ট্রেন বাতিলের জন্য পুনরায় সমস্যার মুখে পড়তে চলেছেন যাত্রীরা। আগামী শনি ও রবিবার হাওড়া ডিভিশনে বেশকিছু ট্রেন বাতিল থাকতে চলেছে। শনিবার আবার রয়েছে মাধ্যমিক পরীক্ষা। কোন কোন ট্রেন বাতিল থাকছে আসুন জেনে নেওয়া যাক।
পূর্ব রেলের খবর অনুযায়ী, ব্রিজের রক্ষণাবেক্ষণের জন্য আগামী শনি এবং রবিবার হাওড়া ডিভিশনে বেশ কিছু ট্রেন বাতিল থাকতে চলেছে। শনিবার তিনটি এবং রবিবার মোট ২৬টি অর্থাৎ মোট ২৯টি ট্রেন বাতিল থাকতে চলেছে। হাওড়া ডিভিশনের দিয়ারা ও নসিবপুরের মধ্যে ১৬ নম্বর ব্রিজ এবং নসিবপুর ও সিঙ্গুর স্টেশনের মধ্যে ২১ নম্বর ব্রিজ রক্ষণাবেক্ষণের কাজ চলবে। সেজন্য শনিবার (১৫ই ফেব্রুয়ারি) এবং রবিবার (১৬ই ফেব্রুয়ারি) একাধিক লোকাল ট্রেন বাতিল থাকবে।
শনিবার হাওড়া থেকে বাতিল থাকা ট্রেন
৩৭৩৪৯ হাওড়া-তারকেশ্বর লোকাল: এটি রাত ১০ টা ৫ মিনিটে হাওড়া থেকে ছাড়ে।
৩৭৩৫১ হাওড়া-তারকেশ্বর লোকাল: এটি রাত ১১ টা ৫ মিনিটে হাওড়া থেকে ছাড়ে।
৩৭৩৫৪ তারকেশ্বর-হাওড়া লোকাল: এটি রাত ১১ টায় তারকেশ্বর থেকে ছাড়ে।
রবিবার হাওড়া থেকে বাতিল থাকা ট্রেন
৩৭৩০৯ হাওড়া-তারকেশ্বর লোকাল: ভোর ৪ টে ৫ মিনিটে হাওড়া থেকে ছাড়ে।
৩৭৩৫৩ হাওড়া-তারকেশ্বর লোকাল: ভোর ৫ টা ৩৫ মিনিটে হাওড়া থেকে ছাড়ে।
৩৭৩১১ হাওড়া-তারকেশ্বর লোকাল: ভোর ৫ টা ৫৫ মিনিটে হাওড়া থেকে ছাড়ে।
৩৭৩১৩ হাওড়া-তারকেশ্বর লোকাল: সকাল ৬ টা ৩২ মিনিটে হাওড়া থেকে ছাড়ে।
৩৭৩১৫ হাওড়া-তারকেশ্বর লোকাল: সকাল ৮ টা ২৫ মিনিটে হাওড়া থেকে ছাড়ে।
৩৭৩১৭ হাওড়া-তারকেশ্বর লোকাল: সকাল ৯ টা ৫ মিনিটে হাওড়া থেকে ছাড়ে।
৩৭৩৭১ হাওড়া-গোঘাট লোকাল: ভোর ৪ টে ২২ মিনিটে হাওড়া থেকে ছাড়ে।
৩৭৩৭৩ হাওড়া-গোঘাট লোকাল: সকাল ৭ টা ২৫ মিনিটে হাওড়া থেকে ছাড়ে।
৩৭৩৫৯ হাওড়া-আরামবাগ লোকাল: সকাল ৭ টায় হাওড়া থেকে ছাড়ে।
৩৭৩০৭ হাওড়া-হরিপাল লোকাল: ভোর ৫ টা ৩৫ মিনিটে হাওড়া থেকে ছাড়ে।
রবিবার শেওড়াফুলি থেকে বাতিল থাকা ট্রেন
৩৭৪১১ শেওড়াফুলি-তারকেশ্বর লোকাল: ভোর ৫ টা ১৫ মিনিটে শেওড়াফুলি থেকে ছাড়ে।
৩৭৪১৫ শেওড়াফুলি-তারকেশ্বর লোকাল: সকাল ৮ টা ৩৩ মিনিটে শেওড়াফুলি থেকে ছাড়ে।
আরও পড়ুন: মাথায় হাত নিত্যযাত্রীদের, টানা চারদিন বন্ধ থাকবে ইস্ট-ওয়েস্ট করিডোরের মেট্রো রেল পরিষেবা
রবিবার তারকেশ্বর থেকে বাতিল থাকা ট্রেন
৩৭৩১২ তারকেশ্বর-হাওড়া লোকাল: রাত ৩ টে ৫০ মিনিটে তারকেশ্বর থেকে ছাড়ে।
৩৭৩১৪ তারকেশ্বর-হাওড়া লোকাল: ভোর ৪ টা ৫০ মিনিটে তারকেশ্বর থেকে ছাড়ে।
৩৭৩১৬ তারকেশ্বর-হাওড়া লোকাল: ভোর ৫ টা ৩৫ মিনিটে তারকেশ্বর থেকে ছাড়ে।
৩৭৩১৮ তারকেশ্বর-হাওড়া লোকাল: সকাল ৬ টা ২০ মিনিটে তারকেশ্বর থেকে ছাড়ে।
৩৭৩২০ তারকেশ্বর-হাওড়া লোকাল: সকাল ৭ টা ৫ মিনিটে তারকেশ্বর থেকে ছাড়ে।
৩৭৩৫৬ তারকেশ্বর-হাওড়া লোকাল: সকাল ৭ টা ৪০ মিনিটে তারকেশ্বর থেকে ছাড়ে।
৩৭৩২২ তারকেশ্বর-হাওড়া লোকাল: সকাল ৭ টা ৫৫ মিনিটে তারকেশ্বর থেকে ছাড়ে।
৩৭৩২৮ তারকেশ্বর-হাওড়া লোকাল: সকাল ১১ টা ১৫ মিনিটে তারকেশ্বর থেকে ছাড়ে।
৩৭৪১২ তারকেশ্বর-শেওড়াফুলি লোকাল: ভোর ৪ টে ১৫ মিনিটে তারকেশ্বর থেকে ছাড়ে।
৩৭৪১৬ তারকেশ্বর-শেওড়াফুলি লোকাল: সকাল ৭ টা ২৫ মিনিটে তারকেশ্বর থেকে ছাড়ে।
রবিবার হাওড়া ডিভিশনে অন্যান্য রুটে বাতিল থাকা ট্রেন
৩৭৩৭২ গোঘাট-হাওড়া লোকাল: সকাল ৭ টা ৩০ মিনিটে গোঘাট থেকে ছাড়ে।
৩৭৩৬০ আরামবাগ-হাওড়া লোকাল: সকাল ৮ টা ৩৫ মিনিটে আরামবাগ থেকে ছাড়ে।
৩৭৩০৮ হরিপাল-হাওড়া লোকাল: সকাল ৮ টা ২৮ মিনিটে হরিপাল থেকে ছাড়ে।