Newtown: নয়ারূপে সেজে উঠছে নিউটাউন, যানজট সামলাতে তৈরি হচ্ছে নতুন ৬টি আন্ডারপাস?

Newtown: বহু মানুষ প্রতিদিন যাতায়াত করেন নিউটাউন এর উপর দিয়ে। এখানকার জ্যামের কারণে দীর্ঘক্ষন রাস্তায় অপেক্ষা করতে হয় সাধারণ মানুষকে। মানুষের কাছে যা হয়ে উঠেছে বিরক্তির কারণ। কিন্তু এবার এই সমস্যা থেকে মুক্তি পেতে চলেছে সাধারণ মানুষ। কিভাবে এই সমস্যার সমাধান ঘটবে জানতে পারবেন আজকের প্রতিবেদনের মাধ্যমে। নিত্যদিনের যাতায়াতকারীদের যাতে কোনরকম অসুবিধা না হয় তার জন্য বড় পদক্ষেপ নেওয়া হচ্ছে। চলুন বিস্তারিত ভাবে জেনে নিই আজকের প্রতিবেদনে।

সমস্যা মিটবে নিত্যযাত্রীদের

নিউটাউন এর(Newtown) ট্রাফিক জ্যাম স্থানীয় বাসিন্দা এবং নিত্যযাত্রীদের জন্য এক বিভীষিকার কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা প্রায়ই এই ব্যাপারটি নিয়ে অভিযোগ করে থাকে। নোয়াপাড়া মোড় থেকে ইকো পার্কে যেতে সময় লেগে যায় আধ ঘন্টারও বেশি। কিন্তু আর চিন্তা করতে হবে না সাধারণ মানুষকে, নিউটাউনকে নতুনভাবে সাজাতে তৈরি হতে চলেছে বেশ কয়েকটি আন্ডারপাস। শুনলে অবাক হয়ে যাবেন যে একেবারে তৈরি হবে ৬টি আন্ডারপাস। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। ট্র্যাফিক জ্যাম নিয়ে আর সমস্যায় পড়তে হবে না সাধারণ মানুষকে।

শীঘ্রই তৈরি হবে একগুচ্ছ আন্ডারপাস

কলকাতা শহরের মধ্যে ঝাঁ চকচকে জায়গা হল নিউটাউন। একে এককথায় কলকাতার স্মার্টসিটি বলা হয়। নিউটাউনে রয়েছে বহু অফিস এবং অন্যান্য ইনস্টিটিউশন যার জন্য প্রতিদিন বহু মানুষকে এই জায়গার উপর দিয়েই যাতায়াত করতে হয়। স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে অফিস যাত্রীদের যাতায়াতের অন্যতম মাধ্যম হলো নিউটাউন। কিন্তু সবথেকে সমস্যা হয়ে দাঁড়িয়েছে এখানকার ট্রাফিক জ্যাম, যার জন্য দীর্ঘক্ষণ রাস্তায় অপেক্ষা করতে হয় সাধারণ মানুষকে। এই সমস্যা যাতে শীঘ্রই মিটে যায় তার জন্য সকলেই দাবি করেছে। নিউটাউনে (Newtown) তৈরি হতে চলেছে একগুচ্ছ আন্ডারপাস এবং এরফলে সকলের রোজকার যাত্রাপথ আরও সুগম হবে।

নিউটাউনে (Newtown) তৈরি হবে আলাদা আলাদা আন্ডারপাস

নতুন যে আন্ডারপাস তৈরি হওয়ার পরিকল্পনা চলছে তাতে খুব সহজেই যানবাহন থেকে শুরু করে সাধারণ মানুষের হাঁটাচলা করা সম্ভব হবে। সূত্র মারফত জানা গেছে যে, যানবাহন চলাচলের জন্য ‘ভেহিকুলার আন্ডারপাস’, এবং পথচারীদের যাতায়াতের জন্য তৈরি হবে ‘পেডেস্ট্রিয়ান সাবওয়ে’। এছাড়াও, ট্রাফিকের হালচাল খতিয়ে দেখা, প্রকল্পের নকশা, নিকাশির ব্যবস্থা, মাটি পরীক্ষা এইসব কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। বিষয়গুলো নিয়ে হিডকোর কাছে দু’মাসের মধ্যে রিপোর্ট জমা পড়বে। সিলমোহর পড়লেই শুরু হবে কাজ। আসলে সম্পূর্ণ কাজটি চলবে হিডকোর তত্ত্বাবধানে।

আরও পড়ুন: কাজ শেষ কলকাতা মেট্রোর ইয়েলো লাইনের, কবে থেকে চালু হবে ফেজ ওয়ান?

ট্র্যাফিক ব্যবস্থা হবে আগের থেকে উন্নত

বিধাননগর সিটি পুলিশ ক্রমবর্ধমান ট্র্যাফিকের পরিমাণ, অফিস স্পেস বৃদ্ধি এবং দুর্ঘটনার পরিমাণ কমানোর জন্য নিউটাউনে (Newtown) বিশ্ব বাংলা সরণিতে বড় রকমের পরিবর্তন আনতে চলেছে ট্র্যাফিকের ক্ষেত্রে। আসলে নিউটাউন ট্র্যাফিক গার্ডকে বিভক্ত করা হচ্ছে দুটি নতুন ইউনিটে। প্রথমটি হল টেকনো সিটি এবং দ্বিতীয়টি হল ইকো পার্ক। ব্যবস্থাপনাকে সুবিন্যস্ত করতে এবং সড়ক নিরাপত্তা উন্নত করতে একটি বড় পদক্ষেপ নেওয়া হবে।

নতুন আন্ডারপাস নির্মাণ নিয়ে বুধবার ইকো পার্কের সাব ট্র্যাফিক গার্ডের উদ্বোধনে বিধাননগর সিটি পুলিশ কমিশনার মুকেশ কুমার বলেন, নিউটাউন ট্র্যাফিক গার্ড ছিল একটি বিরাট এলাকা জুড়ে এবং এর ব্যবস্থাপনা করা সত্যিই সমস্যার বিষয়। শীঘ্রই প্রয়োজন এর পুনর্গঠনের। পাশাপাশি আগামী কয়েক সপ্তাহের মধ্যে টেকনো সিটি সাব ট্র্যাফিক গার্ডেরও উদ্বোধন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *