দুটো সিম ব্যবহারকারীদের জন্য সুখবর, বিরাট অফার দিচ্ছে বিএসএনএল

ভারতীয় টেলিকম জগতে জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়ার মতো একাধিক বেসরকারি সংস্থা পরিষেবা দিয়ে আসছে। যার মধ্যে একমাত্র বিএসএনএল সংস্থাটি ভারত সরকারের অধীনে রয়েছে। গত বছর হঠাৎ করেও বেসরকারি সংস্থাগুলি এর টেলিকম প্ল্যানের মূল্য বৃদ্ধি করলে লাখ লাখ গ্রাহক সরকারি সংস্থা বিএসএনএল-এর উপর ভরসা রাখে। বিশেষ করে সেকেন্ডারি সিমের ক্ষেত্রে অতিরিক্ত রিচার্জের খরচ আটকাতে BSNL সংস্থায় আস্থা রাখেন লাখ লাখ গ্রাহকরা।

সম্প্রতি ভারতীয় টেলিকম সংস্থা প্রতিটি টেলিকম প্রতিষ্ঠানকে প্ল্যানের মূল্য বেঁধে দিয়েছে। যার মাধ্যমে ভয়েস কল হোক বা এসএমএস সব কিছুতেই ছাড় পেয়ে থাকেন গ্রাহকরা। তবে দুটো করে সিম ব্যবহার করা গ্রাহকের সংখ্যাও নেহাত কম নয়। তাঁদের ক্ষেত্রে দুটি আলাদা সিমে রিচার্জ করা খুব সমস্যার হয়ে পড়েছে। তাঁদের জন্যও অফার রেখেছে এই সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল।

মূলত একটি সিমের ডেটা ব্যবহার করলেও পরে থাকছে অন্য আরেকটি সিম। সেক্ষেত্রে নূন্যতম কত টাকার রিচার্জ করতে হবে জানিয়ে দিলো টেলিকম অথরিটি। সম্প্রতি জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়ার তরফে বেশ কয়েকটি নতুন প্ল্যান সামনে আনা হয়েছে। আর এই প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে বড় পদক্ষেপ নিল বিএসএনএল সংস্থাটিও। সংস্থাটি এবার নিজেদের গ্রাহকদের জন্য নিয়ে এলো বড় চমক।

আরও পড়ুন: হুটহাট কিউআর কোড দিয়ে টাকা পাঠাচ্ছেন, এই বিষয়গুলিতে সাবধান না হলে বিপদ

জানা যাচ্ছে বিএসএনএল সংস্থার তরফে এবার ১৭ দিনের একটি প্রিপেড প্ল্যান আনার কথা ভাবা হচ্ছে। যার জন্য ধার্য্য থাকছে মাত্র ৯৯ টাকা। যেখানে গ্রাহকরা আনলিমিটেড কলের সুবিধা পাবেন। ভারতের যেকোনো শহর থেকেই এর ব্যবহার করা যাবে। জানা যাচ্ছে মুম্বই এমন দিল্লিতে নতুন এই প্ল্যান ইতিমধ্যেই চালু হয়ে গেছে। এছাড়াও থাকছে ৪৩৯ টাকার একটি বিশেষ আকর্ষণীয় প্ল্যান। যার বৈধতা থাকবে ৬০ দিন। এক্ষেত্রেও আনলিমিটেড কল সহ প্রচুর ডেটা ব্যবহারের সুযোগ হবে।

বর্তমানে তোড়জোড় করে গোটা ভারত জুড়ে বিএসএনএল সংস্থাটি ৪জি পরিষেবা দেওয়ার কাজ করে যাচ্ছে। এই কাজ সম্পন্ন হলে দ্রুতই ৫জি পরিষেবা দেওয়ার কাজ শুরু হবে। তবে এই ধরনের অফার বিএসএনএল সংস্থা প্রথম নিয়ে এসেছে। যেখানে মূলত বেশি পরিমাণ গ্রাহকদের আকৃষ্ট করার চেষ্টা করছে সংস্থাটি। তবে বিশেষজ্ঞরা যেকোনো প্ল্যান কেনার আগে এর শর্তাবলী গুরুত্ব দিয়ে পড়ে নেওয়ার কথা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *