ৫০০ টাকা।
আরো পড়ুন: রিজার্ভ ব্যাঙ্কের নতুন গভর্নর এক সময়ের IAS, কে এই সঞ্জয় মলহোত্রা
সব মিলিয়ে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের (RBI Governor) বেতন শুনলে চক্ষু চড়কগাছ হওয়া অস্বাভাবিক কিছু নয়। কিছুদিন আগেই নতুন দায়িত্ব নিয়েছেন সঞ্জয় মালহত্রা। এতদিন তিনি রাজস্ব সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন। সম্প্রতি দেশের অর্থনীতির অবস্থার উন্নতির ক্ষেত্রে তাঁর পদক্ষেপে নির্ভর করতে হবে ভারতকে। মুদ্রাস্ফীতির হার যেভাবে বাড়ছে তাতে এখনই নিয়ন্ত্রণ না করলে অসুবিধায় পড়তে হবে সাধারণ মানুষকে।
তবে সরকারি ব্যাংকের তুলনায় বেসরকারি ব্যাংকের কর্মীদের বেতনের বেশ তফাৎ চোখে পড়ে। এদিকে RTI তথ্য বলছে HDFC ব্যাংকের CEO ২০২২ অর্থবর্ষে বার্ষিক ১৯ কোটি টাকা বেতন পেয়েছিলেন। এছাড়া প্রধান পাঁচটি বেসরকারি ব্যাংকের আধিকারিকদের বেতন থাকে ২.৩ কোটি থেকে ৭.১ কোটি টাকার মধ্যে। তবে এই বেতনের তফাৎ কেনো জানতে চাইলে RBI (RBI Governor) কোনো তথ্য দেয়নি। তাদের তরফে জানানো হয়েছে এই প্রশ্নটি তথ্য সরবরাহের অধিকারের মধ্যে পড়েনা তাই এর উত্তরও দেবেন না তাঁরা।