Zomato: দেশের অন্যতম বৃহৎ অনলাইন খাবার সরবরাহকারী সংস্থার নাম হলো জ্যোমাটো। দীর্ঘদিন ফাঁকি দিয়েছে ট্যাক্স, এছাড়াও বকেয়া GST এবং জরিমানা বাবদ ৮০০ কোটি টাকার বেশি টাকা মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। সংবাদ মাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে মহারাষ্ট্রের থানে কমিশনারেটের অন্তর্গত কমিশনার অফ সিজিএসটি এন্ড সেনট্রাল এক্সসাইজের পক্ষ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে জ্যোমাটোকে (Zomato)। সংশ্লিষ্ট দপ্তরের অভিযোগ ২০১৯ সালের ২৯শে অক্টোবর থেকে ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত সংস্থাটি কোনো কর বা GST মিটিয়ে দেয়নি। ফলে অবিলম্বে বকেয়া শোধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
একটি প্রতিবেদন থেকে জানা যাচ্ছে এই পুরো সময় ধরে GST বাকি রয়েছে ৪০১.৭ কোটি টাকা। এর উপর সম পরিমাণ জরিমানা চাপানো হয়েছে। সুদ সহ এই খাবার সরবরাহকারী সংস্থাটিকে জমা দিতে হবে ৮০৩.৪ কোটি টাকা। এই তথ্য সামনে আসার পরেই সংশ্লিষ্ট মহলের তরফে জানানো হয়েছে যে ক্রমশ বেড়ে চলা অনলাইন খাবার সরবরাহকারী সংস্থা জ্যোমাটোর (Zomato) বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগ সামনে চলে আসছে। এক্ষেত্রে সংস্থাটির তরফে আইনি পথে লড়াইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা যাচ্ছে ওই নোটিশের চ্যালেঞ্জ করতে চলেছে সংস্থাটি।
নোটিশের বিষয়:
চলতি বছরের ১২ই ডিসেম্বর জ্যোমাটোকে (Zomato) ওই নালিশ পাঠানো হয়। তাতে বলা হয় নির্দিষ্ট সময়ের মধ্যেকার খাবার ডেলিভারির যে টাকা GST বাবদ দেওয়ার কথা ছিল তা জমা করেনি সংস্থাটি। জানা যাচ্ছে ডিজিট্যাল পরিষেবার ক্ষেত্রে ইকোসিস্টেম ডেলিভারি চার্জের উপর দিতে হয় GST। যা জোম্যাটো (Tax Notice Of Zomato) সময় মতো দেয়নি।
আরো পড়ুন: এটিএম নিয়ে বড় সিদ্ধান্ত নিচ্ছে রিজার্ভ ব্যাংক, রইলো কারণ
জোম্যাটোর (Zomato) প্রত্যুত্তর:
উপরোক্ত নোটিশের উত্তরে জোম্যাটো (Zomato) জানায় তাঁরা আইনি পথে এর লড়াই করবেন। সংস্থার তরফে জানানো হয় তাদের বিশ্বাস এই মামলা তাঁদের পক্ষের যুক্তিগুলোকে গুরুত্ব দেবে। তাই নির্দিষ্ট কতৃপক্ষের কাছে আবেদন পেশ করার কথা ভাবছে সংস্থাটি।
শেয়ারে প্রভাব:
জোম্যাটোর (Zomato) এই খবর সামনে আসতেই দর পড়তে শুরু করে এর শেয়ারের। এদিন ২.৩৬ শতাংশ কম হয়েছে। তবে এর কোনো দীর্ঘমেয়াদি ফলাফল সংস্থাটির উপর পড়তে চলেছে কিনা সেদিকেই নজর রাখছেন বিনিয়োগকারীরা।