কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ। আর সেই উৎসবের মধ্যে অন্যতম উৎসব হলো রঙের উৎসব। যা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। কোথাও হোলি উৎসব, কোথাও দোলযাত্রা তো কোথাও আবার বলা হয় দোল পূর্ণিমা। তবে চলতি বছরে এই দোল পূর্ণিমা পালিত হবে ১৪ই মার্চ শুক্রবার। জ্যোতিষ শাস্ত্র মতে, এই শুভ দিনে বেশ কিছু কাজ করা অশুভ। যা মূলত জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই আজকের এই প্রতিবেদনে সেই অশুভ কাজগুলি বিষয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছে। ভুলেও এই ৫ কাজ করা যাবে না। করলেই বৃদ্ধি পাবে নেতিবাচক শক্তি। আনন্দের পরিবর্তে জীবনে দুঃখ পিছু ছাড়বে না। চলুন সেই কাজগুলি বিষয়ে জেনে নেওয়া যাক।
অসম্মান
হোলি বা দোল উৎসব হলো রঙের উৎসব। এই উৎসবের মধ্যে দিয়ে গড়ে ওঠে ঐক্যতা, সম্প্রীতি। তাই কখনোই এই দোল উৎসবে কাউকে অসম্মান করা উচিত নয়। বিশেষ করে বয়স্ক পুরুষ ও মহিলাদের। বিপরীতো এই দিন দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে সকলকে সম্মান করা উচিত। তাই হোলিতে কখনোই কাউকে অসম্মান করবেন না। এতে আনন্দ দুঃখে পরিণত হতে পারে।
খারাপ ব্যবহার
বর্তমানে যে কোনো অনুষ্ঠানে মাদকদ্রব্য সেবন করা চল হয়ে দাঁড়িয়েছে। ফলস্বরূপ অনেকেই হোলিতে মদ বা নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করে। পরবর্তীতে নেশাগ্রস্থ অবস্থায় অন্যান্যদের সাথে খারাপ ব্যবহার করে। ধর্মীয় মতে যা অত্যন্ত অশুভ। পাশাপাশি সামাজিক দৃষ্টিকোণ থেকেও এই কাজটি খুবই অনুপযুক্ত। তাই দোল উৎসবে আনন্দ মজা করতে চাইলে অবশ্যই নেশা থেকে দূরে থাকুন। সংযম বজায় রাখুন।
রং লাগানো
হোলি উৎসবে আরো একটি ভয়ংকর ভুল কাজ হলো অনিচ্ছাকৃত রং লাগানো। এমন অনেকেই রয়েছে যারা রংয়ের উৎসবে গায়ের রং লাগাতে চান না। কিন্তু জোর করে রং লাগালে দ্বন্দ্ব ঝামেলা, অশান্তির সৃষ্টি হয়। তাই ভুলেও কাউকে হোলির দিন অনিচ্ছাকৃতভাবে রং লাগাবেন না। এতে ঝামেলা ঝগড়া সৃষ্টি হয়ে অশুভ শক্তি বিরাজ করতে পারে। তাই এদিক থেকে অবশ্যই সতর্ক থাকুন।
আরও পড়ুন: শিবরাত্রির দিন পালন করুন এই ১১ টি টোটকা, জীবন ভরে উঠবে সুখ শান্তিতে
ঝগড়া অশান্তি
দোল বা হোলি উৎসব শুধু সম্প্রীতি বা ঐক্যের উৎসব নয়, এই উৎসব আনন্দের প্রতীক। তাই ভুলেও দোল পূর্ণিমায় কারো সাথে ঝগড়া, অশান্তি বা কোন দ্বন্দ্বে জড়াবেন না। কাউকে অশ্লীল ভাষা বলবেন না। এতে আনন্দ মাটি হতে পারে। এই একটি দিনের ভুল কাজ সারা বছরকে হতাশায় পরিণত করতে পারে। তাই হোলির দিন ঝগড়া, অশান্তি থেকে দূরে থেকে সকলের সাথে ভালোবেসে দিনটি উদযাপন করা উচিত।
অপ্রয়োজনীয় জিনিসপত্র নষ্ট
দোল পূর্ণিমা বা হোলি উৎসব বাঙ্গালীদের একটি বিশেষ উৎসব। এই দিনটি বাঙ্গালীদের কাছে অত্যন্ত শুভ দিন। বহু জায়গায় এই উৎসব উপলক্ষে হোলিকা দহন অনুষ্ঠিত হয়। ধর্মীয় মতে এই হোলিকা দহনে গমের শীষ, ঘুঁটে,কাঠ এই জিনিসগুলি উৎসর্গ করা শুভ। তবে ভুলেও হোলিকা দহনে কোনো অপ্রয়োজনীয় জিনিস যেমন রবার, চামড়ার কোনো জিনিস, প্লাস্টিক বা কোন অপ্রবিত্র জিনিস উৎসর্গ করবেন না। এর ফলে নেতিবাচক শক্তি বৃদ্ধি পেতে পারে। পাশাপাশি পরিবেশ দূষণও ঘটতে পারে। আসন্ন হোলি উৎসবকে আনন্দ, নাচে-গানে ভরিয়ে তুলতে ওপরে উল্লিখিত কাজগুলি ভুলেও করবেন না।