প্রতিবছরের মতো চলতি বছরেও প্রকাশ্যে এলো কেন্দ্রীয় বাজেট ২০২৫। প্রতিবছরই সাধারণ মানুষ নতুন বছরের শুরুর দিকে এই বাজেট পেশের অপেক্ষায় থাকেন। সেইমতো ১লা ফেব্রুয়ারি অর্থাৎ শনিবার সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। জানালেন এবারের বাজেট পেশ সাধারণ মানুষের জন্য। যার মধ্যে দিয়ে ইচ্ছা আকাঙ্ক্ষা ফুটে উঠবে সাধারণ মানুষের। অপরদিকে এই বাজেট শুনে আনন্দে আপ্লুত স্বয়ং প্রধানমন্ত্রী। এই বাজেট সম্পর্কে কি বক্তব্য দিলেন তিনি?
শনিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণের বাজেট ২০২৫ পেশের পর ভার্চুয়ালি বাজেট সম্পর্কে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, অর্থমন্ত্রীর এই বাজেট ভারতীয়দের উন্নয়নের সাথী হতে চলেছে। এবারের বাজেট ২০২৫ এর মধ্যে দিয়ে প্রায় ১৪০ কোটি ভারতীয়ের আশা আকাঙ্ক্ষা ফুটে উঠছে বলে দাবি করছেন মোদিজি। তাঁর কথায়, নতুন বছরের বাজেট কোষাগার পূরণের জন্য নয়, তৈরি করা হয়েছে সাধারণ মানুষের লক্ষ্মীর ভান্ডার পূরণ করার জন্য।
এখানেই শেষ নয়, তিনি এও বলেন যে, কেন্দ্র সরকার তরফে বহু জায়গা খুলে দিয়েছে যুব প্রজন্মের স্বপ্ন পূরণের জন্য। এর ফলে যুব প্রজন্ম এগিয়ে নিয়ে যাবে ‘বিকশিত ভারত’এর স্বপ্নকে। উন্নয়নের ক্ষেত্রে সাধারণ মানুষকে আগ্রহী করে তুলবে এই বাজেট ২০২৫। পাশাপাশি সিতারমনের পেশ করা বাজেটে সঞ্চয় বৃদ্ধি পাবে সাধারণ মানুষের। বৃদ্ধি পাবে আর্থিক বিনিয়োগ। যার ফলে সাধারণ মানুষের অর্থ বৃদ্ধির হার ত্বরান্বিত হবে বলে আশা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আরও পড়ুন: পেশ হয়েছে বাজেট ২০২৫, দৈনন্দিন কোন কোন জিনিসের দাম বদলালো জানুন
প্রধানমন্ত্রীর কথায়, মধ্যবিত্ত থেকে শুরু করে বেতনভোগী মানুষদের জন্য এবারের আয়কর সংক্রান্ত বাজেটে বিশেষ ছাড় দেওয়া হয়েছে। অর্থমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সাধারণ মানুষ আয়করে ছাড় পাবে ১২ লাখ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে। অন্যদিকে ১২.৭৫ লাখ টাকা আয়ের ক্ষেত্রে আয়কর দিতে হবে না বেতনভোগীদের। তাহলে নতুন বছরের আয়কর কাঠামো কেমন ভাবে তৈরি করা হয়েছে?
অর্থমন্ত্রী নির্মলা সীতারামণের ঘোষনা অনুযায়ী ৪ লাখ টাকা পর্যন্ত আয়করের পরিমাণ শূন্য। ৫ শতাংশ ইনকাম ট্যাক্স দিতে হবে ৪ থেকে ৮ লাখ। ৮ লাখ থেকে ১২ লাখ টাকায় আয়করের পরিমাণ ১০ শতাংশ। ১২ থেকে ১৬ লাখ টাকায় আয়কর দিতে হবে ১৫ শতাংশ। ২০ শতাংশ আয়কর দিতে হবে ১৬ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত। ২০ থেকে ২৪ লাখ টাকা পর্যন্ত আয়করের পরিমাণ ২৫ শতাংশ। অন্যদিকে ২৪ লাখ টাকার বেশি আয়ের ক্ষেত্রে ইনকাম ট্যাক্স পড়বে ৩০ শতাংশ।