হঠাৎ কেনো ভারতের ২৯ লক্ষ ভিডিও একেবারে মুছল ইউটিউব?

বর্তমান আধুনিক যুগে ইউটিউব ছাড়া মানুষের এক মুহূর্ত চলে না। বিনোদনের জন্য অ্যাপটি মানুষের কাছে একটি গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে নিয়েছে। শুধু তাই নয় যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে গভীরভাবে জড়িত এবং নিয়মিত ভিডিও আপলোড করে তাদের কাছেও ইউটিউবের গুরুত্ব অপরিসীম। আজকের এই প্রতিবেদনে জানা যাবে গুগলের পক্ষ থেকে কেন ডিলিট করা হলো এত পরিমান ভিডিও।

ইউটিউব অর্থাৎ গুগলের বিশেষ কিছু নিয়ম-নীতি রয়েছে যার না মানলে ডিলিট করে দেওয়া হবে ভিডিও। সংস্থার পক্ষ থেকে বেশ কিছু ভিডিওর ওপরে করা নজরদারি চালানো হয়েছিল এবং যারা গুগলের নিয়ম মানেনি তাদেরই ভিডিও ডিলিট করে দেওয়া হয়েছে। যদিও সংখ্যাটি নেহাত কম নয়। গুগলের নীতি না মানার কারণে এই কঠোর পদক্ষেপ নিতে সংস্থাটি বাধ্য হয়েছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, গত বছর অক্টোবর মাস থেকে ডিসেম্বরের মধ্যে ইউটিউব (YouTube Video) তাদের প্ল্যাটফর্ম থেকে ২৯ লক্ষ ভিডিও মুছে দেওয়া হয়েছে। এর অন্যতম কারণ হলো কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করা। আর এই সংখ্যাটা বিশ্বের যে কোনও দেশের তুলনায় অনেকটা বেশি।

গত বছর অর্থাৎ ২০২৪ সালের অক্টোবর থেকে ডিসেম্বরের ত্রৈমাসিকে আগের ত্রৈমাসিকের তুলনায় ৩২ শতাংশ বেশি ভিডিও মুছে দিয়েছে ইউটিউব। প্রসঙ্গত উল্লেখ্য যে, গুগলের পক্ষ থেকে সবথেকে বেশি পরিমাণ ভিডিও মুছে ফেলা হয়েছে ২০২০ সালে। ভারতে সবথেকে বেশি সংখ্যক ভিডিও মুছেছে গুগল। তালিকায় ভারতের পরেই নাম রয়েছে ব্রাজিলের। ইউটিউব জানিয়েছে যে তাদের অটোমেটেড কনটেন্ট মডারেশন টুল সেই সমস্ত ভিডিওকে (YouTube Video) সহজেই চিহ্নিত করতে পারে যারা নিয়ম নীতি লংঘন করে। বিশেষ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করে খুব সহজেই কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করা ভিডিওগুলির মধ্যে ৯৯.৭ শতাংশ ভিডিওকেই চিহ্নিত করা যায়।

আরও পড়ুন: শুধু পুরুষ নয়, নারী মহলে বিশেষ জনপ্রিয় এই ৪ সেরা গাড়ি

ইউটিউবে প্ল্যাটফর্ম থেকে একাধিক ভিডিয়োর ৮১.৭ শতাংশই মুছে দেওয়া হয়েছে কারণ সেগুলি জালিয়াতি, বিভ্রান্তিকর কাজের সঙ্গে জড়িত ছিল। পাশাপাশি ইউটিউবে ৬.৬ শতাংশ ভিডিয়ো এমন রয়েছে যাতে হেনস্থার ঘটনা সামনে এসেছে। ৫.৯ শতাংশ ভিডিও মোছার কারণ শিশু নিরাপত্তা, আর ৩.৭ শতাংশ ভিডিয়োতে হিংসা ছড়ানো হচ্ছিল। জানলে অবাক হবেন গত বছর অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে গুগল প্রায় ৪৮ লক্ষ চ্যানেল মুছে দিয়েছে, মোছা হয়েছে নীতি লঙ্ঘনকারী ১৩০ কোটি কমেন্টসও।

ইউটিউব এই প্রসঙ্গে আরো কড়া বার্তা দিয়ে জানিয়েছে যে, আগামী ১৯শে মার্চ থেকে এই প্ল্যাটফর্মের বর্তমান নিয়মবিধিগুলি আরো কঠোর হতে চলেছে গ্রাহকদের জন্য। বহু নতুন নিয়ম আসবে এবং এই নিয়ম নীতি অবশ্যই পালন করতে হবে। আসলে এই কড়া নিয়ম গুগল চালু করেছে গ্যাম্বলিং ভিডিও কনটেন্টের জন্য, তবু সমস্ত কনটেন্টের জন্য কিছু বিধি এবার থেকে বাড়তি হিসেবে মেনে চলতে হবে ক্রিয়েটরদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *