গত ২৬শে জানুয়ারি ৭৬তম প্রজাতন্ত্র দিবসের দিন কলকাতা মেট্রো রাইড অ্যাপে নতুন কিছু ফিচার্সের উদ্বোধন করল কলকাতা মেট্রো রেলের জেনারেল ম্যানেজার, টি উদয় কুমার রেড্ডি। এবার থেকে মেট্রো সংক্রান্ত যাবতীয় তথ্যের নোটিফিকেশন পেয়ে যাবেন যাত্রীরা। কমবেশি পাঁচ লাখ যাত্রী ব্যবহার করেন এই মেট্রো রাইড অ্যাপ। এই নতুন সুবিধা যুক্ত হওয়ার কারণে যাত্রীরা আরও এই অ্যাপ ব্যবহার করতে উৎসাহী হবে বলে মনে করছেন মেট্রো কর্তারা।
আগে এই মেট্রো রাইড অ্যাপে শুধুমাত্র মেট্রোর সময়সূচী দেখতে পেতেন যাত্রীরা। এছাড়াও বাড়িতে বসে যাত্রীরা অনলাইনে রিচার্জ করতে পারতেন এই অ্যাপের মাধ্যমে। পরে যদিও কিউআর কোড নির্ভর টিকিট কাটার ব্যবস্থা করা হয়। এছাড়াও কলকাতা সহ বিভিন্ন লাইনের পরিষেবা কখন শুরু হবে অথবা প্রান্তিক স্টেশন থেকে শেষ মেট্রো কখন ছাড়া হবে, এসবের যাবতীয় তথ্য পেতেন যাত্রীরা। একই অ্যাপ থেকে একাধিক স্মার্ট কার্ড রিচার্জ করার সুবিধাও থাকত এই অ্যাপে। ট্রেনের সময়, গুগল ম্যাপে স্টেশন দেখার সুযোগও মিলত।
এবার এই মেট্রো রাইড অ্যাপে আরো অতিরিক্ত ফিচার্স যুক্ত হতে চলেছে। এখন থেকে যাত্রীরা মেট্রো সংক্রান্ত আরো অতিরিক্ত খবর পাবেন এই অ্যাপ থেকে। বিশেষ কোনো কারণে মেট্রো বন্ধ থাকা বা সময় পরিবর্তনসহ যাবতীয় তথ্য জানতে পারবেন। আবার কোনো কারণে মেট্রোর সময়সূচী যদি বদল হয় তবে তা জানা যাবে এই অ্যাপ থেকে। এর মাধ্যমে মেট্রো বন্ধ থাকা বা সময় সংক্রান্ত অতিরিক্ত তথ্য পাবেন যাত্রীরা এবার থেকে।
আরও পড়ুন: কলকাতা মেট্রোর শিয়ালদহ এসপ্লানেড লাইনে চলল পরীক্ষামূলক মেট্রো, যাত্রী পরিবহনের দিনক্ষণ ঘোষণা হলো?
মেট্রো কর্তৃপক্ষ জানান, এই মেট্রো রাইড অ্যাপে এবার থেকে পরিষেবা চালু, শহরের বিভিন্ন মেট্রোর সময়ের ব্যবধান, কোনো বিপত্তির কারণে মেট্রো পরিষেবা ব্যাহত হলে সেই সব তথ্য যাত্রীরা জানতে পারবেন। শুধু তাই নয় বিশেষ দিনে বা ছুটির দিনগুলিতে কোন করিডোরে কত মেট্রো চালানো হবে তাও জানা সম্ভব হবে এই অ্যাপের দরুন।
মেট্রো রাইড অ্যাপের অতিরিক্ত তথ্য অ্যাড হওয়ার কারণে যাত্রীদের মেট্রো জার্নি আরো মসৃণ হবে বলে মনে করা হচ্ছে। এই নতুন ফিচার্সের মাধ্যমে যাত্রীরা সঠিক সময়ে সঠিক তথ্য হাতে পাবেন, তাই সফরের পরিকল্পনা করার ক্ষেত্রে এই তথ্য বিশেষ ভাবে কার্যকর হবে।