Zepto Cafe: বাজার কাঁপাতে চলেছে, জেপ্টোর কাফে, থরহরিকম্প স্যুইগি-জোম্যাটো

Zepto Cafe: এবার ফুড ডেলিভারি অ্যাপ হিসেবে বাজার কাঁপাতে চলেছে, জেপ্টোর “কাফে”। এখন আর বাইরে থেকে খাবার অর্ডার করার জন্য বাইরে যেতে হয় না। বাড়িতে বসেই অর্ডার করে নেওয়া যায় নিজের পছন্দের দোকান থেকে পছন্দের খাবারটি। ভারতবর্ষে এই মুহূর্তে স্যুইগি ও জোম্যাটো সবথেকে জনপ্রিয় দুটি ফুড ডেলিভারি অ্যাপ হিসেবে পরিচিত। তবে এবার এই বাজারে রাজত্ব করতে আসছে নতুন আরেকটি অ্যাপ। ডেলিভারি পরিষেবার ক্ষেত্রে নতুন নাম হিসেবে উঠে এসেছে জেপ্টোর কাফে।

ভারতবর্ষের অন্যতম জনপ্রিয় কুইক কমার্স প্ল্যাটফর্ম জেপ্টো। সামনের সপ্তাহে একটি ফুড ডেলিভারি পরিষেবা চালু করতে চলেছে এই সংস্থা। যার নাম দেওয়া হয়েছে কাফে (Zepto Cafe)। মাত্র ১০ মিনিটে ফুড ডেলিভারি করার নিশ্চয়তা দিচ্ছে এই সংস্থাটি। জেপ্টোর চিফ এক্সিকিউটিভ অফিসার এই তথ্য প্রকাশ্যে এনেছেন। তিনি বলেন আগামী সপ্তাহের মধ্যেই এই পরিষেবা চালু করার জন্য নতুন অ্যাপও নিয়ে আসা হচ্ছে। তবে শুরু থেকেই একেবারে যথাযথ পরিষেবা দেওয়া সম্ভব না হলেও, দ্রুত পরিষেবা চালু করাটা প্রয়োজন।

এই জেপ্টোর “কাফে”র (Zepto Cafe) সাথে যুক্ত থাকবে মূলত বিভিন্ন ক্যাফেগুলি। তথ্যসূত্রে জানা গেছে এখনো পর্যন্ত এই পরিষেবার সাথে যুক্ত হয়েছে প্রায় একশটিরও বেশি কাফে। ওর্ডারও আসছে প্রায় দৈনিক ৩০ হাজারের বেশি। অনেকদিন ধরে এই পরিষেবা চালু করার উদ্যোগ নিয়েছিল এই ই-কমার্স প্ল্যাটফর্মটি। চলতি অর্থবছর শেষ হবার আগেই এক হাজার কোটি টাকার অ্যানুয়ালাইজড রিভিনিউ রান রেট ছোয়া জেপ্টোর অন্যতম লক্ষ্য। গোটা দেশজুড়ে ছড়িয়ে পড়তে চলেছে এই পরিষেবা।

আরো পড়ুন: রিজার্ভ ব্যাঙ্কের নতুন গভর্নর এক সময়ের IAS, কে এই সঞ্জয় মলহোত্রা

ফুড ডেলিভারি অ্যাপ এবং ই-কমার্স সেক্টরগুলিতে ১০ মিনিটে ডেলিভারি করার পরিষেবা চালু রয়েছে বহুদিন ধরেই। বিশেষত ব্যাঙ্গালোর, চেন্নাই, মুম্বাই, দিল্লি ইত্যাদি বড় শহরগুলিতে এই পরিষেবা বেশ ভালোভাবেই চালু করা হয়েছে। স্যুইগির তরফ থেকেও বোল্ট নামক এই একই পরিষেবা চালু করা হয়েছে। প্রায় ৪০০টিরও বেশি শহর জুড়ে। ব্যাঙ্গালোরের অন্যতম জনপ্রিয় ফুড ডেলিভারি সংস্থা স্যুইস ইন্ডালজেন্সেস ১০ মিনিটে ফুড ডেলিভারির পরিষেবা দিয়ে থাকে একাধিক ক্লাউড কিচেনও চালায় এই সংস্থাটি।

সম্প্রতি জেপ্টোর (Zepto Cafe) পক্ষ থেকে প্রায় ৩৫০ মিলিয়ন ইউএস ডলার ফান্ড জোগাড় করা হয়েছে বলে জানা গেছে। আর এই ফান্ডের একশ শতাংশই নাকি জোগাড় করা হয়েছে ঘরোয়াভাবে। বিভিন্ন ধনী ব্যক্তি, তাদের পরিবার, অফিস ইত্যাদি জায়গা থেকে জোগাড় করা হয়েছে এই ফান্ড। একাধিক প্রথম সারির আর্থিক প্রতিষ্ঠান বিনিয়োগ করেছে এই ফান্ডে। প্রসঙ্গত উল্লেখ্য, ২০২২ সালে গুরুগ্রামে ১০ মিনিটে ফুড ডেলিভারি পরিষেবা চালু করেছিল জোম্যাটো। কিন্তু এই পরিষেবা বেশি দিন চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। বাধ্য হয়ে বন্ধ করে দিতে হয় পরিষেবাটি। তবে তার পরিবর্তে শুরু করা হয়েছে জোম্যাটো এভরিডে পরিষেবাটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *