Bong Guy Kiran Dutta: গিটার বাজানো লাজুক ছেলেটি ছোটখাটো ভিডিও থেকে শুরু করে আজ বাংলা প্রোডাকশন হাউসের স্ক্রিপ্ট রাইটার হিসেবে কাজ করছে। তিনি আর কেউ নন ভারতীয় ইউটিউবার, কমেডিয়ান এবং ‘বং গাই’ (Bong Guy Kiran Dutta) নামে পরিচিত একজন সুপরিচিত ইন্টারনেট ব্যক্তিত্ব, কিরণ দত্ত। তিনি ২০১৭ সালে ইউটিউবের জন্য কমেডি ভিডিও তৈরি করতে শুরু করেন। এর পরেই তার দ্বিতীয় চ্যানেলটি ভ্লগিং-এ ফোকাস করতে শুরু করেন। তিনিই বাংলায় প্রথম এবাবে ভিডিও বানানো যায় সেটি ভেবেছিলেন।
তিনি (Bong Guy Kiran Dutta) মনে করেন যে, লকডাউনের পরে ইউটিউবে পণ্য সামগ্রী নির্মাতাদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং বেশিরভাগ নির্মাতাই ভ্লগার। যে কোনো ব্যক্তি যিনি বিভিন্ন জিনিসকে আকর্ষণীয় উপায়ে প্রদর্শন করার ক্ষমতা রাখেন তিনি একজন ভ্লগার হতে পারেন। যদিও এই দিকটি ভ্লগিংয়ের একটি ইতিবাচক অংশ, তবে যে কেউ এটি তৈরি করতে পারে তার মানে এই ক্ষেত্রে বিশাল প্রতিযোগিতা রয়েছে।
কিন্তু সকলের পছন্দের ‘বং গাই’ কিরণ দত্ত (Bong Guy Kiran Dutta) সকলকে ছাপিয়ে ফোর্বেসে সেরা ১০-এ জায়গা করে নিতে পেরেছেন। কিন্তু কিরণ দত্তের এই জার্নিটা খুব সহজ ছিলনা। ছাত্র জীবনে তিনি সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা শুরু করেন। তারপর হঠাৎই ইঞ্জিনিয়ারিং এর যন্ত্রপাতি ছেড়ে তিনি ইউটিউবে কনটেন্ট বানাতে শুরু করেন। তখন তিনি পুরোপুরি অনিশ্চিত ছিলেন যে, তিনি যা করছেন আদৌ তা সফল হবে কিনা। আজ সেই ‘বং গাই’ ফোর্বেসে সেরা ১০।
আরো পড়ুন: আবারো বিয়ের পিঁড়িতে বসবেন সানিয়া মির্জা, জল্পনার মুখে পড়লেন টেনিস তারকা
এই মুহূর্তে কিরণ দত্তের সবচেয়ে বেশি মনে পড়ছে তার এক শিক্ষকের কথা। তিনি একসময় বলেছিলেন কিরণ দত্তকে তার ভবিষ্যতে কিছুই হবে না। সে একজন ব্যর্থ ছাত্র। সেই দিন তিনি বাড়ি ফিরে কাঁদতে কাঁদতে খাতায় ১০০ বার লিখেছিলেন যে, ‘আমি পারবো’। সেদিনের সেই দুই শব্দের কথাটি আজ তার জীবনে সত্যি হয়ে ওঠে। আজ তিনি সেই শিক্ষককে যিনি এক ঝাঁক মেয়েদের সামনে অপমান করেছিলেন চেঁচিয়ে বলতে চান যে কিরণ দত্ত পেরেছে।
আসলে স্বপ্ন দেখলেই হয়না। স্বপ্নকে সত্যি করার মানসিকতা, দৃঢ়তা ও সাহস দরকার হয়। কিরণ দত্ত তথাগত প্রথাকে ভেঙে একেবারে নতুন ছন্দে এগোতে শুরু করেন। তিনি ২০১৭ তে মাত্র ৫০০ সাবস্ক্রাইবারের এক ক্ষুদ্র পরিবার তৈরি করেন কিন্তু আজ এত বড় স্বীকৃতি থেকে বঞ্চিত থাকতেন তিনি ৪০ লক্ষেরও বেশি সাবস্ক্রাইবারের পরিবার। আর এই বিরাট পরিবার তাকে আজ এত বড় সম্মান এনে দিয়েছে।